সে এখন কবি

সাবিনা ইয়াসমিন ১৪ অক্টোবর ২০২০, বুধবার, ১২:১৭:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

যদিও কথার পরেও কথা থাকে,
আশ্বিনের অলস দুপুরে
ভাতঘুমের অবসরেও সুইয়ের ফোঁড়ে বারংবার সেলাই করা যায় গায়ের শীতল কাঁথাটি-ও।
কার-ই-বা-কি আসে-যায় ;
নিশুতি রাতের নিকুচি করে রাতের রাত্রিতেই লিখে ফেলা যায় ভান-ভাবনার কথ্য-তথ্য।
কবি “সে" হবেন-ই!

একান্ত অনুভূতির নাম ভাঙিয়ে,
ত্যানা পেঁচিয়ে প্যাচানো/ পচাঁনো শব্দ বুলেট গুলো
ছুড়ে দিবেন পাঠকের চোখে-দাঁতে-মস্তিস্কে,
নেঁকি কান্নার স্বরে, ছিঁচকাঁদুনে মুখ করে
আচমকা চিল-চিৎকারে কাঁপিয়ে দিবেন রাতের নির্জনতা,
কতো-ই না স্বাধ তার
হবেন “সে" মস্ত কবি, কবিতা সাম্রাজ্য করবেন উদ্ধার ;

আকুল পাঠকের অপেক্ষায় “সে" এখন কই?

অথৈ সাগরের লোনা তীরে
শিমুল বনের রঙলীলায়
ঝাউগাছের চিপাচাপায়
পেত্মী-শাকচুন্নি সমাগত মেলায়?
শ্যাওড়া বনের শ্মশান ঘাটে
হরিহরাত্মা ডাইনী-সখীর ডেরায়? নেই!

খুঁজি...খুঁজছি.. ঐইইইইইই-তো
আকাশে উড়ে
গাছে চড়ে
মাটি ঠেলে
পাতাল ফুঁড়ে
ছড়ানো-ছিটানো-গড়ানো-উড়ানো
ঝাঁকবাঁধা শ'সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন কবি!
গর্জে উঠেছেন কবিতায়.. কবিতা-ও;

 

 

 

* ইহা একটি অ-কবিতা। কারো সাথে মিলে গেলে মিলিয়ে নিন 🙂

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ