সেইদিন গুলো

জাহাঙ্গীর আলম অপূর্ব ১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০২:৩৩:৫৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

যত দিন বাবা ছিল আমার সাথে

ততদিন বুঝিনি বাবার মূল্য
আজ বাবা বিয়োগ হয়েছে
তাই বুঝতে পারছি বাবার মূল্য
সে কত কষ্ট করে পরিচালনা আমাদের সংসার
গায়ের চামড়া রৌদ্রে পুড়ে চালিয়েছে
সুখ দুঃখের জীবন সংসার
আজ মনে পড়ে বাবার সেই স্মৃতি বিস্মৃতি গুলো
কত ধরেছি বায়না অভাবের কারণেই মেটাতে
পারেন নাই আমার আবদার গুলো
তবুও করছে চেষ্টা আমার বায়না মেটানোর
আজ আমার বাড়িতে নেই সেই বাবার
যার জন্য আমার জীবন এত সুন্দর হয়েছে
মনে জাগে সেই দিনের কথা
যে দিন আমাকে খাওয়াছে কিন্তু
নিজে কিছু দাঁত দিয়ে কাটেন নাই
আজ আমি প্রচুর অর্থ রোজগার করি
কিন্তু আমার তা খাবার মতো কেউ নেই
মা তো জন্মের সময় মারা গেছে
বাবা তো নাই আমার কাছে
একাকি জীবন আমার নেই আমার কোনো
আত্মীয় স্বজন ছিল আমার আপন জন
বলতে আমার  এক বাবা ছিল
সে তো আমায় ছেড়ে চলে গেছে
ঐ অন্ধকার কবরে  চিরনিদ্রায় শায়িত আছেন
আমি তার জন্য প্রার্থনা করি
তার বিদেহী আত্মার জন্য
সে যেন অনেক অনেক ভালো থাকে
এই আমার চাওয়া ।
রচনাকালঃ
২৮/১১/২০২০
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ