ছয় বছর এক মাস দুইদিন সোনেলায় আমার চলছে। নাই ভাষা জানা, নাই স্থিরতা, অস্থির সময়েই আমার চলা।

সোনেলায় আমার একশত ঊনপঞ্চশটি লেখা পুর্বেই শেষ হয়েছে। এইটি দিয়ে ১৫০ মারলাম। দুক্ষে সুখে সোনেলায় আছি । কার ভাল লাগলেও আছি , না লাগলেও আছি। আমার ক্ষমতা বলেই, তয় কারো কোন ক্ষতি সাধন আমি করিনা।

অনেক আনন্দের সংগেই আছি, ভালবাসার জোরেই আছি। কারো দুখে দুখি হই সুখে সুখি হই। দেশের তরে ভালবাসা রই। সবার উপর আমার দেশের মাটি।

জাতীয় কবির একটি উক্তি, " আমি পাখি গান গাই, কারো ভাল লাগলেও গাই না লাগলেও গাই।" আমার ঠিক শব্দ গুলো মনে নাই কিন্তু বাক্য এই রকমই। তাই আমিও সে রকম কারো ভাল লাগলেও আছি না লাগলেও আছি সোনেলাতে।

সবার ভালবাসা নিতে এসেছি, পেতে এসেছি। কেউ না দিলেও কস্ট নাই। সবাই ভাল থাকুন। সোনেলায় থাকুন।

সোনেলার আলোয় আরও উজ্জলিত
হৃদয়ে বাংলা বর্ণমালা,

সোনেলার আলোয় গাই,
বাংলার প্রতিধ্বনি গৌরবের মালা।

সোনেলায় আলোকিত সোনেলার বোন-ভাইয়েরা।

 

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ