সেই মুখপোড়া

হালিম নজরুল ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ১০:০৯:২৬পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

তুমি যদি কভু পাখি হয়ে ওড়ো
অসীমে বাঁধন হারা,
নীলাকাশে আমি হবো ঠিক দেখো
ঝলমলে শুকতারা।

শারদে প্রতিমা হও যদি তুমি
আমিও আরতি দেবো,
তোমার বুকের সব সুখ দুখ
ছিনে নেবো,কেড়ে নেবো।

কখনো পথিক হও যদি তুমি
আমি পথ হবো নাকি?
ছায়া হয়ে রবো প্রতি পদে পদে
পারবে না দিতে ফাঁকি।

যেখানে লুকোবে সেখানে শুকোবে
আমার ফুলের তোড়া,
দু'হাত বাড়ালে দাঁড়িয়ে আড়ালে
দেখো সেই মুখ পোড়া।

*(ছবি : সোনেলা থেকে ধার করা)*

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ