সৈয়দ আশরাফ স্মরণে !

সুপায়ন বড়ুয়া ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১২:৩৯:১৬অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

তুমি গেলে চলে না ফেরার দেশে

নীরবে নিভৃতে রেখছ স্বাক্ষর

বিজয়ী বীর বাঙালীর গহীন কোণে

আপোষহীন ক্ষনজন্মা মৃত্যুন্জয়ী বীরের বেশে।

তুমি এসেছিলে ঘর আলো করে

শ্যামল মৃত্তিকায় ঘেরা পল্লী বাংলার নিভৃত কোণে

ঘাতকের নির্মম বুলেট এতিম করে যৌবনের প্রথম প্রহরে

চারনের বেশে সুখ খুজেঁছিলে লাখ শহীদের বাংলার ঘরে ঘরে।

তোমার শান্ত সৌম্য চোখে দেখেছিলাম দ্রোহের আগুন

সন্ত্রাসীদের তান্ডবে যখন ক্ষত বিক্ষত হয় বাংলার প্রাণ

নাগিনীর বিষাক্ত ছোবলে জ্বলে ঢাকার ব্যাংক পাড়া

গর্জে উঠে বলেছিলে , “নাগিনী তুই বাংলা ছাড়

তোমার শান্ত হৃদয় ছটপট করে

যখন আহত পাখি ডানা জাপটে মরে

আগুন সন্ত্রাসে বলীদান হয়ে

হুন্কার ছেড়ে বলেছিলে, “ডাইনি তুই নিরালায় ফিরে যা

তুমি ছিলে নির্লোভ, নি:সার্থ স্বচ্ছ পুরুষ

মানুষের বিবেক যখন পরিমাপ হয় বিবেকহীনের আলকেল্লায়

নিজেকে রেখেছ তুমি স্বচ্ছ আয়নায়

স্হান নিয়েছ তুমি মানুষের হৃদয় আঙিনায়।

তুমি নেই তাই বাংলার আকাশ শোকের মাতমে ভাসে

ফিরে আস আবার বিজয়ী বীর বাঙালীর দেশে

তুমি রবে বিজয়ী বীর বেশে বেদনা বিদূরতম

তুমি রবে নীরবে হৃদয়ে অন্তমম  !!!

 

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ