সোনা-মোড়ানো শীত

ছাইরাছ হেলাল ৭ নভেম্বর ২০২০, শনিবার, ১১:৪৫:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

মন শীতের এই হাল্কা কুয়াশায় ভাজা ইলিশের সুঘ্রাণ মুগ্ধতায়
নাগা মরিচের ঝাঁজ ঝালে শীত আবার এসেছে
এসেছিল যেমন সেবারের নবান্নে;

সেদিন ও রাখালি করেছি দিনমান, সদ্য গজানো আগাছা নিড়িয়ে
দিনমান আত্মীয়তার বাঁধনে, কৃষক হাসে আজ সংসার-প্রণয়ে নূতন করে;
বসন্ত-পুরের জিকির-প্রাণে;
পড়শি-কুটুম দূরে ঠেলে/ছুড়েছিল যারা তাদের ডাক এসেছে ফিরে
সকাল-সন্ধ্যা জুড়ে, মহিমা-ধ্বনিতে,
এক কালের মধু পূর্ণিমা রাত ছিনিয়ে নিয়েছিল তর্জন গর্জনে
শীত ভোর উচ্ছ্বসিত এখন মাদলে মাদলে।

এসো এসো শীত সোনায় পা-মুড়িয়ে,
প্রতীক্ষা-আলোর প্রহর শেষে জুৎসই বিশ্বাসে;
কে আর কবে (কাকে) হারাতে পেরেছে
ঝাঁপ-জলের সুনামি থেকে!!

ছবি নেটের।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ