সুমধুর স্বপ্ন

রেজওয়ানা কবির ২২ আগস্ট ২০২২, সোমবার, ০৯:৩২:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

বহুদিনপর ভোরের স্নিগ্ধ সকালে আজ তোমায় দেখলাম।

কতদিন পরে তুমি এলে!!!

তোমার বাড়ানো হাতে হাত রেখে কফির চুমুকে দুজনে গল্পে ভাসতে লাগলাম।

ফোনে বাঁজতে লাগল সেই চিরচেনা রবীন্দ্রসঙ্গীত !

তোমায় গান শোনাবো,ওগো দুঃখজাগানিয়া,

ওগো ঘুম ভাঙ্গানিয়া, তোমায় গান শোনাবো,,,,,

তুমি এলে বলেই এতদিনের জমানো জলের প্রপাত ঠেকাতে,চোখের সীমানায় পাহাড়ায় বসিয়ে দিলাম তোমার দেয়া প্রিয় নীল কাজল।

ঠোঁটে মাখলাম টগবগে ফুটন্ত রক্তকরবীর মত লাল রঙ্গের লিপস্টিক।

মেহেদী রাঙ্গা হাতে হরেকরকমের কাঁচের চুড়ি,পড়নে লাল শাড়ী আর ললাটে সেঁটে দিলাম লাল টিপ আজীবনের মতো।

অনেকদিন এভাবে নিজেকে সাঁজানো হয়ে ওঠে নি!

আজ আবার নতুন করে নিজেকে সাঁজালাম শুধু তোমার জন্য 🌹।

কতদিনপর!!!

তোমার গভীর প্রেমের নৈবেদ্যে সুগন্ধি জলের ফোঁটার মত তোমাতে মিলিয়ে যাওয়ার সুযোগ পেলাম।

ঝরে পড়া বৃষ্টির মত ফোটায় ফোটায় আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম।

তোমার সেই মায়াময় চাহনীর অতলান্তিকের অতলতায়

ডুবতে ডুবতে পুর্নিমা রাত কেটে কখন ভোরের আলোর প্রবেশ টেরই পেলাম না।

তোমার স্পর্শের শিহরনে হৃদয়ে জেগে উঠলো বন্ধ হয়ে যাওয়া পুরনো সেই  কম্পন।

তক্ষনাৎ অন্তরে জমা প্রেমানুভুতিগুলো ক্ষণে ক্ষণে  জানিয়ে দিলো,

বেঁজে গেছে সেই সুর, যে সুরের প্রেমে আজও মাতোয়ারা দুটি প্রান।

বহুদিন পরে হলেও এখনো মরে যায় নি অনুভূতি !

চুম্বুকের মত পুরনো টানে একই আকর্ষণ।

যেন একেবারে সব জমানো অভিমান শুষে নিয়ে আলিঙ্গনে বেঁধে রেখেছে সুতো !

ফুরিয়ে যায়নি দুজনেরই ভালোবাসা আর পাওয়ার আকুতি।

তোমার অলীক স্পর্শে শরীরের মোহ ভাজে অপার মুগ্ধতায় মাতাল হয়ে ডুবে একাকার আমি।

পাগলপ্রায় তুমিও !!!

আমার ঘোরলাগা আনন্দে আর রাশি রাশি বিস্ময়ে চোখের কাজল প্রায় লেপ্টে গেছে।

তোমার শরীরের গন্ধে মাতাল হয়ে ডুবে গেলাম নেশাপ্রবন হয়ে।

তোমার কন্ঠের মাধুর্য্য পান করলাম সুধারসের মত।

তুমি পারোও বটে !!!

শরীরের রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা ছড়িয়ে দিলে সেই পুরোনো আদুরে কায়দায়।

কী তীব্র আকর্ষণ!! এ যেন অমৃত সুধায় চিরচেনা তৃপ্তির ঢেঁকুর!

উদিত সুর্যের উষ্ণতা তখনও আড়ষ্ট স্নায়ু ছুঁয়ে দেখেনি,

আকাশে মেঘগুলোর সমারোহে ভেসে যাওয়া  অরণ্যের চাপে,বাতাসের বেগের সাথে প্রকৃতিতে  হঠাৎ বৃষ্টির উদয় হলো।

টিনের চালের বৃষ্টির টিপটিপ শব্দে চোখের কোনে এক নিমিষেই জমে গেল এক পশলা নোনাজল,

দমকা হাওয়ায় ভোরের স্বপ্নগুলো ছুটি নিয়ে জাগিয়ে দিল স্বপ্নবিলাসী এই আমাকে।

আঁচমকা জেগে উঠলাম বিভোরে ঘুমানো আমি,

যেখানে পড়ে আছে আমার সাথে জড়িয়ে থাকা প্রিয় টেডি, ডায়েরী আর একাকী আমি।।।

সুমধুর স্বপ্ন ভেঙ্গেই মনের অজান্তে এক কোনে বেঁজে উঠল,,,,

সাজিয়ে গুজিয়ে দে মোরে,

সজনী তোরা,সাজিয়ে গুজিয়ে দে মোরে,,,,,

ছবিঃ নেট থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ