সোনার মেয়ে!

নিবিড় রৌদ্র ৩০ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ০৯:৪৩:২২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৬ মন্তব্য

আকাশ নিলো পর্দা টেনে

চাঁদ উঠিলো জেগে

সোনার মেয়ে দেখবে বলে

ঢেউ লাগিলো মেঘে,

 

তারার বনে ছুটোছুটি

মনের ভিতর ভয়

তাই দেখে চাঁদ লুটোপুটি

হাসিতে খুন হয়,

 

হাওয়া দিলো দোলা গায়ে

শীতল পরশ বুলে

সোনার মেয়ে দেখার ছলে

নৌকা ভিড়ে কুলে

 

চাঁদ হাসিলো নাও ভাসিলো

ফুলে হাওয়ার দোল

কখন আসবে সোনার মেয়ে

খোঁপায় তারার ফুল?

 

সবাই আছে অবাক চেয়ে

আনন্দ- হৈ ছৈ

পুতুল কাজল আলোক রাঙা

সোনার মেয়ে কই?

 

প্রভাত দ্বারে কড়া নাড়ে

জ্যোস্না ভেবে অবোঝ,

তোমরা কি কেউ জানো এমন

সোনার মেয়ের খোঁজ?

 

রাত ডুবে যায়, আসেনি সে

আসবেওনা নাকি?

মুখ পুড়িয়ে ডেরায় ফিরে

মলিন জোনাকি।

 

সোনার মেয়ে

৩০.০৮.২০১৫

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ