
সেই যে ছিলো ছোট্ট আলিফ
অনেকটাই আজ বড়,
ট্রাক দিয়ে সে বাটুল বয়ে
করতে পারে জড়ো।
পা দিয়ে বল খেলতে পারে
কাটতে পারে ছড়া,
ভাত নিজ হাতে খেতে পারে
ভেঙে ডালের বড়া।
না দিলে কেউ ক্যান্ডি বা জুস
ছুঁড়তে পারে আড়ি,
গাছ খেলে ছাগ ঝাড়তে পারে
পিঠের উপর বাড়ি।
গড়তে পারে ধুল দিয়ে আজ
হরেক তালের খেলা,
হাঁস ঘরে সব তুলতে পারে
নামলে পাটে বেলা।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার ছড়া
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন ভালো থাকুন!
ছাইরাছ হেলাল
বড় হলে আলিফ আরো অনেক কিছুই হতে পারবে।
সুন্দর ছড়া।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
আলিফ বড় হয়ে আরো কিছু করুক। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মনির হোসেন মমি
শিশুদের শিক্ষানুবিস পরিস্থিতি।চমৎকার ছড়া।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
সুন্দর ছড়া। শুভকামনা তার জন্য।।।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্ থাকুন খুব ভালো থাকুন!
নিতাই বাবু
চমৎকার লিখেছেন! শুভকামনা থাকলো।
বোরহানুল ইসলাম লিটন
তুষ্ট হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্ থাকুন খুব ভালো থাকুন!