সিকি-স্বপ্নের বসন্ত

ছাইরাছ হেলাল ১৯ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১০:০৮:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

সিকি-স্বপ্ন-আদিখ্যেতার আদিপনা, গা ছমছমে জজবা,
তুখোড় আয়োজন-প্রয়োজনের তুমুল হুলুস্থুল ছাড়াই
এ বসন্তে একটুখানি ফিরে তাকাতে ফিরে যেতে চাই
ধানসিড়িটির তীরে;
সঙ্কোচহীন নিপুণতায় এই স্বর্ণজলে ঠোঁট ছোঁয়াতে চাই;
অবরুদ্ধ নির্জনতার কপাট ঠেলে;

নিঃশব্দ নাবিকের মত না-জ্বলে ওঠা স্রোতে
নাও ভাসাতে ইচ্ছে করে, শূন্যতার নেকাব ছিন্ন করে;
গোপনচারী কাক-জ্যোৎস্নায় নিরন্তর ডাকছে আমায়
স্বপ্ন-নির্জনতার বাঁশরীতে, দেখবে/দেখাবে বলে;

অবিরাম কুয়াশা দৃশ্যান্তরে এখন, মৌনী রাত্রি/মধ্য দুপুর
এ যেন দু’হাত মেলে দাড়িয়ে আছে জলতরঙ্গে,
আমাকে ছোঁবে বলে, উজ্জীবিত হৃদয়ের প্রাণবন্ত ধানসিড়ি;

ছবি, নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ