সিঁড়ি

সাদিয়া শারমীন ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ০১:২৮:৩৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

সিঁড়িঃ সাদিয়া শারমীন।

তোমার বাড়ির সিঁড়িটায়
কত লোকের আসা যাওয়া-
কত বার নেমে গেছ তুমি এই সিঁড়ি দিয়ে
পথে-প্রান্তরে,মিছিলে,মিটিং এ।
শোভিত করেছ রাজপথ,জনসভা।
এই সিঁড়ি দিয়েই কতবার ফিরে এসেছ বন্দীদশা থেকে,প্রিয়জনের কাছে।
এই সিঁড়ি দিয়েই তোমার ছোট্ট রাসেল
খেলতে গেছে খেলার মাঠে।
তোমার প্রিয় খুকু আর রোজি
এই সিঁড়ি দিয়ে পা রেখেছিল নতুন জীবনে।
আবার এই সিঁড়ি দিয়েই শেষ বিদায় নিয়েছিলো ওরা।
তোমার নিথর দেহটা পড়েছিল এই সিঁড়িতেই।
ঘাতকের বুলেটে ঝাঁঝড়া হওয়া বুক-
তাজা রক্তে ভিজেছিল সিঁড়ির প্রতিটি ধাপ।
রক্তের উপর ঘাতকের বুটের ছাপ-
এই সিঁড়ি দিয়েই তোমার বুকের রক্ত
ভিজিয়েছে বাংলার প্রান্তর।
আজো এই সিঁড়ি তোমার খুনের মৌন স্বাক্ষ্য দেয়  অবিরত।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ