সুখ-স্বপ্নের হেমন্ত

সাবিনা ইয়াসমিন ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ০৭:৩০:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

 

হেমন্তকে শুনতে পাচ্ছি ! দেখছি ঐ নীলাভ সাদা মেঘের মাঝে!
ঐ উঁচুতে থাকা মেঘেদের দল থেকে নেমে আসছে বৃষ্টি,
শীতের শীতল পাখার আবেশে,প্রতি বছরের মত।

অপেক্ষায় ছিলাম ভিজবো বলে,
হেমন্তের নিঃশ্বাসে মুখ ডুবিয়ে,
ঝর্ণা জলের মুগ্ধ সুবাস পানে
হেমন্তকে গিলে খাচ্ছি, ডুবে ডুবে ডুব-জলে;

ঝরে পড়া স্মৃতির হাওয়ায় উড়িয়েছি
আগলে রাখা সুখ-স্বপ্নের মতো রহস্যময় হেমন্তকে,
অপার সৌন্দর্যে লজ্জাহীন উদাসীনতায়,
প্রকৃতির এ শীতল রৌদ্র স্পর্শের পরশ নিই গুচ্ছ-গুচ্ছে;
প্রকৃতির মহৎ হৃদয় দানে।

ফুটফুটে হেমন্ত স্মৃতিগুলো আঁচলে বাধা মৃগনাভির সুবাসে;
বিস্মৃত স্মৃতি পেছনে ফেলে শস্য দানার হেমন্তের ডাক শুনতে পাই, একটু একটু করে।
এসো হেমন্ত -সোনা রঙের রঙ ছড়িয়ে, এই নবান্নে..

 

* ছবি - আমার।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ