৫+৫/৫+২ মাত্রা বৃত্ত
- মেথর মুচি নয় অশুচি
- বান্দা তাঁরি সব,
- মানবসেবা অমূল্য ধন
- সবার তিনি রব।
- তাঁরই কাছে যে দামি নয়
- বংশ মান সব
- ধরাতে সব সৃষ্টি তার
- তিনি হলেন রব।
- নিচু কর্ম করলে ভাই
- নর কি ছোটো হয়
- প্রভুর কাছে সবে সমান
- পর তো কেউ নয়।
- ধরার সবে কর্মে মাপে
- নরের ওই ভার
- তাদের মতো নিচু মানুষ
- নেই তো কভু আর।
- নিচু মনের মানুষ সব
- নিচু কথা কয়,
- তাদের কাছে মেথর মুচি
- মানুষ বুঝি নয়।
রচনাকালঃ
২৯/০৬/২০২১
৩২১জন
২৫১জন
৬টি মন্তব্য
আরজু মুক্তা
মানব সেবা বড় ধর্ম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
মানব ধর্ম বড় ধর্ম কিন্তু আমরা সেটা ভুলেই গেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল।।।।
হালিমা আক্তার
মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। আমরা ধর্ম-কর্ম দিয়ে মানুষকে বিভাজিত করে রাখছি শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।