সুখের অসুখ

ছাইরাছ হেলাল ১২ মে ২০১৯, রবিবার, ০৬:৫২:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

রমজান এলে লোভের রাক্ষস তেল-মাখা-শরীর নিয়ে জিরোনো-শেষে
বসে যায় ধীর স্থিরতায়, খেয়ে ফেলবে পৃথিবীর সকল লব্য-চোষ্য-লেহ-পেয়,
প্রতিটি অবশিষ্ট থেকে উচ্ছিষ্ট, ইট, কাঠ, পাথর, লেখাজোকা, ডায়াপার, ভাঙ্গা চশমা,
শিশুর খেলনা, ঘড়ি, কসমেটিক থেকে সোনা-দানা, কাঁচা বাজার থেকে সুউচ্চ শপিং মল;
গম গম করে আওয়াজ ওঠে, চাই আরও চাই, এ যেন বিধাতার দেয়া আজন্ম রেওয়াজ!!

হাত-কুড়ালে পেট চিরে ফাঁকা করে রাখলে
কেমন দেখায় কে জানে!! মাত্র তো মাস দেড়েক।
তিনি এখন ঘুমে,
লোভের শয়তান শিকল ফেলে পালিয়েছে
অ-বেলায়, দূরে, বহু দূরে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ