কিছুটা বিপর্যয় । বিপর্যয় তো প্রকৃতিরই অংশ। এর আগেও দুই বার হয়েছিল। ঘুরে দাঁড়িয়েছি আমরা সবার আন্তরিক প্রচেষ্টায়। আমাদেরকে একা চলতে দেননি আপনারা । সবসময় সাথে হেঁটেছেন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা । এই বিপর্যয়ে ১০ ই নভেম্বর এর পরের পোস্ট গুলো ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি। চেষ্টা চলছে আন্তরিক ভাবে ফিরিয়ে আনার। আমরা আন্তরিক ভাবে দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য। আমরা উপলব্ধি করি একটি লেখা একজন লেখকের কাছে কতটা প্রিয়। সেই উপলব্ধি থেকে আমরাও আপনাদের লেখার জন্য কম কষ্ট পাচ্ছিনে।

আমাদের আশা - অতি দ্রুত আমরা আবার আগের অবস্থায় ফিরে যাবো।

শুভকামনা সবার জন্য।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress