সে দিন দু’জনে

মনির হোসেন মমি ১০ ফেব্রুয়ারি ২০১৪, সোমবার, ১১:০৬:৩৩অপরাহ্ন কবিতা, বিবিধ ১১ মন্তব্য

সে দিন দু’জনে

কোন এক স্কুল ছুটির বেলায় পালিয়ে,

এক মধুর ভাললাগার আর্কষনে ছুটে যাওয়া

তোমার হাতে হাত চোখে চোখ রাখা।

সে দিন দু’জনে

এসেছিলে কাছে ,পৃথিবীকে করে পর,

ছেড়েছ জগৎ সংসার মধুর আর্কষনে

বলেছিলে শুধু ভালবাস আমায়।

সে দিন দু’জনে

বলদা গার্ডেনে পদ্ম পাতার ধারে,

বসেছিলাম নির্মল বাতাসে কথা বলিছি কানে কানে

ভালবাসি তোমায়।

সে দিন দু’জনে

কি অপার আগ্রহে অপেক্ষার প্রহর গুণা,

তুমি আসবে বলে ভালবাসবে বলে

 হলনা দেখা, হলোনা কথা এমনি করে যায় যে দিন।

সে দিন দু’জনে

মায়াবী মুখটি আর একটি বার দেখব বলে,

কি নেশায় মাতাল মন,বুঝেনা কিছু আসবে সে কতক্ষন,

বলবে,"সরি" হলো যে দেরী।

সে দিন দু’জনে

লিখা হলো না আর তোমাকে চাওয়ার কবিতা

শব্দেরা করে হরতাল,মন করে আনচান ,

যেন বিরহের চাদরেঁ ঢাকা তোমায় হারাবার ভাষা।

সে দিন দু’জনে

বলেছিলে তুমি বাধবেঁ ছো্ট্র সান বাধানো ঘর,

এ পৃথিবী ছেড়ে অন্য কোন নতুন পৃথিবী গড়বে আমায় নিয়ে

এখন এ সকলই নিষ্প্রান নিরর্থ যেন তুমি হীনা আমি।

সে দিন দু’জনে

হঠাৎ দেখা মৌচাকের মোড়ে ,

তুমি আর অন্য কেউ হয়তো বা সে

ফাটা কেষ্টোর হাসিতে হেলে দূলে করছ জেব্রাক্রসিং পার।

সে দিন দু’জনে

কি অপরাধে অপরাধী করলে আমায়,

কেনই বা যাবার বেলায় বললেনা শেষ কথাটি

বুঝে গেছি আমি পৃথিবীতে প্রেম বলে কিছু আর নেই।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ