সোনার ছেলে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৯:৪২:৪৪পূর্বাহ্ন ছড়া ১০ মন্তব্য

আমার দেশের সোনার ছেলে

মাঠে ফলায় ধান,

কষ্ট ভোলার জন্য ধরে

আহা মধুর গান।

গাত্র পোড়ে সোনার ছেলের

সবারে দিতে অন্ন,

এমন ছেলে কে না চাই বল

এই জগতের জন্য।

রচনাকালঃ

১৪/০৪/২০২১

৩৫৭জন ৩১৭জন
19 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ