সোনাঝুরি বনে

ছাইরাছ হেলাল ৮ মে ২০২০, শুক্রবার, ০৩:১১:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

সূর্যোদয় দেখবো বলে বসে আছি
অফুরন্ত সময়ের কোলে, নিরুত্তাপ নিরুত্তরে,
অপেক্ষা-প্রহর শেষে;

দেখাবে বলে কথা দিয়েছিল
ভাঁজ খুলে খুলে, নীলাকাশ সাক্ষী রেখে,
ফিরবে, ফিরে আসবে সোনাঝুরি-বনে
পাখিদের কলকাকলিতে;
বদলানোর কথা বলে এতটা বদলে যাবে!
তিন তিনটে সত্যি ভেঙ্গে ফিরিয়ে দেবে!ভাবিনি,
ঐ দেখো অপেক্ষার নদী-তীর এখন ও দাঁড়িয়ে
সূর্যি ওঠা দেখবে বলে।

অকস্মাৎ ছুটে এলো কালো কালো মেঘ-দল
আকাশ ছেয়ে-ছেয়ে,
বৈশাখী মেঘে-ঝড়ের ওলট পালট বৃষ্টি,
অন্তর্দেশের একান্ত চাওয়াটুকু মুহূর্তেই বিলীন;

জ্বলন্ত-খুন বয়ে চলে নিরবচ্ছিন্ন জ্বলাময়ী ধমনীতে
ক্লান্তির সুখের-অসুখে,
দপ করে নিভে যাবে!মূর্ছা যাবে খেলাচ্ছলে!
বেঘোরে তাপিত রমণ-গাথার উদ্যানে!
নিঃশব্দের মেঘ মেদুরতায়!

তা কিন্তু মোটেই নয়।

ছবি নেটের।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ