
যদিও কথার পরেও কথা থাকে,
আশ্বিনের অলস দুপুরে
ভাতঘুমের অবসরেও সুইয়ের ফোঁড়ে বারংবার সেলাই করা যায় গায়ের শীতল কাঁথাটি-ও।
কার-ই-বা-কি আসে-যায় ;
নিশুতি রাতের নিকুচি করে রাতের রাত্রিতেই লিখে ফেলা যায় ভান-ভাবনার কথ্য-তথ্য।
কবি “সে” হবেন-ই!
একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,
ত্যানা পেঁচিয়ে প্যাচানো/ পচাঁনো শব্দ বুলেট গুলো
ছুড়ে দিবেন পাঠকের চোখে-দাঁতে-মস্তিস্কে,
নেঁকি কান্নার স্বরে, ছিঁচকাঁদুনে মুখ করে
আচমকা চিল-চিৎকারে কাঁপিয়ে দিবেন রাতের নির্জনতা,
কতো-ই না স্বাধ তার
হবেন “সে” মস্ত কবি, কবিতা সাম্রাজ্য করবেন উদ্ধার ;
আকুল পাঠকের অপেক্ষায় “সে” এখন কই?
অথৈ সাগরের লোনা তীরে
শিমুল বনের রঙলীলায়
ঝাউগাছের চিপাচাপায়
পেত্মী-শাকচুন্নি সমাগত মেলায়?
শ্যাওড়া বনের শ্মশান ঘাটে
হরিহরাত্মা ডাইনী-সখীর ডেরায়? নেই!
খুঁজি…খুঁজছি.. ঐইইইইইই-তো
আকাশে উড়ে
গাছে চড়ে
মাটি ঠেলে
পাতাল ফুঁড়ে
ছড়ানো-ছিটানো-গড়ানো-উড়ানো
ঝাঁকবাঁধা শ’সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন কবি!
গর্জে উঠেছেন কবিতায়.. কবিতা-ও;
* ইহা একটি অ-কবিতা। কারো সাথে মিলে গেলে মিলিয়ে নিন 🙂
৩১টি মন্তব্য
ফয়জুল মহী
একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,
ত্যানা পেঁচিয়ে প্যাচানো শব্দ😀😀
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, কি আর করার, এভাবেই লিখেছি মহী ভাই 🙂
সুপর্ণা ফাল্গুনী
আহ্ অনেক দিন অ-কবিতা পড়ে কি যে ভালো লাগছে। যে কবি তাকে এভাবেই লিখতে হয় , ত্যানা প্যাঁচানো শব্দ , কথা দিয়ে, শাকচুন্নী মামদো ভুত দিয়ে 😁😁😁। আমি যে কবে এমন অ-কবিতা লিখতে পারবো!! ☹️☹️। প্রিয়তে নিলাম আপু। ভালোবাসা অবিরাম 💓💓
সাবিনা ইয়াসমিন
এরকম কমেন্ট দেখলে আমি ভয় পাই 🙁
আমি কিন্তু নিজেকে নিয়ে কিছুই লিখিনি, একজন “সে” কে নিয়ে লিখেছি।
আপনি কবি, কবিতাই লিখবেন। এসব ভুংভাং অ-কবিতা আমার মতো অলেখকদের জন্য 🙂
প্রিয়তে নেয়ার উপযুক্ত কিনা বুঝতে পারছি না। তবুও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভালো থাকুন, শুভ কামনা অবারিত 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
তাতো বুঝছি সে তো মনে হয় আমাদের মধ্যেই রাজার আসন নিয়ে আসেন কবিতায় শাকচুন্নী ভুত, প্রেত, পরী নিয়ে অসাধারণ লিখে যাচ্ছেন প্রতিনিয়ত। কবিতাটি আমার কাছে অসাধারণ, অন্যরকম লেগেছে। আমিও কবি না শুধু লিখে যাই ছোট পরিসরে আমার মনের খোরাকির জন্য। শুভ কামনা রইলো। 🌹🌹
মোঃ মজিবর রহমান
কিযে লিখলেন কুবি ভাই কিন্তু পেত্নি, আত্বা সেখানে শাকচুন্নী চাপায় পড়ে যাবে।
পাতাল ভুড়ে সব বাধা ডিঙ্গিয়ে
উঠুক গর্জে সব বাধন ছিড়ে ।
জানুন জগতবাসী কবিতাকে ভালোবাসী
সব অত্যাচার ডিংগীয়ে থাকিবে মানুষরুপী।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আপনার কমেন্ট সেইরকমের হয় মজিবর ভাই। লেখায় যা কিছুই লুকোনো থাকুক আপনি উহা আবিস্কার করেই ফেলেন!
ভালো থাকুন সারাক্ষন। শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আলমগীর সরকার লিটন
সুন্দর অনুভূতির প্রকাশ কবি আপু
সাবিনা ইয়াসমিন
আমি কবি নই লিটন ভাই 🙂
যেদিন কবি হবো সেদিন কবি আপু ডাকবেন। এখন আপু হয়েই থাকতে চাই।
ভালো থাকুন, শুভ কামনা অনেক অনেক 🌹🌹
আরজু মুক্তা
হেলাল ভাইকে নিয়ে লিখলেন মনে হলো, তবুও খটকা।
কবিতার ভীড়ে অকবিতা জারি থাক।
ঠাণ্ডা গরম অনুভূতির আবহাওয়ায় কাঁথা মুড়িয়ে আরামের ঘুম। আহা! এমন কবিতা ঐ সময় পড়তেও মজার।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
আপনার কমেন্টও দারুণ মজার!
হেলাল ভাই কে যদিও চিনতে পারছি না, তবে কারো সাথে মিলে গেলে কি-ই-বা করার 😉
আরাম আপনার জীবনের সার্বক্ষণিক সঙ্গী হোক, শুভ কামনা নিরন্তর 🌹🌹
আরজু মুক্তা
ছাইরাস হেলাল।
নাজমুল হুদা
আমার সাথে মিলে গেছে। তবুও মিলিয়ে নিতে কষ্ট হচ্ছে। মিলাবো না, কবিতা পড়বো। 😛
সাবিনা ইয়াসমিন
বাহ! এটাইতো চাইছিলাম, মিলুক, মিলে যাক কারো না কারো সাথে। মেলামেলির দরকার নেই, অনেক অনেক লিখুন । আমরা পড়ে ধন্য হই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
কিচ্ছু বুঝিনা॥
****একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,
ত্যানা পেঁচিয়ে প্যাচানো/ পচাঁনো শব্দ বুলেট গুলো
ছুড়ে দিবেন পাঠকের চোখে-দাঁতে-মস্তিস্কে,
নেঁকি কান্নার স্বরে, ছিঁচকাঁদুনে মুখ করে
আচমকা চিল-চিৎকারে কাঁপিয়ে দিবেন রাতের নির্জনতা,
কতো-ই না স্বাধ তার
হবেন “সে” মস্ত কবি, কবিতা সাম্রাজ্য করবেন উদ্ধার ;******
শুভ কামনা। ভালোবাসা অবিরাম।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা। বুঝাবুঝি বাদ। শুভ কামনা নিলাম, ফেরতে শুভ কামনা দিলাম জোড়া গোলাপ সহ 🌹🌹
সুরাইয়া পারভীন
একটা অ-কবিতা পড়িয়া একটা অ-মন্তব্য দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। পরক্ষণে সাত পাঁচ ভাবিয়া ইচ্ছেকে দমন করিয়েছি।
যথার্থ হয়েছে কবিতার জবাব
সাবিনা ইয়াসমিন
মহোদয়া, আপনার অ-মন্তব্য খানা পাঠ করিতে বিপুল ব্যাকুলতা বোধ করিতেছি। কৃপা করিয়া দমিত মনোভাব ব্যক্ত করুন। এখানেই রহিবো 🙂
শামীম চৌধুরী
এমনই শব্দের বুলেট ছুঁড়েছেন তাতে চোখ দাঁত মস্তিস্ক সবই বিধস্ত হয়ে গেছে।
মনোমুগ্ধকর কবিতা পড়লাম আপু। এর পর বন্দুকের বুলেট নয় কামানের গোলা ছুড়া চাই।
সাবিনা ইয়াসমিন
ওকে ভাইজান। এরপর আমি কামানের গোলা বানানোর চেষ্টা করবো। আপনাকে কিন্তু গোলন্দাজ এর পদটা নিতেই হবে ।
সুপায়ন বড়ুয়া
অ-কবিতার কবিতা
মিল খুঁজে পাই মনে।
এর আগে ও পড়ছি ভাবি
কার লেখাটা ভাবতে গিয়ে
মাথা ঘুরছে ক্ষনে।
ভুল যদি হয়ে থাকে
ক্ষমা করেন সনে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার ভুল!
ভুল যদি হয় এমনো এমন
হোক ভুল 🙂
এতদ্রুত ছন্দে কিভাবে কমেন্ট করেন ভেবে কূলকিনারা পাই না দাদা! আমাকে একটু শিখিয়ে দিবেন প্লিজ।
অনেক অনেক ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
দারুন ‘একান্ত অনুভুতি’।
আপনি তো কবি-ই, যেতে হবে বহু দূর অব্দি!!
সাবিনা ইয়াসমিন
বেশিদূর যেতে পারবো না। এখানেই খুঁটি গেড়েছি মহারাজ 😉
উর্বশী
যাক,এত সুন্দর অ- কবিতা পড়ার সুযোগ করে দেয়ার অসংখ্য ধন্যবাদ।এখন তো মনে হচ্ছে এমন অ- কবিতা সব সময় পড়ার সুযোগ হোক। আশা করি নিরাশ করিবেন না। সৃষ্টির উল্লাস জারি থাকুক,শুভ কামনা সব সময় হে কবি।
সাবিনা ইয়াসমিন
সব সময় এমন অ-কবিতা দিলে আমার খবর আছে। কে যে কখন আমাকে হাপিশ করে দিবে কেউ টেরই পাবেন না। এখানে রাজকবি সভাকবি আরও অনেক অনেক কবিদের দাপটে এমনিতেই চুপসে থাকি 🙁
অনেক অনেক ভালোবাসা আপনার জন্যে ❤️❤️
উর্বশী
আমি তাহলে বাছুরের দলে, উঠে দাঁড়াতে যাই আর ধপাস করে পড়ে যাই। হিহিহি। এক সময় দাঁড়িয়ে যাব আবার দৌড়ে বেড়াবো।
অপার শুভ কামনা ।
রেজওয়ানা কবির
একটা গান মনে পড়ে গেল কথা শব্দটি দেখে,
“কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান”
নাম অ কবিতা কিন্তু এর মাঝে লুকিয়ে আছে অনেক অনুভূতি। চমৎকার প্রকাশ। শুভকামনা আপু।
রেহানা বীথি
এ আমি কী পড়িলাম! আমার কবিতা লেখার সাধ চিরতরে ঘুচিয়া গেল।
দুর্দান্ত।
প্রদীপ চক্রবর্তী
বাপরে বাপ!
এমন লেখা বুলেট থেকে মারাত্মক, দিদি।
এমন লেখা যদি লিখতে পারতাম নিজেকে ধন্য মনে হতো বেশ।
অকবিতা ভালো হয়েছে,দিদি।