
অভিসারে তব নৈমিত্তিক মরণের সুর-
বিনিদ্র রাতের গহীনে ধান শালিকের মতোই আমার আনাগোনা,
কখনো বা কিঞ্চিত লোলুপতা- তারপর একরাশ বৈরাগ্য-
তোমার উষ্ণ আলিঙ্গন; প্রসস্থ বাহুপাশেই যেন আমার বিলাসী মরণ।।
কেউ কেউ মহামরণের মহারণে ক্ষান্তি দেয়-
আবার কেউ কেউ সেই ক্লান্তিতে খোঁজে উষ্ণ আলিঙ্গন,
নিজেকে প্রস্তুত করে আরো একটি যুদ্ধের অনুক্রমনিকায়-
আমি নিষিদ্ধ সুরায় আসক্ত হই- ডুবি স্রোতস্বিনী তব সমুদ্র তলে।।
কাদম্বিনী শারদের ঘাট পেরিয়ে হৈমন্তী রাতের নির্জনে-
যে হিলাল পিছু নিয়েছিলো মোর-বেদুইন কাব্যের ধূসর উদ্যানে-
সেও কিগো তোমাতেই নিশানা করেছে বুঝি তাক,
আমি তার মুহুর্মুহু পদধ্বনি শুনতে পাই- ত্রৈমাত্রিক অবগাহনে।।
পৌষের স্নিগ্ধ বিকেলে নীলাম্ভর ভেদ করে শুভ্র বলাকার পাল
দিগন্তের কার্ণিশ ঘেঁষে অসুরের কালো থাবা আজ তুলেছে দেয়াল,
আমাকে যেতেই হবে ঐ দিগন্ত রেখা ভেদ করে আরো বহুদূর-
যেখানে অপেক্ষায় প্রহর গুনছে আমার সোনালী মৃত্যু দ্বার।।
চৈতালি খরা বুকে সান্ত্বনা কেবল পুষ্পিত বাসন্তী বিকেল
আমার পথের পরে দৈবাৎ পড়ে থাকা অনাদৃত ঝরা পাপড়ির দল-
সহসা প্রেরণা দেয়; ক্ষনিকালয় ছেড়ে আমি পথে নেমে আসি
চির মুসাফির আমি এখনো যে- বেদুইন রাতের নিস্তব্ধতা ভালোবাসি।।
উত্তরা ঢাকা।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ক্ষনিকালয় ছেড়ে আমি পথে নেমে আসি
চির মুসাফির আমি এখনো যে- বেদুইন রাতের নিস্তব্ধতা ভালোবাসি।।আমরা সবাই মুসাফির এ জগৎ সংসারে। খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা আপু।
সঞ্জয় মালাকার
দাদা চমৎকার রচনাশৈলী কবিতা,
ভালো লাগলো খুবন,,দাদা আপনার জন্যও শুভ কামনা।
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ দাদাভাই 😍
নিতাই বাবু
আমাকেও যেতে হবে সেখানে। সময় তো আর বেশিদিন নেই!
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা দাদাভাই 😍
ছাইরাছ হেলাল
রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
বিলাসী-মরণের নাগপাশে।
অনন্য অর্ণব
আদিগন্ত সজ্জিত যার জীবন কার্ণিভাল
বুঝবে সে কি মুসাফিরের ঐ প্রাণের কতটা ভার…?
শ্রদ্ধা অনিমেষ ভাইয়া ♥️
শফিক নহোর
অসাধারণ বন্ধু , বেশ ভাল লাগছে ।
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা ভাই💓
ফয়জুল মহী
সবাই বলে বয়স বাড়ে। আমি বলি কমেরে। (গানটাই সত্য)। যেতেই হবে একদিন।
অনন্য অর্ণব
শুভেচ্ছা জানবেন প্রিয় ❤️
শান্ত চৌধুরী
পৌষের স্নিগ্ধ বিকেলে নীলাম্ভর ভেদ করে শুভ্র বলাকার পাল
দিগন্তের কার্ণিশ ঘেঁষে অসুরের কালো থাবা আজ তুলেছে দেয়াল,
আমাকে যেতেই হবে ঐ দিগন্ত রেখা ভেদ করে আরো বহুদূর-
যেখানে অপেক্ষায় প্রহর গুনছে আমার সোনালী মৃত্যু দ্বার।।
মৃত্যুই সত্য, জীবনের সব লেনদেন যেখানে এসে মিলিয়ে যায়।
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা রইলো ❤️
জিসান শা ইকরাম
শব্দের বুননে মুগ্ধ হলাম ভাই,
অনেক অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
অনন্য অর্ণব
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই 😍
সুপায়ন বড়ুয়া
“চির মুসাফির আমি এখনো যে-
বেদুইন রাতের নিস্তব্ধতা ভালোবাসি।।”
মুসাফির দের জন্য
বেদুইন রাতটাই পছন্দ
চাঁদনি রাতের দোষটা কি ?
শুভ কামনা
আসুক এবার
আলোয় ভরা জোছনা।
অনন্য অর্ণব
হা হা হা 😀 দাদাভাই পরের রাত্রে যে সাইমুম ঝড়ের আশঙ্কা করছে মুসাফির!!
মোঃ মিজানুর রহমান সুমন
দাদা, একটানা ৫ বার পড়ে ফেলেছি..
যত পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি আসলেই অসাধারন লেখেন
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোবাসা ভাই ❤️ ভালো থেকো সবসময় 😍
সঞ্জয় মালাকার
আমাকে যেতেই হবে ঐ দিগন্ত রেখা ভেদ করে আরো বহুদূর-
যেখানে অপেক্ষায় প্রহর গুনছে আমার সোনালী মৃত্যু দ্বার।।
চমৎকার লিখেছেন দাদা ভালো লাগলো খুব, আপনার জন্য শুভ কামনা।
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা রইলো দাদাভাই 😍