আকাশ নিলো পর্দা টেনে
চাঁদ উঠিলো জেগে
সোনার মেয়ে দেখবে বলে
ঢেউ লাগিলো মেঘে,
তারার বনে ছুটোছুটি
মনের ভিতর ভয়
তাই দেখে চাঁদ লুটোপুটি
হাসিতে খুন হয়,
হাওয়া দিলো দোলা গায়ে
শীতল পরশ বুলে
সোনার মেয়ে দেখার ছলে
নৌকা ভিড়ে কুলে
চাঁদ হাসিলো নাও ভাসিলো
ফুলে হাওয়ার দোল
কখন আসবে সোনার মেয়ে
খোঁপায় তারার ফুল?
সবাই আছে অবাক চেয়ে
আনন্দ- হৈ ছৈ
পুতুল কাজল আলোক রাঙা
সোনার মেয়ে কই?
প্রভাত দ্বারে কড়া নাড়ে
জ্যোস্না ভেবে অবোঝ,
তোমরা কি কেউ জানো এমন
সোনার মেয়ের খোঁজ?
রাত ডুবে যায়, আসেনি সে
আসবেওনা নাকি?
মুখ পুড়িয়ে ডেরায় ফিরে
মলিন জোনাকি।
সোনার মেয়ে
৩০.০৮.২০১৫
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
ক্রিস্টাল শামীম
বাহ্ এমন সোনার মেয়েপেলে বুঝি কেও খবরদেয়! না আমি দিবনা খবর। আমার ও তো চাই এমন সোনার মেয়ে। না পেয়েছি তাতে কি ? সোনেলায় তো সোনার মেয়ের কবিতা পেয়েছি। তাতেই আমার হবে। (3
নিবিড় রৌদ্র
হা হা হা 😀
ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
সাধু-চলিত মিশ্রণ, আবার বানানও ভুল।
ছন্দ ঠিক আছে।
কবিতাটি আরোও সুন্দর হতে পারতো, যদি ওসব ভুল না থাকতো।
নিবিড় রৌদ্র
ধন্যবাদ 🙂
ইলিয়াস মাসুদ
ভাল কবিতা, শুভ কামনা
নিবিড় রৌদ্র
ধন্যবাদ