
যে কোনো ব্লগেরই নিজস্ব একটি নীতিমালা থাকে। এই নীতিমালা অনুযায়ী ব্লগ পরিচালিত হয়।
মোবাইলে নীতিমালা পড়ার জন্য প্রথম পাতার নীচে নীতিমালা শব্দে ক্লিক করলেই দেখা যায়। কম্পিউটার বা ল্যাপটপে সোনেলা ব্যানারের নীচেই দেয়া আছে নীতিমালা।
সোনেলায় যারা নতুন তারা হয়ত নীতিমালা সম্পর্কে জানেন না। তাদের এবং পুরাতন ব্লগার যারা নীতিমালা এখন পর্যন্ত পড়েননি তাদের জ্ঞাতার্থে এই পোস্ট দেয়া হলো।
নীতিমালা
১ / সোনেলা ব্লগ দৃঢ় ভাবে বিশ্বাস করে আমরা জাতি হিসেবে বাঙ্গালী এবং নাগরিকতায় বাংলাদেশী।
২ / সোনেলা ব্লগ বিশ্বাস করে , এই দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার। যে যার ধর্ম পালন করবে। একে অন্যের ধর্মের উপর জোর জবরদস্তি করবে না ।
৩ / সোনেলা ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করে। ধর্মের নামে জঙ্গিবাদ সমর্থন করেনা। তেমনি এই ব্লগ নাস্তিকতা প্রচারের কোন প্লাটফরম নয়।নাস্তিকতা প্রচারে কোন ধর্মের অনুসারীগণ তাঁদের অনুভূতিতে আঘাত প্রাপ্ত হন,এমন কাজ বা লেখা এই ব্লগ সমর্থন করে না।
৪ / ১৯৭১ এর ঘৃণিত খুনি ধর্ষক রাজাকার আলবদর আলসাম্স এবং এর সমর্থনকারীদের দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিৎ – সোনেলা এটি আন্তরিক ভাবে বিশ্বাস করে।
নীতিমালার প্রশ্নে যে সমস্ত বিষয়ে আপোষ করা হবে না ।
১ / মহান স্বাধীনতা যুদ্ধ , মুক্তিযোদ্ধা সম্পর্কে সামান্য সমালোচনা গ্রহন করা হবে না ।
২ / জাতীয় সংগীত,জাতীয় পতাকা সম্পর্কে কোন সমালোচনা মূলক পোস্ট দেয়া যাবেনা।
৩ / বাঙালির ঐতিহ্য , ভাষা আন্দোলন , শহীদ মিনার , জাতীয় স্মৃতি সৌধ এবং অন্যান্য ভাস্কর্য যা আমাদের মহান জাতিসত্তা , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে , এ বিষয়ে কোন সমালোচনা করা যাবে না ।
৪ / কোন অশ্লীল লেখা , ছবি , ভিডিও কোন ব্লগার পোস্ট করলে , বা মন্তব্যে কোন অশ্লীল শব্দ , বাক্য ,ছবি , ভিডিও ব্যবহার করলে , কোন ধরনের সুযোগ না দিয়ে সেই ব্লগারকে বহিষ্কার করা হবে।
৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।
৬ / নারীদের সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা নারীদের নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না। কোনো ব্লগারকে আঘাত করে কোন পোষ্ট বা মন্তব্য করা হলে প্রমাণ সাপেক্ষে পোষ্ট দাতা বা মন্তব্যকারী কে কোনো ধরনের সুযোগ না দিয়ে বহিষ্কার করা হবে।
৭ / অন্যের লেখা বা ছবি কোন সুত্র ব্যতীত পোস্ট করা অপরাধ বলে গন্য করা হবে। যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট হলে , পরবর্তীতে প্রমাণ পাওয়া গেলে তা মুছে ফেলা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে পোষ্ট দাতাকে বহিষ্কার করা হবে।
৮ / পর্ণ বলে বিবেচিত সব ধরনের লেখা , ছবি , ভিডিও , ওডিও প্রকাশ করলে কোন সতর্কবাণী ছাড়াই সংশ্লিষ্ট পোস্ট ও ব্লগারকে অপসারন করা হবে।
৯ / যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে , কোন কোন ক্ষেত্রে ব্লগারকে অপসারন করা হবে।
১০ / কোন হত্যাকাণ্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
১১ / সোনেলা ব্লগ কর্তৃপক্ষ মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্য হীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে।
১২ / সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনও কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।
১৩ / ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালি পূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
১৪ / কোন ব্লগার অব্যাহত ভাবে বিজ্ঞাপনমুলক প্রচারণা করলে, তার পোষ্ট হতে বিজ্ঞাপন / পোষ্ট মুছে দেয়া হতে পারে এমনকি তার ব্লগীং সুবিধা বাতিল হয়ে যাবে।
বিজ্ঞাপন বলতে কোন পন্য বা সোনেলা ব্লগ ব্যতীত অন্য কোন সাইটের প্রচারণা বুঝাবে।
কোন লেখার মাঝে কোন ব্লগার তার ব্যক্তিগত ব্লগের লিংক দিতে পারবেন না।
কোন ব্লগার তার লেখা বা কোন মন্তব্যে তার ফেইসবুক,টুইটার বা মেইল এর লিংক দিতে পারবেনা।
সোনেলা ব্লগ কারো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম নয়।
১৫ / সোনেলা ব্লগে প্রকাশিত যে কোন ব্লগারের লেখার সকল দায়-দায়িত্ব পোস্ট দাতা ব্লগারের নিজের। সোনেলা ব্লগে প্রকাশিত ব্লগারদের লেখা সম্পর্কিত কোন দ্বায়-দায়িত্ব বহন করবে না।
১৬ / কপিরাইট আইনের প্রতি যত্নবান হতে হবে। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা লিংক বিতরণ করা যাবে না । করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন। কপি পেষ্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
১৭/ ফেসবুকে নিজের ওয়াল ব্যাতিত অন্য কোন ব্লগ বা ভিন্ন প্লাটফর্মে প্রকাশিত লেখা সোনেলা ব্লগে পোস্ট করা নিষেধ।
১৮/ বাংলায় ব্লগার নাম এবং বাংলা ব্যতীত অন্য কোন বর্ণমালায় পোস্ট বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না ।
মোবাইলে নীতিমালা পড়ার জন্য নিম্নের ধাপও অনুসরন করতে পারেন।
৪১টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সবাইকে স্মরন করে দেয়ার জন্য।
শুভ কামনা।
ব্লগ সঞ্চালক
শুভ ব্লগিং
আলমগীর সরকার লিটন
যথাযথ ভাবে নীীতমালা পড়লাম ভাল লাগল কেউ নীতিমানার উর্দ্ধে নয় অনেক শুভ কামনা ও লাল স্যালুট জানাই
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ, শুভ ব্লগিং।
আলমগীর সরকার লিটন
একটা পরামর্শ দিতে চাই সেটা হলো কোন মন্তব্য এডি কিংবা মুছে ফেলার অপশন এড করলে ভাল হবে
এখনে এডি বা মুছে ফেলার অপশন নাই ————————–
ব্লগ সঞ্চালক
এডিটে সমস্যাও আছে কিছু। কোনো ব্লগার অনাকাংখিত কোনো মন্তব্য করে ঝামেলা হলে তা তিনি এডিট করে পুর্বের দেয়া মন্তব্য অস্বীকার করতে পারেন। অতীতে এমন হয়েছে।
ভুল বানান বা বাক্যে মন্তব্য করার পরে ব্লগার আর একটি মন্তব্য দিতে পারেন।
পরামর্শের জন্য ধন্যবাদ।
রেজওয়ানা কবির
কিন্তু আমি এডিটের অপশন খুজে পাইনি।একটু বলে দিলে ভালো হয়,আর পিকচারের সূত্র এর কোন অপশন আছে,নাকি এমনি লেখার নিচে নিজেই লিখে দিতে হবে?
ব্লগ সঞ্চালক
@ রেজওয়ানা কবির, ব্লগারগন মন্তব্য এডিট করতে পারবেন না। এডিট অপশন থাকার অপকারিতা বলেছি আমার মন্তব্যে।
ছবি নিজের তোলা হলে লিখবেন, ছবি: নিজের তোলা। নেট থেকে নিলে সুত্র দিবেন ছবি : নেট থেকে বা গুগল থেকে নেয়া।
ইঞ্জা
এতো বড় ব্লগ পরিচালনার জন্য নীতিমালা থাকা অত্যাবশকীয় এবং নীতিমালা মেনে চলা সকল ব্লগারের উচিত বলেই মনে করি, আশা করি আগামীতে কোনো ব্লগার এই নীতিমালার বাইরে কিছু করবেনা।
ব্লগ সঞ্চালককে ধন্যবাদ সময় উপযোগী পোস্টটির জন্য।
ব্লগ সঞ্চালক
আমাদের আশা যে সবাই নীতিমালা মেনে চলবেন।
শুভ ব্লগিং।
ইঞ্জা
অবশ্যই মেনে চলতে হবে। 😊
ছাইরাছ হেলাল
মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। যা ভুলো মন আমার!!
সুরাইয়া পারভীন
সোনেলা ব্লগের নীতিমালা অত্যন্ত আন্তরিকতার সাথে মেনে চলবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ রইলো
সোনেলার প্রতি কৃতজ্ঞতা ও অনেক অনেক ভালোবাসা রইল
ভালোবাসি সোনেলা
রেজওয়ানা কবির
ধন্যবাদ। এতকিছু জানতাম না।জেনে ভাল লাগল। আশা করি নীতিমালা মেনে চলব।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ।এসব জানা জরুরী।
নাসির সারওয়ার
এসব আইন কানুন আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই। তাই এটাকে বছর খানেক ঝুলিয়ে রাখার অনুরোধ রাখলাম।
ভাবছি, একজন ব্লগারের নূন্যতম দায়িত্ব এরকম পোষ্টে এটেন্ড করা। তা কেমন করে মনে করিয়ে দেবেন!
সঞ্চালকের জন্য অনেক ধন্যবাদ।
উর্বশী
সহমত পোষণ করছি। নীতিমালা থাকা খুব জরুরী। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্মরণ করিয়ে দেয়ার জন্য। তবুও মনে হয় পাছে কোথায় ভুল হয়ে যায়,মাননীয় এডমিন গন আগেই বলে রাখছি, চেষ্টা তো থাকবেই ভুল না করার জন্য। তারপরেও যদি ভুল হয়,ক্ষমা সুন্দর দৃষ্টিতে স্মরণ করিয়ে দিবেন প্লিজ। সোনেলার প্রতি অফুরান ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।
সাবিনা ইয়াসমিন
পরিচ্ছন্ন ব্লগিং করতে হলে নীতিমালা অনুসরণ করা অবশ্যই জরুরী। নীতিমালা মেনে ব্লগিং করা একজন ব্লগারের নৈতিক দায়িত্ব। সোনেলার সাফল্য কামনা করি। শুভ ব্লগিং 🌹🌹
শামীম চৌধুরী
ধন্যবাদ সবাইকে স্মরন করে দেয়ার জন্য।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সবকিছুর নীতিমালা থাকাটা জরুরী মনে করি তাতে করে অনিয়ম, দুর্নীতি বা অনাকাঙ্ক্ষিত সমস্যা হতে সাবধান থাকা যায়। ব্লগে অবশ্যই দরকার কারন লেখকরা অনেক সাধনায় একেকটি লেখা দাঁড় করায় যা তাদের সম্পত্তি , মনের খোরাক। সেটা যদি অন্যেরা চুরি করে তখন খারাপ লাগে অনেক। সেই লেখা যদি অন্যের চুরি করা লেখার সাথে তুলনা করা হয় তখন সেই লেখকের লেখার মেরুদন্ড টাই ভেঙে যায়। শুভ ব্লগিং
কামাল উদ্দিন
আবারো পড়ে নিলাম।
তৌহিদ
সোনেলায় বিচরণকালে সোনেলার নীতিমালা মেনে চলা আমাদের অবশ্য কর্তব্য। ধন্যবাদ, আবারো পড়ে নিলাম।
শুভ ব্লগিং।
ফয়জুল মহী
সোনেলার ট্রাফিক আইনে লাল হলুদ নীল বাত্তি । মেনে চললে নিরাপদ না হলে বিপদ ।
মনির হোসেন মমি
স্পষ্ট বলেন,সোনেলার ট্রাফিক আইন মানে কী? এটা একটা পরিবার-সাহিত্য ব্লগ।এটা কোন রাস্তায় চলা গাড়িঘোরা নয় যে এখানে এমন শব্দ ইউজ করবেন। শব্দ ইউজেরও ন্যুন্নতম জ্ঞান থাকতে হয় তা না হলে আপনি আমি আর সাহিত্যিকের কাতারে রইলাম কোথায়!
ধন্যবাদ।
আরজু মুক্তা
নীতিমালা মেনে চললে পরিবেশটায় ভালো থাকে।
শুভকামনা
সোনেলার পথচলা সুগম হোক।
মনির হোসেন মমি
নীতিমালা অবশ্যই মেনে চলা প্রত্যাক ব্লগারের উচিত।ধন্যবাদ আবারো মনে করে দেয়ার জন্য।
খাদিজাতুল কুবরা
আগেও পড়েছি এখন আবার পড়লাম। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। তাই নীতিমালা প্রণয়ন এবং মেনে চলা আবশ্যক।
আলমগীর সরকার লিটন
আমার মনে হয় দাদা ডবল মন্তব্য হলে একটা ডিলিট বা মুছে ফেলার দরকার হয় প্লীজ ডিলিট বা মুছে ফেলার অপশন এড করুণ
মনির হোসেন মমি
আমার প্রিয় কবি ভাই বন্ধু আপনার জ্ঞাতার্থে আমার অভিজ্ঞতায় বলছি-এ ব্লগে এক সময় এডিট অপসনটা ছিলো কিন্তু সমস্যা দেখা দিল যখন মন্তব্য নিয়ে সমস্যার সৃষ্টি হয় তখন অভিযোগকারী সহজেই মন্তব্য মুছে বলেন আমি ওমন মন্তব্য করি নাই। তারপর হতেই এই সিদ্ধান্ত হয়।তবে সমস্যাতো দেখছি না দাদা যদি ভুল বশতঃ মন্তব্যে ভাষাগত উল্টাপাল্টা হয়েই যায় তখন আপনি জবাবে ক্লিক করে আরেককটি মনতব্য দিতেই পারবেন।
ধন্যবাদ প্রিয় শুভ ব্লগিং।
নাসির সারওয়ার
আবারো পড়লাম। নোটিশ বোর্ডের মত ঝুলিয়ে রাখুন অনেক দিন।
সাদিয়া শারমীন
নীতিমালা গুলো সব সময় মেনে চলার চেষ্টা করি এবং করেছি এবং করব।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই সোনেলা পরিচ্ছন্ন ব্লগ।
যা আমি প্রথম থেকে দেখে আসছি।
আর এ নীতিমালা আমাদের সকলের মেনে চলা উচিত।
শুভ ব্লগিং।
কামাল উদ্দিন
আগেও পড়া ছিলো, আবারো কিছুটা পড়লাম। চেষ্টা করি বিষয়গুলো মাথায় রাখতে।
নীরা সাদীয়া
এটা আরও আগে দরকার ছিলো।
এগুলো মেনে চলার চেষ্টা করব।
নীরা সাদীয়া
সোনেলায় প্রকাশিত হবার পর অন্যত্র লেখাটি পোস্ট করা যাবে তো?
ব্লগ সঞ্চালক
হ্যা অন্যত্র প্রকাশ করা যাবে।
পপি তালুকদার
নীতিমালা সম্পর্কে অবগত হয়ে উপকৃত হলাম।
রুদ্র আমিন
নীতিমালা পড়ে ভালো লাগলো… নীতিমালা মেনে চলার যথাসাধ্য চেষ্টা থাকবে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ সবাইকে স্মরন করে দেয়ার জন্য।
সবাই নীতিমালা সম্মান করুক এই কামনাকরি।
শুভ ব্লগিং।
ইসিয়াক
আগেও পড়া ছিলো আবারো স্মরন করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা
দিপালী
ব্লগে আমি একেবারেই নতুন। তাই নীতিমালা গুলো খুব মনোযোগের সাথে পড়লাম। ভাল লাগল। অবশ্যই নীতিমালা নেমে চলবো।