সূচ-বেঁধা হৃদয়

ছাইরাছ হেলাল ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৩১:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

শীত কুয়াশার পেলব-পর্দা আলতো হাতে
সরিয়ে ফেলে, উঁকিঝুঁকি-সূর্য মৃদু মৃদু হাসছে,
নীরব অপেক্ষায় দাড়িয়ে আছি দেখব, দেখাব বলে;

সে-বারের বিহানে ছুটে এসেছিল এক অ-চঞ্চল বোলতা/ভ্রমর,
কাঁকর-পথে ঊর্ধ্বশ্বাসে প্রাণ ভয়ে পালাতে পালাতে আড়-চোখে
তাকিয়ে দেখি সে এক রঙ্গিন প্রজাপতি! দেখবে, দেখাবে বলে পিছু নিয়েছে;

অনামী-অশান্ত-হৃদয়ের ওঙ্কার-ঝঙ্কারে নেই লাল-শাড়ির অলস ইঙ্গিত,
বিনিদ্র রাত্রির পাহাড়ি নিঃসঙ্গ-স্তব্ধতায় শুধুই বয়ে যায় পারহীন অন্ধকারের
লাভা-স্রোত, সূচ-বেঁধা হৃদয় মন্দিরের বিষণ্ণ অন্ধকারের অলিন্দে অলিন্দে;

ছবি, নেট থেকে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ