সেই চারাটি

হালিম নজরুল ১৩ মে ২০২০, বুধবার, ০৭:৪০:০৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

মনে আছে,ভুল জোছনায় দিয়েছিলে একটি চারা?
বৃষ্টি ভেবে পুড়েছিলাম সুখ আগুনে।

তোমার দেয়া সেই চারাটি বৃক্ষ এখন
বিস্তৃত তার ছায়া, পাতা, ছাল ও বাঁকল।
প্রথম দেয়া সেই নুড়িটা পাহাড় এখন,
কিয়ে গেছে রুক্ষ নদী, নোনা সাগর।
শূণ্য করে ছেড়ে দেয়া হাত দুটো সেই
আগের মত শূণ্য আছে আজ অবধি।

তোমার মত যত্ন করে কেউ পারেনি দুঃখ দিতে
সঙ্গোপনে পুষছি তো তাই;
ভাগ দেবোনা অন্য জনে।
সত্যি জানো, সেই চারাটি বৃক্ষ এখন;
বৃক্ষ এখন পরম সুখের।

---------------------0 0--------------------

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ