সুপ্ত সভ্যতায় গুপ্ত জালিম

প্রলয় সাহা ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৭:৫২:৪৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

Capture

তোমার প্রশস্ত উঠোন দেখলেই
গড়াগড়ি খেতে ইচ্ছে করে।
পাশাপাশি থাকা কোমল মাটির স্তুপে,
দাঁতের সীল বসিয়ে দেওয়ার একরোখা ঈস্পা।
তার মাঝে বয়ে যাওয়া স্তব্ধ নদী,
পাল তুলে ভেসে যাই ফুলেল কূপে।
চুমুর উত্তাল জোয়ারে কেঁপে উঠুক
নদীর এপার-ওপার।
ডুবে যাক চেতনা; কি শুদ্ধ, কি ভুল!
অনুভূতির ঢেউ যায় কি থামানো?
নদীর জল চায় সমুদ্রের ঘ্রাণ।
অমৃতের স্বাদ লবণে,
যুগের গতিতে নিষ্পাপ সভ্যতায়-
একের পর এক আঘাত।
ক্লান্তি ডাকে ফিরে আয়
আমি নির্লজ্জ, মুচকি হেসে চলে যাই ঠিক।
কি ভেবে কি ঘটে গেল, সুপ্ত সভ্যতায়?
তা দেখার সময় একদম-ই নেই।

বিঃদ্রঃ দয়া করে লেখাটাকে ইতিবাচক হিসেবে পড়বেন...

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress