
“ স্বচ্ছ কাঁচের বোতলে ছিপি আটকে রেখেছি কিছু চিন্তা নামক বীজ। কিছু সাদা কাগজের বুকে, কালো অক্ষরের রোজ নামচা… কিছু ভালো মানুষীপনা, দেখেছি যত ঘাপটি মেরে থাকা কদর্যপনা, যখন তখন বেয়ারাপনায় ঔদ্ধ্যত্য প্রকাশের হম্বি তম্বি…”
উপরের এই বাক্যগুলি দিয়ে লেখা শুরু করে সোনেলায় যিনি নিজের প্রথম পোষ্টটি করেছিলেন তিনি সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার বন্যা লিপি আপু। তার প্রত্যেকটি লেখা সুনিপুণ শব্দশৈলীর মাধ্যমে সোনেলার পাঠকদের মন জয় করে নিয়েছে সবসময়। নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে তিনি পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী। কবিতা কিংবা গল্পে তার লেখায় শব্দের ঝংকার মন্ত্রমুগ্ধ করে রাখে পাঠককে।
ব্লগার বন্যা লিপি সোনেলার উঠোনে প্রথম কথকতা লেখাটিতেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছিলেন। ক্রমেই তিনি তার লেখার মাধ্যমে ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। আমাদের দেখা হয় না আর লেখাটির মাধ্যমে তিনি সোনেলায় নিজের শততম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।
আপনাকে অভিনন্দন বন্যা লিপি আপু।
সোনেলায় নিজের লেখা দিয়ে শততম পোস্টের মাইলফলক স্পর্শ করার অর্থ হচ্ছে ব্লগার বন্যা লিপি সাহিত্য ভালোবাসেন এবং তিনি সোনেলার একজন নিবেদিত প্রাণ লেখক। তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন ১৮৭৩ টি এবং মন্তব্য পেয়েছেন ২৩০৯ টি। অন্যদের পোষ্টে তার করা মন্তব্য সংখ্যা এবং প্রাপ্ত মন্তব্যের সংখ্যা দেখেই বোঝা যায় নিজের শতব্যস্ততার মাঝেও সময় বের করে শুধুমাত্র সোনেলাকে ভালোবেসে এখানে লেখেন তিনি।
বন্যা আপু, আশাকরি ব্লগে আরো কিছুটা বেশি সময় দেবেন আপনি কারন আমাদের অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। আপনার গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় সবসময়।
সবশেষে আমার প্রিয় ব্লগারকে একটি কথাই বলতে চাই- নিজের আত্মবিশ্বাসকে পাথেয় করে আপনি সামনে এগিয়ে চলুন। সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য।
ভালো থাকুন সবসময়।
৫৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
শততম পোষ্টের জন্য বন্যা লিপিকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
ব্যস্ততার কারনে বন্যা তেমন সময় দিতে পারেন না। তার প্রতিটি লেখা অত্যন্ত মান সম্পন্ন লেখা। লেখার মান বিচারে তিনি সোনেলার সেরা লেখকদের কাতারে আছেন।
বন্যার আর একটি বড় গুন হচ্ছে তিনি অন্যদের লেখায় অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে অসাধারন মন্তব্য করেন। মন্তব্য করাটাও অত্যন্ত ভাল ভাবেই করেন তিনি, এতে ফাঁকিবাজি পছন্দ করেন না।
আমরা আশা করবো, ব্লগে তিনি যেন আর একটু সময় দিয়ে তার লেখনীকে আমাদের মাঝে বিলিয়ে দিয়ে আমাদের সমৃদ্ধ করেন।
অনেক অনেক শুভ কামনা বন্যা লিপির জন্য।
বন্যা লিপি
আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এমন মন্তব্যের জন্য আমি আপ্লুত। আমি যথাসাধ্য চেষ্টা করি সবসময়। যতটুকু সময় পাই ব্লগেই বেশি সময় দেই বলে মনে হয়। সোনেলা আমার ফার্স্ট প্রায়োরিটি। এখানেই আমার স্বাচ্ছন্দ্য বেশি।
আপনাদের সকলের উৎসাহ এবং অনুপ্রেরনায় আমার পথচলা অব্যাহত থাকবে যতদিন আমি আছি বেঁচে।
আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভ কামনা।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
তৌহিদ
সহমত পোষণ করছি ভাই। বন্যা আপু আমাদের ব্লগের গর্ব। ভালো থাকুন ভাই।
ইঞ্জা
অভিনন্দন প্রিয় বন্যা লিপি আপুকে তার শততম পোস্টের জন্য, আপু খুব অল্প সময়ের মধ্যেই ব্লগের মধ্যমনি হয়ে উঠেছেন, আজ শততম পোস্ট দিয়ে উনি যে ব্লগে থাকার জন্য এসেছেন তা সবাইকে দেখিয়ে দিলেন।
শুভেচ্ছা ও শুভকামনা আপু।
বন্যা লিপি
অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভাইজান। আপনাদের অনুপ্রেরনা না পেলে আমার টিকে থাকা হতো না এখানে। ব্লগটা আমাদের সকলের একটা পরিবারের বন্ধন।
ভালো থাকবেন সবসময়।
শুভ কামনা।
ইঞ্জা
আপু অনুপ্রেরণা, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা এইসব আছে বলেই সোনেলায় সবাই আমরা একীভূত, আমরা সবাই আত্মার আত্মীয়।
ধন্যবাদ আপু।
তৌহিদ
বন্যা আপু আমাদের গর্ব। সাহিত্য নিয়ে তার পড়াশুনা এবং লেখা চোখে পড়ার মত।
ভালো থাকুন দাদা।
ইঞ্জা
একমত ভাই, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
তৌহিদ ভাই,
সহ ব্লগারদের এমন মাইল ফলক এর দিকে নিয়মিত নজর রেখে, নিয়মিত পোস্ট দিচ্ছেন আপনি। এমন পোস্ট যেন আপনাকেই মানায়।
অনেক অনেক ধন্যবাদ এমন শুভেচ্ছা পোস্টের জন্য।
শুভ কামনা।
বন্যা লিপি
তৌহিদ ভাই যথার্থই একজন নিবেদিত ব্লগার। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
তৌহিদ
আপনাদের ভালোবাসাই আমাকে অনুপ্রেরণা যোগায় আপু।
তৌহিদ
ব্লগের প্রতি যারাই সহানুভূতিশীল তাদের নিয়ে লিখতে পেরে নিজেকে গর্বিত মনে হয় ভাই। সে ভালোবাসা থেকেই লিখি।
শুভকামনা রইলো ভাই।
সুপর্ণা ফাল্গুনী
শততম পোস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্যা আপুকে। দ্রুত ডাবল সেঞ্চুরি চাই আপু। আপনার মূল্যবান এবং মানসম্পন্ন লেখার ভক্ত আমি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। তৌহিদ ভাইয়াকে ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ এই পোষ্টির জন্য
বন্যা লিপি
অনেক অনেক ধন্যবাদ ছোটদি।
ভালো থাকবেন।
সুস্থ্য থাকবেন সবসময়।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
ভালো থাকুন অনেক।
.
সাধুবাদ দাদা। শুভেচ্ছা পোস্ট শেয়ারের জন্য।
বন্যা লিপি
ধন্যবাদ দাদাভাই। ভালো থেকো সবসময়।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়।
বন্যা লিপি
প্রথমত সহস্র ধন্যবাদ তৌহিদ ভাইকে। আপনি প্রতিটি ব্লগীয় এবং শুভেচ্ছা পোষ্টগুলো অত্যন্ত পরিশ্রম এবং যত্ন সহকারে তৈরী করেন। যা লক্ষ করে আসছি দীর্ঘদিন ধরে। সত্যিই প্রশংসার যোগ্য। একেবারে প্রথম পোষ্টে গিয়ে আপনি কোটেসন কোট করেছেন দেখে আমি আপ্লুত। একথা সত্য যে, কিছুটা সময়াভাবে আমি একটু অনিয়মিত ব্লগে। তবুও বলবো ব্লগ আমার প্রথম প্রায়োরিটি। যখনই সময় পাই আমি ব্লগে। নিজে কি লিখতে পারি বা না পারি আমি পড়ি বেশি এখানে। মন্তব্যও করি আমার সাধ্যমোতাবেক। আমি চেষ্টা করে যাই আমার মতো।
আপনাদের ঐকান্তিক অনুপ্রেরনার কারনেই আমি লিখতে আগ্রহী হই প্রতিনিয়ত।
আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
আপনার ব্লগের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করব আপু। সোনেলার প্রতি সহানুভূতিশীল সকলের জন্য কিছু লিখতে পারাটা সৌভাগ্যের বিষয়। সে আবেগ থেকেই লিখি আসলে।
ভালো থাকুন সবসময়।
নিতাই বাবু
শততম পোস্টের জন শ্রদ্ধেয় বন্যা লিপি দিদিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দিদির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
বন্যা লিপি
ধন্যবাদ দাদা।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
শততম পোস্টের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার লেখা আরও সুন্দর সমৃদ্ধতা লাভ করুক। শুভ কামনা ❤❤
সুন্দর শুভেচ্ছা পোস্টের জন্য আপনাকেও ধন্যবাদ তৌহিদ ভাই 🌹🌹
বন্যা লিপি
আপনাকে অশেষ ভালবাসা প্রিয় লেখক এবং ব্লগার। আমি ভুলিনি আপনার ঔদার্যপূর্ণ উৎসাহ এবং আগ্রহের কারনেই আমি এখানে কিভাবে নিজেকে সামিল করেছি।……আর পারবো না…আপনি আপনি করতে😊😊 পরবর্তিতে আমরা অদেখা – না চেনা থেকে ভার্চুয়ালি ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিনত হয়েছি। যা এখন ব্লগবাসী সকলেই অবহিত। তুমি- আমি এখন ব্লগের হিট অব দ্য টক্😆😆😆জোড়া ময়না😊
অবিরাম ভালবাসা তোমাকে 💕💕💕💕
সাবিনা ইয়াসমিন
আপনি-আপনি সম্বোধন শুনে আমিও ভয় পেয়েছি। দয়া করে ওসব বিশেষ বাক্য অন্যদের জন্য তুলে রাখুন মহানুভব ব্লগার 🙂
নিয়মিত যথা শিগশির পোস্টের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা চালু করো।
ময়না নিয়ে যেসব টকাটক দেখলাম, এখন বন্দী হওয়ার ভয়ে দৌড়ের উপর থাকতে হবে মনে হচ্ছে 🤪🤪
তৌহিদ
জোড়া ময়না এবং সোনা পাখি আপনাদের কুহুকাকলীতে সোনেলার উঠোন মুখরিত থাকুক সবসময়।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
শিরিন হক
আপনার সাফল্য কামনা করছি।শুভেচ্ছা বন্য এবং অভিনন্দন।
সবসময় ভালো থাকুন।
অনেক অনেক ভালোবাসা।
বন্যা লিপি
আপনাকেও ভালবাসা। শুভ কামনা নিরন্তর 💕💕❤❤
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
শুভেচ্ছা ও শুভ কামনা।
বন্যা লিপি
ধন্যবাদ মহী ভাই।
তৌহিদ
ভালো থাকুন মহী ভাই।
ছাইরাছ হেলাল
শততম লেখার জন্য অবশ্যই ধন্যবাদ, ইতমধ্যেই নিজ গুণে তিনি নিজেকে প্রমান করেছেন প্রবল ভাবে।
আমাদের পাঠকদের আরো আরো অনুপ্রাণিত করবেন এ আশা অবশ্যই পোষণ করি।
পোস্ট দাতাকে অবশ্যই ধন্যবাদ খেয়ালে রেখে আমাদের মনে করিয়ে দেয়ার জন্য,
যা তিনি সব সময় ই করে থাকেন। দু’জনকেই অনেক শুভেচ্ছা।
বন্যা লিপি
আপনাদের অনুপ্রেরনা উৎসাহই আমার চলার শক্তি। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।
শুভ কামনা।
তৌহিদ
ব্লগের প্রতি যারাই সহানুভূতিশীল তাদের নিয়ে লিখতে পেরে নিজেকে গর্বিত মনে হয় ভাই। সে ভালোবাসা থেকেই লিখি।
শুভকামনা রইলো ভাই।
আলমগীর সরকার লিটন
শততম লেখার জন্য
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল——
বন্যা লিপি
ধন্যবাদ লিটন ভাই।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিনন্দন এবং শুভ কামনা রইলো লিপি আপা। আপনার সরব উপস্থিতি এবং লেখা আমাদেরকে মুগ্ধ করে। করে আপ্লুত। ভাই আপনার সঙ্গে কন্ঠ মিলিয়ে বলি, “সবশেষে আমার প্রিয় ব্লগারকে একটি কথাই বলতে চাই- নিজের আত্মবিশ্বাসকে পাথেয় করে আপনি সামনে এগিয়ে চলুন। সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য।
ভালো থাকুন সবসময়”।
আপুর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।
বন্যা লিপি
দোয়া করবেন আমার জন্য।ধন্যবাদ রইলো।
তৌহিদ
ভালো থাকুন ভাই।
সুপায়ন বড়ুয়া
আপনাকে অভিনন্দন বন্যা আপু।
শততম মাইল পলকের জন্য।
নিরন্তর শুভ কামনা জানাই
নিত্য নতুন লেখায় হই ধন্য।
বন্যা লিপি
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, শুভকামনা নিরন্তর।
আরজু মুক্তা
বন্যা ফুপির দীর্ঘায়ু কামনা করছি। আর অভিনন্দন শততম পোস্টের জন্য।
আর তৌহিদ ভাই বরাবরের মতো লাল সালাম আপনাকে।
বন্যা লিপি
ধন্যবাদ ফু’আম্মা। ভালো থাকবেন শুভ কামনা।
তৌহিদ
ফুফু ভাতিজি জিন্দাবাদ। ভালো থাকুন আপু।
সঞ্জয় মালাকার
শততম পোস্টে দিদিকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।
উর্বশী
অভিনন্দন। শততম পোস্টের জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা। সোনেলা পরিবারের আলোর দ্যূতি ছড়ানো মানুষ।তার সাফল্য ও দীর্ঘাায়ু কামনা করছি। ভাইয়া আপনার জন্য আন্তরিক ধন্যবাদ সহ সালাম।
সিকদার সাদ রহমান
পেরথমেই শততম পোস্টের জন্যে শুভেচ্ছা। ২য়তে অভিনন্দন, ৩য়তে এগিয়ে চলেন সাম্মের দিক। ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই।ভালো থাকুন।