
সোনেলায় ব্লগারদের শ্রেনী বিভাজন:
এই পোস্টের তথ্য সমুহ ইতিপুর্বে ব্লগারদের অজানা ছিলো। সবার অবগতির জন্য প্রকাশ করা হলো।
সোনেলা ব্লগে সর্বমোট পাঁচ ধরনের নিবন্ধিত আইডি আছে।
১। ' এই সাইটে তার কোন পদ নেই '
ব্লগে নিবন্ধন করেছেন শুধু। পোস্ট বা মন্তব্য প্রদান করেন নি। নিবন্ধনের প্রথম ধাপ এটি। মডারেটরগন এই পর্যায়েই তার আইপি এড্রেস নিশ্চিত হয়ে আইডি অনুমোদন দিয়ে দেন।
২। ' মন্তব্যকারী '
প্রথম ধাপে অনুমোদনের পরে সবাইকে এই ধাপে উন্নিত করা হয়। এই ধাপে তিনি কেবল মন্তব্য করতে পারেন। তার প্রতিটি মন্তব্য অনুমোদনের পরে প্রকাশ করা হয়। এই পর্যায়েও এই ধরনের আইডির আইপি এড্রেস পরীক্ষা করা হয়। তার মন্তব্যের দক্ষতা, মন্তব্যের মনোভাব দেখে তাকে পরবর্তি শ্রেনীতে উন্নীত করা হয়।
৩। ' সাধারন ব্লগার '
এই শ্রেনীর ব্লগারগন মন্তব্য করতে পারেন সবার পোস্টে। নিজে পোস্ট দিতে পারেন। তার প্রতিটি পোস্ট পর্যবেক্ষনে রাখা হয়। পর্যবেক্ষনে থাকাকালীন তার পোস্ট কেবলমাত্র মডারেটর এবং পোস্টদাতা দেখেন। এই অবস্থায় তার পোস্ট সবাই দেখতে পারেন না। মডারেটর তার লেখা সম্পর্কে সন্তস্ট হলে লেখা অনুমোদন দেন। সমস্ত ব্লগারগন তখন তা দেখতে পান।
৪। ' অনুমোদিত ব্লগার '
সাধারন ব্লগারের পোস্ট, মন্তব্যে সন্তস্ট হবার পরে তাকে অনুমোদিত ব্লগারে উন্নিত করা হয়। অনুমোদিত ব্লগারের সমস্ত পোস্ট এবং মন্তব্য সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হয়। অনুমোদিত ব্লগার যদি ব্লগের নীতিমালার সাথে সাংঘর্ষিক আচরন করেন তবে তাকে আবার সাধারন ব্লগার শ্রেনীতে নিয়ে যাওয়া হয়।
৫। ' মডারেটর '
ব্লগের সমস্ত কিছুই মডারেট করেন এনারা। যা অত্যন্ত কস্টসাধ্য। নিয়মিত কাজের অতিরিক্ত অনেকের পোস্টের বানান পর্যন্ত শুদ্ধ করে দেন মডারেটরগন।
যে সমস্ত ব্লগার মডারেটরদের সহযোগিতায় আইডি করেন, তারা প্রায় সবাই অনুমোদিত ব্লগার হিসেবে নিবন্ধিত হন। তাই এই সমস্ত ব্লগারগনের ব্লগের এই ধাপগুলোর সম্মুখিন হতে হয়নি। যেকারনে অনেকেই বিভিন্ন আইডি নিয়ে প্রশ্ন তোলেন।
যারা নিজেরা নিবন্ধন করেন এখানে, তাদের সবাইকেই এই ধাপ সমুহ অতিক্রম করতে হয়। তারা অনেক যাচাই বাছাইয়ের পরেই অনুমোদিত ব্লগার হতে পারেন।
সবাই ভালো থাকুন
সোনেলার সাথে থাকুন
শুভ ব্লগিং।
৪১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সোনেলা বার্তায় স্বাগতম।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
শুভব্লগিং ভাইজান
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। সোনেলার প্রশাসনিক বিষয়গুলো জানা হলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবিরত শুভ কামনা
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
সোনেলার গুরুত্ব অনুযায়ি ব্লগারদের অবস্থান সুন্দর ভাবে লিখেছেন ভাইজান।
প্রশাসনিক অবস্থান থাকা অতিব প্রয়োজন।
ভালথাকুন।
জিসান শা ইকরাম
একারনেই এই পোষ্ট দেয়া হয়েছে।
মোঃ মজিবর রহমান
নিয়ম কানুনই ব্লগকে অগ্রগামি করে তুলবে ভাইজান
নিতাই বাবু
সোনেলা ব্লগে দীর্ঘদিন পোস্ট আর মন্তব্য করে আসলেও এ-বিষয়ে এতকিছু জানা ছিলো না আমার। জেনে খুবই ভালো লাগছে এবং নিজেও সতর্কতার সাথে ব্লগের নীতিমালা মেনে চলতে পারবো বলে আশা করি। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং দাদা।
ইঞ্জা
অনেক কিছু জানা হলো, সবার লেখাটি পড়া উচিত।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং ভাই।
ইঞ্জা
শুভকামনা ভাইজান।
সুপায়ন বড়ুয়া
সুস্থ হওয়ার পরে সুন্দর বিষয় উপস্থাপন করলেন ভাইজান যেটা সবার জানা দরকার।
ভাল থাকবেন। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
সুস্থ হইনি, অসুস্থতার মধ্যেই লেখা।
শুভ ব্লগিং।
ফয়জুল মহী
আমরা আমরাই এখানে । ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন। জয়তু সোনেলা । আগামীর সোনেলা।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং
তৌহিদ
পাঠকসমৃদ্ধ সকল ব্লগই সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে, সোনেলাও এর ব্যতিক্রম নয়। যে কারনেই সোনেলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদ্যাবধি। ধন্যবাদ আপনাকে ভাইয়া, সুন্দর করে বিষয়টি আমাদের বোধগম্য করা জন্য।
শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
আপনি যে ধাপে আছেন, সে পর্যায়ে আসতে ব্লগারদের বেশ পরীক্ষা দিতে হয়।
শুভ ব্লগিং।
তৌহিদ
আমাকে যে সম্মান সোনেলা দিয়েছে তার জন্য আজীবন কৃতজ্ঞ ভাই।
প্রদীপ চক্রবর্তী
এ তথ্য অজানা ছিলো।
যাইহোক অবশেষ জানলাম।
সাধুবাদ,দাদা বিষয়টি তুলে ধরার জন্য।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং।
সাদিয়া শারমীন
ভালো লাগলো তথ্য গুলো জেনে। অবাকও হচ্ছি এত প্রক্রিয়াকরণ, ধাপ প্রভৃতি বিষয় গুলো জেনে।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং আপু।
খাদিজাতুল কুবরা
গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার সুসাস্থের জন্য শুভকামনা সর্বক্ষণ।
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং ছোট আপু।
আলমগীর সরকার লিটন
প্রশাসনীক ব্যবস্থা না থাকলে এক ব্লগ পেজ এগুতে পারে না তাই
প্রশাসন আর ভাল হওয়া প্রয়োজন আমি মনে করি————–
জিসান শা ইকরাম
প্রশাসন বেশ ভালো এবং নিরপেক্ষ সোনেলায়।
শুভ ব্লগিং।
রেহানা বীথি
এতকিছু জানতাম না ভাইয়া। জেনে ভালো লাগলো।
জিসান শা ইকরাম
ধন্যবাদ, শুভ ব্লগিং।
ছাইরাছ হেলাল
ব্লগের পেছনে থাকা বিষয়গুলো তুলে এনে ভালই করেছেন।
আমরা সবাই জানলাম কী করে কী হয়/হচ্ছে।
জিসান শা ইকরাম
পোস্টের উদ্দেশ্য কতজনে বুঝলো কে জানে!
শুভ ব্লগিং।
রোকসানা খন্দকার রুকু।
ভাইয়া আমার পর্যায়টা জানা হলনা।একটু ভালো মন্দ জানতে পারলে সাহস হত।না জেনে বুঝে কি কি যে করছি।
জিসান শা ইকরাম
আপনি অনুমোদিত ব্লগার। অনুমোদিত ব্লগারদের লেখা সরাসরি প্রকাশ হয়।
শুভ ব্লগিং।
আরজু মুক্তা
ভালো লাগলো। তথ্যগুলো জানলাম
জিসান শা ইকরাম
শুভ ব্লগিং মুক্তা।
উর্বশী
একটি গুরুত্বপূর্ণ পোষ্ট । সকলের ই পড়া উচিৎ। অনেক কিছু আরও জানা হলো। ভাল লেগেছে। নীতিমালা থাকা জরুরী। পথ চলতে সুবিধা হয়। জবাবদিহি কম থাকে। অনেক শুভ কামনা ও কৃতজ্ঞতা।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন।
শুভ ব্লগিং।
মোঃ খুরশীদ আলম
আমি জানিনা আমি কোন পর্যায়ে আছি। জানার আগ্রহ প্রকাশ করলাম।
জিসান শা ইকরাম
আপনার পোষ্ট সরাসরিই তো প্রকাশিত হয়, এর অর্থ আপনি অনুমোদিত ব্লগার।
সাধারন ব্লগারদের পোষ্ট পর্যবেক্ষনে থাকে।
নবকুমার দাস
অসংখ্য ধন্যবাদ। পুরো বিষয়টি জেনে ভালো লাগলো। সোনেলার উত্তরাত্তোর শ্রীবৃদ্ধি কামনা করি।