সোনালি আদর

আলমগীর সরকার লিটন ১৩ জুলাই ২০২০, সোমবার, ১২:৩৩:২৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

===========================
রাতের নীরবতা সোনালি দিনের আদর চায়
অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে;
চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল!
তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে
ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ;

সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু
আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;
তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো
আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!

বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি
জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-
কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;
অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।

২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ২০
------------------------------------

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ