
“পৃথিবী বিয়োগে আগ পর্যন্তও আমি বলব আমি কেবলি ‘মানুষ’। জীবন বাজি রেখে ভালবাসতে জানি ‘মা মাটি মানুষ’কে।”
উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার মনির হোসেন মমি ভাই। যিনি নিজের লেখায় শব্দের ঝংকারে সোনেলাকে পাঠকসমৃদ্ধ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
নিজের সমসাময়িক বিষয়ের লেখাগুলিতে তিনি দেশের কথা, মাটির কথা এবং নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী। দেশকে ভালোবাসেন তিনি। দেশের খেঁটেখাওয়া সাধারণ মানুষের কথা যার লেখায় উঠে আসে বারবার।
নিজের লিখনশৈলী দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান তৈরী করে নেয়া এটি প্রত্যেক লেখকেরই একটি স্বপ্ন। দীর্ঘ পথ অতিক্রম করে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তিনি। সাত বছর দুই দিন আগে সোনেলায় ৭১’এর জননী পোষ্টের মাধ্যমে সেই যে প্রথম কদম রেখেছিলেন যার বিচরণেরর গতিশীলতা অদ্যাবধি পরিলক্ষিত হচ্ছে স্পষ্টরুপে ।
সোনেলার মাঠে বিচরনের প্রাক্কালেই তিনি পাঠকপ্রিয় অনেক লেখা আমাদের উপহার দিয়েছেন। যার মধ্যে-
শ্রদ্ধেয় দুই নেত্রীর টক শো !!!
অতৃপ্ত জীবন…..প্রবাসী শিরোনামে ধারাবাহিক লেখা
সত্যের পরাজয়!! সহ অসংখ্য মানসম্মত লেখা হৃদয় ছুঁয়ে যায়। তিনি অদ্যাবধি সোনেলায় পোষ্ট লিখেছেন ৪৬৪ টি। সোনেলায় সাত বছর পূর্তির মাইলফলক স্পর্শ করার দিনেই তিনি পাঠকদের জন্য পরিবর্তন করুন আপনার এনআইডি’র সকল তথ্যাদি লেখাটি দিয়ে সোনেলার পাঠকদের মন জয় করলেন আরও একবার।
সোনেলা ব্লগে তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন ৭৯৬৬ টি এবং মন্তব্য পেয়েছেন ৭৭১৯ টি। এ সংখ্যাটি দেখলেই বোঝা যায় সোনেলার প্রতি তিনি নিবেদিত প্রাণ একজন মানুষ এবং তিনি সহব্লগারদের অত্যন্ত স্নেহ করেন।
সোনেলায় আমার অন্যতম প্রিয় ব্লগার মমি ভাইয়ের সাত বছর পূর্তিতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রিয় ব্লগার, এভাবেই সবসময় আমাদের পাশে থেকে উৎসাহ অনুপ্রেরণা দেবেন এটাই আপনার কাছে প্রত্যাশা। আপনি ও আপনার পরিবারের প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি।
৪৬টি মন্তব্য
ইঞ্জা
অভিনন্দন মমি ভাইকে, সোনেলায় সাতটি বছর কাটানো মানেই এই ব্লগের সাথে উনার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।
মমি ভাই আপনি আরও বেশি বেশি লিখুন এই শুভকামনা সবসময় থাকবে।
ইঞ্জা
প্রিয় তৌহিদ ভাইকে সুন্দর এই শুভেচ্ছা পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ নিরন্তর।
তৌহিদ
কৃতজ্ঞতা ভাই, ভালো থাকুন সবসময়।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
তৌহিদ
ধন্যবাদ ভাই। মমি ভাই হচ্ছেন আমাদের জন্য উৎসাহনীয় একজন মানুষ। সোনেলায় তার পথচলা দীর্ঘ হোক এটাই চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ প্রিয় সহ ব্লগাররা।আমায় যে সন্মান দিয়েছেন তা যেন ধরে রাখতে পারি।
ইঞ্জা
ভালোবাসা জানবেন মমি ভাই।
সুপায়ন বড়ুয়া
সোনেলায় আমাদের প্রিয় ব্লগার মমি ভাইয়ের সাত বছর পূর্তিতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সাথে তৌহিদ ভাইকে সুন্দর উপস্থাপনা করে সুযোগ করে দেয়ার জন্য।
দুইজনের সর্বাঙ্গীন মঙল কামনা করি।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো দাদা। সহব্লগার হিসেবে আপনাকে পেয়ে আমি ধন্য।
ভালো থাকুন সবসময়।
মনির হোসেন মমি
ধন্যবাদ এবং অফুন্ত ভালবাসা প্রিয়।
মোঃ মজিবর রহমান
মনির হোসেন মমি। যার নামের সেরা কাজেও সেরা। ব্যাক্তি, ব্লগিং, স্বপ্নপুর স্কুলে পথ শিশুদের শিক্ষায় অর্থ সাহায্য সহ অনেক কাজে পাশাপাশি থেকেছি। আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। সোনেলায় তার পদযাত্রা আরো গতিশীল হোক।
মোঃ মজিবর রহমান
এই গুণী লোকের গুণ অনেক। ধন্যবাদ তৌহিদ ভাই তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
তৌহিদ
আপনার প্রার্থনা কবুল হোক। ভালো থাকুন ভাই।
তৌহিদ
মমিভাইয়ের পরিচয় নতুন করে দেবার প্রয়োজন নেই ভাই, তিনি নিজেই অনন্য। মমি ভাই সোনেলায় আমাদের জন্য অনুকরণীয় ব্যক্তি।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় চলার পথের সাথী।সোনেলায় আপনার পথ যাত্রাও আমার প্রায় দুএক বছরের ব্যাবধান।আপনাকেও অভিনন্দন শুভেচ্ছা।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল মমি দা কে
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকুন সবসময়।
মনির হোসেন মমি
শুভ কামনা প্রিয় কবি।আপনাদের ভালবসায়ই এই আমার আমি।
আরজু মুক্তা
অভিনন্দন 🌹
ওনার অনেক পোস্ট শিক্ষামূলক ছিলো।
ভালো থাকুন সবসময়
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু। সমসাময়িক বিষয়ে মমি ভাইয়ের লেখগুলো অসাধারণ।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
সাত বছর পূর্তি উপলক্ষে মমি ভাইয়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আপনার কাছ থেকে আরো অনেক লেখা আশা করি ভাইয়া। খুব শীঘ্রই পাঁচশত পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো।
তৌহিদ
একদম ঠিক আপু। অচিরেই মমিভাই পাঁচশত পোষ্টের মাইলফলক স্পর্শ করুন এটাই চাই। সেই শুভেচ্ছা পোষ্ট আপনাকেই লিখতে হবে প্রস্তুতি নিন কিন্তু।
শুভকামনা সবসময়।
মনির হোসেন মমি
ধন্যবাদ দোয়া করবেন।
নাসির সারওয়ার
সাত বছর! শুভেচ্ছা সোনেলার একটা পুরানো খুঁটির জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর উপাস্থনায় একজনকে সন্মান দেখানোর জন্য। অনেক সময় যা আমিও পারিনা। চালু থাকুক এই রীতি।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় কবি।
নাসির সারওয়ার
কবিতা ছাপাখানায়, এলেই পৌছে দেবো।
মনির হোসেন মমি
হাহাহা সরি সরি…ব্লগার না কবি কোথ বিশেষণে সূধাই!
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া। আপনিসহ সোনেলার সিনিয়র ব্লগারগন আমাদের জন্য অনুসরনীয়। আপনাদের দেখানো পথেই আমরা এগিয়ে যেতে চাই সামনে।
সহব্লগারদের নিয়ে শুভেচ্ছা পোষ্ট আমি লিখতে চেষ্টা করি কারন ব্লগের লেখক যে কাউকে সম্মান জানালে আমি নিজেও সম্মানিতবোধ করি। এটাই পরম পাওয়া।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
নাসির সারওয়ার
সন্মান আদান প্রদান চলুক সব সময়ের জন্য।
শামীম চৌধুরী
সপ্ত বর্ষ পূরন হলো আমার প্রিয় ভাইয়ের
অভিনন্দন ও শুভেচ্ছা।
লেখার মাধ্যমে তুমি যে ভাবে মমিভাইকে সম্মান দেখালে তাতে আমরা আপ্লুত হলাম। আর তোমার প্রদর্শিত সম্মানে তুমি আরো সম্মানিত হলে।
ভালো থেকো ভাই।
মনির হোসেন মমি
অবশ্যই ধন্যবাদ তৌহিদ ভাইকে এবং আপনাকেও।আপনেরা আছেন বলেই সোনেলা আজো হাসে।
তৌহিদ
ভাইজান ব্লগের সিনিয়র ব্লগারদের দেখানো পথে আমরা এগিয়ে যেতে চাই একসাথে। মমি ভাই হচ্ছেন তার উৎকৃষ্ট উদাহরণ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।
বন্যা লিপি
সোনেলায় সুদীর্ঘ পথ কাণ্ডারি মনির হোসেন মমির একসাথে চলায় অভিননন্দন ও শুভেচ্ছা। তৌহিদ ইসলামকে ধন্যবাদ, মমি ভাইকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট দিয়ে তাঁকে (মনির হোসেন মমি) শুভেচ্ছা জানানোর জন্য। দুজনের প্রতিই রইলো আন্তরিক শুভেচ্ছা শুভ কামনা।
তৌহিদ
মমি ভাই সহ ব্লগের সিনিয়র ব্লগার যারা নিয়মিত ব্লগে আসছেন তারা আমাদের জন্য অনুসরনীয়। ব্যস্ততার মাঝে সময় বের করে আমার লেখায় অনেকদিন পরে আসার জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। প্রীত হলাম।
শুভকামনা জানবেন।
তৌহিদ
আমিতো নিজের নাম দেখি তৌহিদ লেখা!! ☺
সুরাইয়া পারভীন
সোনেলার উঠানে দীর্ঘদিন ধরে বিচরণকারী মনির হোসেন মমি ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় সোনেলার উঠানে সোনা ফলান।
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ও অভিনন্দন দুই ভাইয়াকে। শুভকামনা, সোনেলা এগিয়ে যাক ইনশাল্লাহ।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। ভালো থাকুন সবসময়।
রোকসানা খন্দকার রুকু
অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভাইয়াদের জন্য॥ আফসোস হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেখা গুলো পড়তে না পারার জন্য
শুভ কামনা।
তৌহিদ
হ্যা, সময় নিয়ে পড়বেন আপু। শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
এক দুই বছর নয় সাতটি বছর।
আর এ সাতটি বছর সোনেলার সাথে সৃজনশীলতায় কাটানো তা চারটে খানি কথা নয়।
.
ব্লগে যুক্ত হওয়ার পর থেকে মনির দাদার বেশ লেখা পড়েছি যা মাইলফলক হয়ে আছে।
একরাশ প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
.
সাধুবাদ জানাই তৌহিদ দাদাকে সাতটি বছরের পদার্পণ পোস্ট শেয়ার করার জন্য।
তৌহিদ
মমি ভাই আমাদের জন্য অনুসরণীয় একজন মানুষ দাদা। সোনেলাকে ভালোবেসে এত দীর্ঘ সময় এখানে বিচরণ করা চাট্টিখানি কথা নয়।
ভালো থাকুন দাদা।
ছাইরাছ হেলাল
তিনি আমাদের পরিক্ষিত সুহৃদ দীর্ঘদিনের।
আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
তৌহিদ
আসলে সোনেলাকে মন থেকে ভালো না বাসলে এতদিন মমিভাই সোনেলায় সাবলীলভাবে বিচরণ করতে পারতেননা ভাই। তিনি সহব্লগার হিসেবে অনন্য।
শুভকামনা আপনাকেও ভাইজান।