সোনেলার প্রেমে

হালিম নজরুল ২৭ এপ্রিল ২০২০, সোমবার, ০৭:৩৮:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

***(একবার পোস্ট করার পর প্রথম অংশ হারিয়ে যাওয়ায় পূনঃনির্মাণের পর ৫১তম পোস্ট হিসাবে আবার দিলাম।)*

 

বৃষ্টিস্নাত বরষাকে বিদায় জানিয়ে প্রকৃতি যখন শৈত্যের কৃচ্ছতায় নিমন্ত্রিত, তখনও আমি নিমগ্ন সনাতন এক প্রেমসুধায়। কি এক অচৈতন্য মোহে আপ্লুত আমি!কিন্তু  কোন এক আগন্তুকের আলতো টোকায় সম্বিত ফিরে দেখি কোন এক অপ্সরী যেন বলছে, ঐ তো ঐ লাস্যময়ী রমনীই তোমার প্রকৃত প্রেম। তার শাড়ির ভাঁজে ভাঁজে থরে থরে সাজানো নিটোল প্রেমের প্রতিচ্ছবি। আমি আপ্লুত হই, আমি বিমোহিত হই। এক নিমিষেই শুষে নিই তার র্ং-রূপ-রস। বাহকের হাতের গোলাপের গন্ধ নিয়ে এক নি:শ্বাসে পৌঁছে দিই হৃদয়ের বাড়ি। নিমন্ত্রণের ফিরতি সম্মতিপত্রে লিখে দিলাম এই প্রেম অনন্ত, এই প্রেম নির্ভেজাল।

 

আমার প্রিয়তম প্রেমিকার নাম সোনেলা। তার নিটোল প্রেমে মুগ্ধ হয়ে আমি বারবার ফিরে আসি তার মমতার আঁচলে। তার শাড়ির ভাঁজে ভাঁজে খুঁজে ফিরি প্রিয় সহযাত্রীদের প্রসবিত সন্তান। আমি মুগ্ধ হই, আমি প্রাণবন্ত হই। কেননা আমি জানি প্রতিটি জনক-জননীই চায় তার সন্তানকে শ্রেষ্ঠ হিসাবে গড়ে তুলতে। তবুও আমাদের শত ভুলচুক থেকে যায়। মনের অজান্তে কিংবা অসর্কতায় কতনা ভুল আমাদের সন্তানকে কলংকিত করে! তবুও চেষ্টা করে যাই নির্ভুল প্রসবের। তবে সবচেয়ে দৃষ্টিকটু ভুল করি বানানের ক্ষেত্রে। তাই অঙ্গীকার করছি ও নিবেদন করছি আমাদের সন্তান প্রসবের সময় আমরা বানানের দিকে গুরুত্বসহকারে দৃষ্টি রাখব। প্রয়োজনে বাংলা একাডেমির একখানা অভিধান সবসময় পাশে রাখব। কেননা আমার প্রেমিকাকে খুশি রাখাই আমার সর্বোত্তম প্রেম। প্রিয়তমা সোনেলা, তুমি কখনো হতাশ হয়ো না। আমরা নিশ্চয়ই আমাদের প্রেম, ভালাবাসা, আর গভীর মমতায় সৃষ্ট অর্ঘ্য দিয়ে সাজিয়ে দেব তোমার শাড়ির আঁচল, তোমার প্রেমময় আঙিনা। ভাল থেকো প্রিয়তম সোনেলা, ভাল থাকুক তোমার আঙিনায় হেঁটে চলা আমার প্রতিটি সহযাত্রী।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ