
সোনেলা তোমার সোনালী উঠোনে,
সোনালী আলোর ফুলকি ।
সোনেলা তোমার সোনালী বাতাসে,
সোনালী জাদুর ভেলকি।
সোনেলা তোমার সোনালী আসর,
সোনালী গন্ধে ভরা ।
দেখছি তোমার জলসিঁড়ির ধার,
ফুলে ফুলে ঘেরা ।
সোনেলা তোমার রূপালী আকাশ,
সোনালী মেঘের ভেলা' ।
শত গুণীজন গা ভাসিয়েছে,
খেলে সোনালী বাক্যের খেলা ।
সোনেলা তুমি দেখেছো,
সোনালী পথে কষ্ট সীমাহীন ।
হাজারো বাধা পেরিয়ে,
কাল রাত এড়িয়ে !!!
সোনেলা তুমি যাও এগিয়ে,
সামনে সোনালী দিন ।
Thumbnails managed by ThumbPress
৩১টি মন্তব্য
নাজমুল আহসান
সোনেলা তুমি যাও এগিয়ে,
সামনে সোনালী দিন
মোস্তাফিজুর খাঁন
জ্বি ভাই ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আপনার, আমার, সকলের চাওয়া সোনেলা এগিয়ে যাক ।
তৌহিদ
সোনালাকে নিয়ে সোনালি সুন্দর কবিতা ভালো লাগলো ভাই।
শুভকামনা রইলো।
মোস্তাফিজুর খাঁন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাই ।
নাম ধরে ডাকলে এবং তুমি করে বললে খুশি হব ।
💕💖💗💙❤💓
তৌহিদ
আচ্ছা!! ☺☺
নিতাই বাবু
চমৎকারভাবে সোনেলাকে রাঙিয়ে তুলেছেন। মুগ্ধ হলাম।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, দাদা ।
তুমি করে বললে খুশি হব ।
সাবিনা ইয়াসমিন
বাহ! অপূর্ব। এমন সোনালী লেখকদের হাত ধরেই সোনেলা নিশ্চিত এগিয়ে যাবে আরও অনেক দূর।
শুভ কামনা সোনেলাকে, শুভেচ্ছা তোমাকে মোস্তাফিজ, এত চমৎকার এক কবিতা দেয়ার জন্যে 🌹🌹
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, আপু ।
দোয়া করবেন যেন, সব সময় সোনেলার সাথে থাকতে পারি ।
ইঞ্জা
সুন্দর প্রকাশ, সোনেলাকে নিয়ে লেখা মনে হয় এই প্রথম দেখলাম, ধন্যবাদ ভাই। 😍
মোস্তাফিজুর খাঁন
জ্বি ভাই, সোনেলাকে নিয়ে এই প্রথম লিখলাম ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
ইঞ্জা
শুভেচ্ছা অনিমেষ
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ,,, ভাই।।
সোনেলা ও আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ।
মোঃ মজিবর রহমান
সোনেলা জ্বলুক আলো দিকবিদিক
সোনেলায় গা ভাসিয়ে চুলক দিকবিবিক
সোনেলা হোক সব লেখকের মিলনের দিক।
আপনার লেখায় মুগ্ধ ভাইটি
মোস্তাফিজুর খাঁন
বাহ্ , খুব সুন্দর,,, ভাই ।
মোঃ মজিবর রহমান
কবিতাটি খুব ভাল লেগেছে ভাই
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, ভাই । সেই সাথে শুভ কামনা ।
মনির হোসেন মমি
সোনেলা তোমার সোনালী আসর,
সোনালী গন্ধে ভরা ।
দেখছি তোমার জলসিঁড়ির ধার,
ফুলে ফুলে ঘেরা ।
বাহ্ চমৎকার কবিতায় সোনেলাকে বরণ করে নেয়া। ধন্যবাদ।
মোস্তাফিজুর খাঁন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,,, ভাইয়া ।
দোয়া করবেন যেন, সব সময় সোনেলার পাশে থাকতে পারি ।
মনির হোসেন মমি
অবশ্যই প্রজন্মের পর প্রজন্মেরা সোনেলার হাল ধরবে এটাই আশাবাদী আমরা।ধন্যবাদ।
শবনম মোস্তারী
বাহ্। দারুন।
সোনালী আভায় দীপ্তমান এই কবিতা।
খুব ভালো লাগলো।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, আপু ।
আরজু মুক্তা
আপনার কবিতা একেবারে চমৎকার, অসাধারণ কাব্যিক এক রূপ দিয়েছে সোনেলাকে। আমি কবিতা পড়ে পুলকিত,শিহরিত। অসংখ্য ধন্যবাদ!
মোস্তাফিজুর খাঁন
আপনার চমৎকার লেখাগুলো মুগ্ধ করে ,,, আপি ।
আমার লেখা যে আপনার ভালো লেগেছে, সেটাই আমার অনেক বড় পাওয়া ।
শুভেচ্ছা জানবেন, আপি ।
বন্যা লিপি
বাহ্ বাহ্ বাহ্….. সোনেলা নিয়ে সোনালী কাব্য ভীষণ ভালো হয়েছে। সুন্দর লিখেছেন। সবসময় শুভ কামনা।
মোস্তাফিজুর খাঁন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,,, আপু ।
তুমি করে বলবেন ।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
দারুন এক সোনালী অনুভুতি যা আমাদের আপ্লুত করে।
অনেক ধন্যবাদ।
মোস্তাফিজুর খাঁন
সোনেলার রুপের প্রশংসার করার ভাষা আমার জানা নেই,,, ভাই।। তবুও লিখেছি আবোল-তাবোল ।
তবুও যে আপনার ভালো লেগেছে, এটাই আমার অনেক বড় পাওয়া । শুভেচ্ছা রইল,,, ভাই
নাজমুল হুদা
সত্যিই অসাধারণ কাব্যের সোনালী সুর ।
এগিয়েও যাও সোনেলা মোস্তাফিজের হাত ধরে সামনে সোনালী দিন 😍
মোস্তাফিজুর খাঁন
দোয়া করবেন, ভাই ।
যেন সব সময় আপনাদের সাথে ও সোনেলার সাথে থাকতে পারি ।
শুভ কামনা রইল
হৃদয়ের কথা
সোনেলাকে নিয়ে আবেগময় কবিতা ভালো লেগেছে খুব।