সোনেলা তোমার সোনালী উঠোনে,
সোনালী আলোর ফুলকি ।
সোনেলা তোমার সোনালী বাতাসে,
সোনালী জাদুর ভেলকি।

সোনেলা তোমার সোনালী আসর,
সোনালী গন্ধে ভরা ।
দেখছি তোমার জলসিঁড়ির ধার,
ফুলে ফুলে ঘেরা ।

সোনেলা তোমার রূপালী আকাশ,
সোনালী মেঘের ভেলা' ।
শত গুণীজন গা ভাসিয়েছে,
খেলে সোনালী বাক্যের খেলা ।

সোনেলা তুমি দেখেছো,
সোনালী পথে কষ্ট সীমাহীন ।
হাজারো বাধা পেরিয়ে,
কাল রাত এড়িয়ে !!!
সোনেলা তুমি যাও এগিয়ে,
সামনে সোনালী দিন ।

 

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ