বইঃ সারপ্রাইজ
লেখকঃ দন্ত্যস রওশন
প্রকাশকঃ অনন্যা
প্রচ্ছদশিল্পীঃ স্বপন চারুশি
মোট পৃষ্ঠাঃ ৮৭
মূল্য: ১৫০
পাঠ্য প্রতিক্রিয়া :
শুরুতে লেখক সম্পর্কে বলি - "দন্ত্যস রওশন যিনি হচ্ছেন পেশায় সাংবাদিক, দৈনিক প্রথম আলো এবং সভাপতি প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। এছাড়াও তিনি অনুকাব্যের জন্য অধিক জনপ্রিয় ।
"সারপ্রাইজ" মূলত শিশুতোষ বই , তবুও আমি পড়লাম কারণ হঠাৎ করে বাচ্চাদের মতো ভাবতে ইচ্ছে হলো । বইতে মোট ১৫টা গল্প আছে, প্রত্যেকটাই খুব সুন্দর গোছাল গল্প । ভালো কথা গুলো গল্পের মাধ্যমেই বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেয়া যায় , এই বইয়ের সব গুলো গল্পই সেরকম । বইটা আপনাকে একটা নতুন কুড়ির নতুন স্বপ্নের সাথে পরিচয় করিয়ে দিবে । আজকাল যে সন্তানদের সাথে পিতামাতা'র এক বিশাল দূরত্ব সৃষ্টি হচ্ছে সে দিকটা লেখক এখানে তুলে ধরেছেন সুন্দর ভাবে তাই আমি বলতে চাই বইতে বড়দের জন্যও কিছু বার্তা রয়েছে।
এক কথায়-"সারপ্রাইজ" বইয়ের শুরুটা 'গল্প' দিয়ে শেষটা 'স্বপ্ন' দিয়ে।
যত যাই হোক মনের দিক থেকে আমরা কম বেশি সবাই শিশু।
লেখক "দন্ত্যস রওশন" এর 'সারপ্রাইজ' বই সংগ্রহ করে নিজে পড়ুন এবং বাচ্চা-কাচ্চা-শিশুদের কেও উপহার হিসেবে দিন।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ