তোমার প্রশস্ত উঠোন দেখলেই
গড়াগড়ি খেতে ইচ্ছে করে।
পাশাপাশি থাকা কোমল মাটির স্তুপে,
দাঁতের সীল বসিয়ে দেওয়ার একরোখা ঈস্পা।
তার মাঝে বয়ে যাওয়া স্তব্ধ নদী,
পাল তুলে ভেসে যাই ফুলেল কূপে।
চুমুর উত্তাল জোয়ারে কেঁপে উঠুক
নদীর এপার-ওপার।
ডুবে যাক চেতনা; কি শুদ্ধ, কি ভুল!
অনুভূতির ঢেউ যায় কি থামানো?
নদীর জল চায় সমুদ্রের ঘ্রাণ।
অমৃতের স্বাদ লবণে,
যুগের গতিতে নিষ্পাপ সভ্যতায়-
একের পর এক আঘাত।
ক্লান্তি ডাকে ফিরে আয়
আমি নির্লজ্জ, মুচকি হেসে চলে যাই ঠিক।
কি ভেবে কি ঘটে গেল, সুপ্ত সভ্যতায়?
তা দেখার সময় একদম-ই নেই।
বিঃদ্রঃ দয়া করে লেখাটাকে ইতিবাচক হিসেবে পড়বেন...
Thumbnails managed by ThumbPress
৮টি মন্তব্য
খসড়া
ইতিবাচক হিসেবেই নিলাম।
প্রলয় সাহা
জেনে ভালো লাগলো
অরুনি মায়া
পোস্টে এডাল্ট ভাব হলেও ইতিবাচক হিসেবে পড়লাম 🙂 |
আসুবিধা নেই আমরা সবাই বড় হয়ে গেছি :p
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহাহা। বেশ।
অনিকেত নন্দিনী
আচ্ছা, দয়া করে ইতিবাচকতার সাথেই পড়লাম।
প্রলয় সাহা
দিভাই 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
১৮+
লেখা।
বয়স কম দেইখ্যা পুরোপুরি বুঝি নি। ;?
প্রলয় সাহা
বেশ