সোনেলার জন্মদিন — নবম পেরিয়ে দশমে পা ।

উর্বশী ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৪:০৭:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

শুভ জন্মদিন  সোনেলা।
দীর্ঘ নয়টি বসন্ত পেরিয়ে দশমে পা রেখেছে এই ভালোবাসার  উঠোন। সে উপলক্ষে  সোনেলার কর্তৃপক্ষ সহ লেখক,পাঠক ও  শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা সহ ভালোবাসা ও  অভিনন্দন।
    সো ----স---++সৎ , সাহসী, --ভালোবাসার এই উঠোনে সবাই সৎ ও সাহসী।
    নে --- ন --++ নতুন,ন্যায়--- এই উঠোনে ভালোবাসায় ও ন্যায়ের পথে  নতুনদের আহবান জানায়।
     লা -- ---ল----++লেখক/ লেখিকা,লাভবান ---- ভালোবাসার এই উঠোনে  সবাই লাভবান।
শুভ জন্মদিন সোনেলা।

S----Sacrifice -------++ ত্যাগ
O--- Obedient -------++ অনুগত
N----  Nice  --------++--সুন্দর
E----- Efficient ------++   দক্ষ
L----- Longtime -----++  দীর্ঘ সময়
A-- Achievement -+++++৷  অর্জন।

(,অনুগত থেকে, সুন্দর ও দক্ষতার সাথে,দীর্ঘ সময় ত্যাগ করে, যে  অর্জন,    তার নাম " সোনেলা " )
সোনেলা  দীর্ঘ জীবি হোক, সফলতার চূড়ায় পৌঁছে যাক, শুভকামনা অবিরাম।
         "  সোনেলা কাব্য----(২)  - নবম পেরিয়ে দশম " 
 
দিনের পর দিন হেঁটে হেঁটে পৌঁছে  গেলাম সোনেলার জলসিড়ি প্রান্তে।
হৃদয়ের মন্দিরে বেঁচে থাকার সঞ্জিবনী সুধা আছে এই সীমান্তে।
সবুজ বনের শোভন বাতাস,উড়াল পাখির নিজস্ব গান মেতে রয় সারাক্ষণ,
নিত্যদিনের চলার পথে নেই কোনো  প্রতিবন্ধকতার গুঞ্জন ।
আমার অন্য মন অন্য চেতনা সোনেলার সাথে একাত্ম হয়ে মিশে রয়,
একাকার হতে পারিনা পরিশ্রমের  দীনতা গায়ে জড়িয়ে অপারগতার  সৃষ্টি  হয়।
যেতে যেতে পথ যখন পথের বাঁকে মেশে নতুনকোনো  পথ খুঁজে পায়।
সোনেলা রোদ্দুরে জলসিড়ি মেশে নতুন কারো সন্ধানে,
সোনেলা পিদিমের আলোর কাছে,ভালোবাসা আছে যেখানে,
ইদানিং বিরহের কিছু বাতি জ্বালিয়েছে  বটে এই উঠোনে,
বাতাসের বৈঠা ধরে চলে এসেছি সোনেলার ঘরানা  সেখানে।
সোনেলা কাব্য পাখিদের ঠোঁটের শিষে আকাশের সীমানায়,
সোনেলার পথের গল্প, নদীর গল্প,  মানুষের গল্প,প্রকৃতির  গল্পের নাম ছুঁয়ে ছুঁয়ে যায়,
রিমঝিম ঝরাপাতায় বেদনার গান সোনেলা সবুজের বুকে আশ্রয় নেয়,
বাতাসে শিহরণ আছে,ঘাসে সবুজ আছে,ফুলের সৌরভ আছে,প্রস্ফুটিত হৃদয় আছে,--- বিরহের দগ্ধতা  আছে এই ঘরানায়।
যে যেখানেই থাকিনা কেন সোনেলার জলসিড়ির খোঁজ নেই,
জীবন তটের বৈঠা ধরে সোনেলা রোদ্দুরে জলসিড়িতে সামিল হই।
সোনেলা ক্রিয়াকর্মের নান্দনিক বসতির সাথে সুদৃঢ়  বন্ধন করে রচনায়,
সোনেলার প্রতি বিশ্বাস আমাদের সাথে স্নেহ বন্ধনের  আপ্লুত আবিলতায়।
আমার ইচ্ছেগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছের কোনো রঙ ও পরিমাপ নেই,
সোনেলার  পথ চলার বিস্তৃতি সীমিত নয়,
ভালোবাসাকে বিশাল  মশাল বানাতে হয়,
দ্বিধাম্বিত  নয়, বন্ধু-- স্বজন,আগামীর ভবিষ্যৎ কে শৈল্পিক দৃষ্টিভংগির মাঝে করতে হবে জয়।
দুঃসহ প্রতিকুলতাকে গভীর চেতনার সমন্বয়ে দূরীভূত করে সুষ্ঠু জীবন সোনেলার ধারাপাতে রচনা করবেই।
শত শত শতায়ুর পথে সোনেলা  হাঁটবেই।
বিশ্বের দরবার অবাক বিস্ময়ে দেখবেই, 
জয় হোক সোনেলার ও তার ফেলে রাখা ঘরানার।
অজানা,- অচেনা পথের  সবকিছু জানার,
অনন্ত আগামীর পথে সাহসী মশাল  পাওয়া
শুদ্ধ উচ্চারণে  সোনেলার  পথ  এগিয়ে যাওয়া।।

বিঃ দ্রঃ-- শ্রদ্ধেয় ও প্রিয়জন সবাই,দোয়া চাই,সোনেলা র এই চলার পথে কোনো  ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ডাক্তার,মেডিসিন এর মাঝেই বেশী সময় কাটাতে হয়। এর মাঝে আমার অর্জন " না " এটা করা,যাবেনা, সেটা করা যাবেনা,বিশাল বিধিনিষেধের মাঝে আছি।সোনেলায় অনিয়মিত  হওয়ার এটাই প্রধান কারণ। ধন্যবাদ।

 

এক

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ