
পূর্ণিমা-ঘন রূপোলী দাঁতের ঝিলিক তুলে
সবুজের আঙ্গিনায় দাঁড়িয়ে ভাবে
সেও একদিন লিখে ফেলবে;
ঘূর্ণায়মান-জলে ছুটোছুটি খেলা মাছেদের
স্বপ্ন দেখার ছলে ক্ষণিকের জীবন খেলা;
মাছ-চোখের নির্লিপ্ততায়; ঢেউ তোলা সরোবরে;
চৌবাচ্চায় ডুব চোখে আয়না আয়না খেলায়।
নিশীথ প্রহরী হয়ে জেগে জেগে নখ খুঁটে খুঁটে
তুলে ফেলে, খুড়ের দাপটে ছুটে যাওয়া
বিবাগী অশ্বারোহীর ফেলে যাওয়া ধুলোর গন্ধ টেনে নেবে বুক ভরে;
এক-ফালি রূপোলী চাঁদ কতোটা স্থির হলে
ঘোলা জলে তিন’শ তেত্রিশটা গোলাপ ফুটে ওঠে!
পদ্ম-দীঘির পাড়ে আঘ্রাণ জ্যোৎস্নার ম্লান আলোয়
খড়কুটোর জ্বালে রসের ঘ্রাণে সাক্ষী থেকে, অস্তিত্বের মাঝে
অন্ধকার এলে অন্ধের বিরূপ বাগানে থমকে না দাঁড়িয়ে
ভয়হীন দৃঢ়তায় সোনেলা ছুঁয়ে স্বর্ণদ্বীপ জ্বেলে বলে উঠি
এই, এই যে আমি এইখানে,
এখানেই ছিলাম আছি থাকবো-ও,
দূরগামী নিটোল ঢেউয়ের উচ্ছল উৎসবে।
…………………………………………………
সুন্দর/বিনয়ী/ভদ্র/সক্রিয়/আনন্দদায়ক/স্বাভাবিক/ভাগ্যবান/অস্থির/
আধুনিক/উদার/গুরুতর বন্ধুত্বপূর্ণ/উপযুক্ত/মনোযোগী/সাত/আসমানের/তারা
সুরাইয়া পারভীন,
তাঁর ছুঁই-ছুঁই দ্বিশত লেখাকে শুভেচ্ছা।
ছবি, সুরাইয়া পারভীন।
৪২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! উষ্ণ অভিনন্দন কাব্যিক ছলে।
আপুর দ্বিশতক লেখায় পূর্ণতার ছলে
আপুর অভিমানের যোগ্যতার বলে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অভিমান থেকে যদি দুর্দান্ত কিছু পাওয়া যায় তবে অভিমান কিন্তু ভালো🙈🙈
এই কথাটার প্রমাণ কিন্ত ভাইয়ার লেখা এই অনবদ্য শুভেচ্ছা পোস্ট খানি।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আমি তাঁর একজন পাঠক, তাই এমন লেখা তার প্রাপ্যই।
ভাল থাকবেন ভাই।
শামীম চৌধুরী
অভিনন্দন সুরাইয়া আপু।
মানুষের জীবনটাও ঘূর্নায়মান পথে মাছদের মতনই ছুটাছুটির খেলা। যে খেলায় জয়ের সংখ্যা একেবারেই নগন্য।
দারুন লিখেছেন অভিনন্দন কবিতাটি।
সুরাইয়া পারভীন
আর এই ঘূর্ণায়নের ফলে কেউ ছিটকে পড়ে কেউ থেকে/টিকে যায়। আমি সেই থেকে যাওয়া/টিকে যাওয়াদের দলে থাকতে চাই। দোয়া করবেন দাদাভাই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
চলমান জীবন-কাঠিন্যে খাবি খেতে খেতে কে কোথায় ছিটকে পড়ি/যাই তা কেউ জানি না।
তবুও জীবন, এমন-ই জীবন আনন্দ আর বেদনার।
সে আমাদের গুণীদের একজন।
সুরাইয়া পারভীন
সুন্দর/বিনয়ী/ভদ্র/সক্রিয়/আনন্দদায়ক/স্বাভাবিক/ভাগ্যবান/অস্থির/
আধুনিক/উদার/গুরুতর বন্ধুত্বপূর্ণ/উপযুক্ত/মনোযোগী/সাত/আসমানের/তারা
বাপ্ররে বাপ এতো…😱😱😱
কথায় বলে নিজের ঢাক নিজেকেই পিটাতে হয়
অন্যকে পিটাতে দিলে এমনই হয়।
এই একরত্তি জীবনে অনেক সইয়ে অবশেষে ভালো থাকার মেডিসিন হিসেবে লেখা-পড়াকেই আকড়ে ধরেছি এবং বেশ ভালোও আছি। এটা সম্ভব হয়েছে আপনার ই জন্য ভাইয়া। সেদিন আপনার কথা গুলো আমার মস্তিষ্কে সুন্দর করে গেঁথে গেছে। আপনিই বলেছিলেন এই জগতে প্রবেশ করতে পারলে আর কোনো আর দুঃখ কষ্ট হতাশা যন্ত্রণা আপনাকে ছুঁতেও পারবে না।
জানেন এখন আর কারো চারটে মন্দ কথা রাগ হয় না। কেউ সারাক্ষণ খোচালেও চিৎকার চেঁচামেচি করি না। কেউ সারাক্ষণ বিষ নজরে দেখলেও আমার কিচ্ছু যায় আসে না
আমি ভালো আছি খুব ভালো আছি ভাইয়া
যতোদিন লেখার পড়ার ক্ষমতা আছে ততোদিন আমি এটাতেই ডুবে থাকবো ইনশাআল্লাহ
ছাইরাছ হেলাল
এত এর কী দেখলেন ! আমি তো শুধু অর্থ বললাম! বাড়িয়ে-কমিয়ে তো কিছু বলিনি!!
কিছু সময় অন্যদের ও পিটাতে তে না দিলে আপনি যে সঠিক লহরী তুলছেন তা-ও তো বুঝে নিতে হবে।
আমি-ও তো কারো না কারো কাছে শিখেই আপনাকে বলেছি। উপকৃত হচ্ছেন এটি ই বড় কথা।
বড় লিখিয়ে হবেন এ প্রত্যাশা সব সময়ের সর্ব ক্ষণের।
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ।
এখন থেকে আর কোনো সময় নষ্ট করবো না। সবটুকু সময় ব্যয় করবো সাহিত্য চর্চার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
আল্লাহ সহায় হবেন।
তৌহিদ
আমিও সুরাইয়া আপুকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম। সত্যি বলছি, অভিনন্দন জানিয়ে লেখা পোস্টে যেভাবে কবিতায় প্রকাশ করেছেন অভিভূত হলাম। একজন লেখকের কাছ থেকে অপর এএকজন লেখক সুরাইয়া আপুর বেষ্ট প্রাপ্তি এটি।
এমন পারস্পারিক অভিব্যক্তি সোনেলা ব্লগ ছাড়া আর কোথাও এমনকি ফেসবুকেও প্রকাশ ঘটেনা।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান, এত সুন্দর পোষ্ট লেখার জন্য।
সুরাইয়া পারভীন
সত্যিই ভাইয়া এ আমার জীবনের পরম প্রাপ্তি। কবি’র রাজা মহারাজ ভাইয়ার থেকে এমন কবিতা উপহার পেয়ে সত্যিই ধন্য আমি।
আমি ভাষায় বুঝাতে পারছি না এ আমার জন্য কতটা আনন্দের, কতটা উৎসাহের
একদম তাই এ কেবল সোনেলার সম্ভব।
জয় হোক সোনেলার
জয় হোক আন্তরিকতার
জয় হোক ভালোবাসার
ইঞ্জা
সত্যি তো কুবিরাজের কবিতা উপহার পাওয়াও ভাগ্যের ব্যাপার।
ছাইরাছ হেলাল
ভাই আমার ভালবেসে কত কী না বলে।
ইঞ্জা
ভাইজান এ সম্মান সত্যি আপনার প্রাপ্য। 😊
ছাইরাছ হেলাল
ভাই আমার ভাল থাকুক।
ছাইরাছ হেলাল
সে একজন লেখা-প্রিয় লেখিকা, সাধ্যানুযায়ী লেখার চেষ্টা মাত্র।
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
পদ্ম-দীঘির পাড়ে আঘ্রাণ জ্যোৎস্নার ম্লান আলোয়
খড়কুটোর জ্বালে রসের ঘ্রাণে সাক্ষী থেকে, অস্তিত্বের মাঝে
অন্ধকার এলে অন্ধের বিরূপ বাগানে থমকে না দাঁড়িয়ে
ভয়হীন দৃঢ়তায় সোনেলা ছুঁয়ে স্বর্ণদ্বীপ জ্বেলে বলে উঠি
এই, এই যে আমি এইখানে,
এখানেই ছিলাম আছি থাকবো-ও,
দূরগামী নিটোল ঢেউয়ের উচ্ছল উৎসবে।
অসাধারণ লিখলেন ভাইজান।
সুরাইয়া পারভীন
এ আমার জীবনে পরম পাওয়া উপহার। পরম প্রাপ্তি
সত্যিই বলছি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
সত্যি আপু, এ অনেক বড় প্রাপ্তি।
ছাইরাছ হেলাল
যার যা প্রাপ্য তাঁকে তো তা দেয়ার চেষ্টা মাত্র।
ভাল থাকবেন ভাই।
ইঞ্জা
শুভ্রচ্ছা ভাইজান।
আরজু মুক্তা
অভিনন্দন অগ্রিম লেখিকাকে।
ছাইরাছ হেলালকে একঝুড়ি ফুলেল শুভেচ্ছা চমৎকার লেখার মাধ্যমে লেখিকাকে তুলে ধরার জন্য।
সুরাইয়া পারভীন
এ আমার জীবনে পরম পাওয়া উপহার। পরম প্রাপ্তি
সত্যিই বলছি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
এমন একটা শুভেচ্ছা পোষ্টে মুগ্ধতা ছড়িয়ে গেলো। কবিতায় কত সুন্দর করে শুভকামনা করা যায় , অভিনন্দন জানানো যায় তার চিত্রায়ন দেখলাম। একেই বলে মহারাজ। সুরাইয়া আপুর জন্য অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো। অভিনন্দন আপু। ভালো থাকবেন, আরো সুন্দর সুন্দর লেখা দিবেন, সোনেলাকে সমৃদ্ধ করবেন এই কামনা রইলো
সুরাইয়া পারভীন
অবশ্যই দিদিভাই
সোনেলা আমাকে অনেক দিয়েছে এবার আমার সোনেলাকে দেবার পালা। আমি প্রাণপণ চেষ্টা করবো ভালো পাঠক হয়ে ওঠার।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপনি লিখলে এর থেকেও সুন্দর করে লিখতেন, তা কিন্তু জানি।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর/বিনয়ী/ভদ্র/সক্রিয়/আনন্দদায়ক/স্বাভাবিক/ভাগ্যবান/অস্থির/
আধুনিক/উদার/গুরুতর বন্ধুত্বপূর্ণ/উপযুক্ত/মনোযোগী/সাত/আসমানের/তারা**** এতগুলোর সাথে অসাধারণ কবিতা। সুরাইয়া আপনি কি ঠিক আছেন?আমি হলে তো তিনদিন অজ্ঞান থাকতাম।
শুভ কামনা রইলো দুজনের জন্যই। শুভ সকাল।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
শ্রদ্ধেয় আপু আমি অজ্ঞান হইনি তবে অবাক/বিস্ময় হয়ে গেছি সবার এতো এতো ভালোবাসা পেয়ে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
ছাইরাছ হেলাল
ওগুলো তো কপি পেস্ট মাত্র, এই সামান্যতে অজ্ঞান তিনি হতেই পারেন না।
ধন্যবাদ আপনাকে।
হালিম নজরুল
“ঘূর্ণায়মান-জলে ছুটোছুটি খেলা মাছেদের
স্বপ্ন দেখার ছলে ক্ষণিকের জীবন খেলা”
“এক-ফালি রূপোলী চাঁদ কতোটা স্থির হলে
ঘোলা জলে তিন’শ তেত্রিশটা গোলাপ ফুটে ওঠে!”
———— কবিতায় কেন যে এত সুন্দর সুন্দর উপমা লিখতে পারি না! আপনাকে আমার গুরু বানানো লাগবে।
সুরাইয়া পারভীন
ভাইয়া আপনি তো ছন্দের সু দক্ষ কারিগর
তবুও যদি এমন বলেন তাইলে আমরা তাই কই বলুন দেখি।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ধুর !! কুড়িয়ে নিয়ে জড়ো করি মাত্র, এ কিছু না , ছড়া -ভাই।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
চমৎকার কবিতা দিয়ে যোগ্যতম সুরাইয়া পারভীনকে শুভেচ্ছা জানালেন।
এমন শুভেচ্ছা কজনের ভাগ্যে জুটে?
তিনি সোনেলাকে দিয়ে যাচ্ছেন একের পর এক অমূল্য লেখা,
সোনেলাকে নিজের নীড় বানিয়ে বিচরন করছেন আনন্দ নিয়ে,
শুভেচ্ছা সুরাইয়া পারভীনকে।
আপনার জন্যও শুভ কামনা।
সুরাইয়া পারভীন
সেক্ষেত্রে বলাই যায় আমি বেশ ভাগ্যবতী!
আপনারায় আমার এগিয়ে চলার প্রেরণা।
দোয়া করবেন যতোদিন বাঁচি এভাবেই সোনেলাকে ভালোবাসতে পারি।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜
ছাইরাছ হেলাল
এমন টুকটাক শুভেচ্ছা তো আরও অনেক দিয়েছি , এ এমন কিছু না।
সে আমাদের অনন্য এক নিবেদিত প্রাণ ব্লগার।
ধন্যবাদ।
Jasim uddin
ফুলকে ভালোবেসে ফুল নিয়ে লেখা ইদানিং খুব কমই চোখে পড়ে। তার মাঝে আপনার এই ফুল নিয়ে লেখা টি অসাধারণ ভালো লেগেছে
ছাইরাছ হেলাল
না পড়ে মন্তব্য করলে যা হয় আর কী! ফুল পেলেন কোথায়!
এ লেখায় কোন ফুলের অস্তিত্ব নেই।
এখানে ফুল নিয়ে অনেক লেখা আছে।
সাবিনা ইয়াসমিন
সুন্দর/বিনয়ী/ভদ্র/সক্রিয়/আনন্দদায়ক/স্বাভাবিক/ভাগ্যবান/অস্থির/
আধুনিক/উদার/গুরুতর বন্ধুত্বপূর্ণ/উপযুক্ত/মনোযোগী/সাত/আসমানের/তারা
সুরাইয়া পারভীন,
তাঁর ছুঁই-ছুঁই দ্বিশত লেখাকে শুভেচ্ছা।
এমন একজন লেখককে নিয়ে শুভেচ্ছা পোস্ট দিয়েছেন যে তার জন্যে আলাদা শব্দ খুঁজে পেলাম না। সুরাইয়া পারভীন আমার প্রিয় একজন লেখক। এবং আমি তার ভক্ত। অবারিত শুভেচ্ছা ও শুভ কামনা তার জন্যে 🌹🌹
আপনাকেও অনেক ধন্যবাদ মহারাজ এতো সুন্দর করে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্যে 🌹🌹
ছাইরাছ হেলাল
আপনি তার ভক্ত ভালোকথা, কিন্তু প্রমান তো কিছু দিলেন না !!
আসলে আমিও তাঁর পাঠক, তাঁকে নিয়ে লিখতে পেরে আনন্দিত হয়েছি অনেক।
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
হয়েছে তো! নেন এবার কষ্ট করে একটা প্রমাণ পোস্ট রেডি করেন আপু ।
আর মাত্র কয়দিন বাদে একবছরে পা দেবো ।
আপনি বরাবর আমাকে আপনার প্রিয় লেখক বলেন এটা সত্যিই খুব গর্বের । আপনার মতো গুণীজনের প্রিয় লেখক হতে পারা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ রইল আপু
এত্তোগুলা ভালোবাসা