11061966_881778458535190_3220380234990249265_n
সন্মানিত পাঠক,শুভাকাংখি,ব্লগার গনের  অবগতির জন্য সোনেলা ব্লগের সামাজিক নেটওয়ার্কের লিংক গুলো দেয়া হচ্ছে।আপনি নিজে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত হোন এবং পরিচিত জনদের যুক্ত হতে অনুরোধ করুণ।

সোনেলা ব্লগ এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপঃ
এই গ্রুপে সোনেলা ব্লগে প্রকাশিত প্রতিটি পোষ্ট শেয়ার দেয়া হয়।কিন্তু গ্রুপের সদস্য হিসেবে ব্লগারদের অংশ গ্রহন হতাশা জনক।
গ্রুপের লিংক Sonela সোনেলা  Public Group

সোনেলা ব্লগ এর অফিসিয়াল ফেইসবুক পেজঃ
এই পেজেও সোনেলা ব্লগে প্রকাশিত প্রতিটি পোষ্ট শেয়ার দেয়া হয়।কিন্তু পেজের লাইকার হিসেবে ব্লগারদের অংশ গ্রহন এখানেও হতাশা জনক।
পেজের লিংক Sonela Blog – সোনেলা ব্লগ  Community Organization

সোনেলা ব্লগ এর অফিসিয়াল ফেইসবুক আইডিঃ
এই আইডিতেও সোনেলার প্রতিটি পোষ্ট শেয়ার দেয়া হয়।
ইচ্ছে হলে আপনারা এই আইডিকে ফ্রেন্ড হিসেবে যুক্ত করে নিতে পারেন।যে ব্লগ সম্পর্কিত যে কোন তথ্য,সমস্যা,সুপারিশ এই আইডির সাথে করতে পারেন। তবে সমস্ত আলোচনা গ্রুপে হলেই ভালো হয়,কারন মডারেটর সব সময় এই আইডিতে নাও থাকতে পারেন।সে ক্ষেত্রে গ্রুপে মুক্ত আলোচনা হলে,যে কোন অভিজ্ঞ ব্লগার সমাধান দিতে পারেন।
সোনেলা ব্লগের ফেইসবুক আইডিঃ সোনেলা ব্লগ 

গুগল প্লাস এ সোনেলাঃ
এখানেও সবার পোষ্ট শেয়ার দেয়া হয়।তবে কখনো কখনো মডারেটরদের ব্যস্ততার কারনে শেয়ার দেয়া না ও হতে পারে। সেক্ষেত্রে ব্লগারদের প্রতি অনুরোধ আপনার নিজের পোষ্ট নিজে এখানে শেয়ার দিন।
সোনেলা ব্লগের গুগল প্লাস লিংকঃ সোনেলা ব্লগ। সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে

সকলের উদ্দেশ্যে সবিনয়ে জানাতে চাই যে, সোনেলা ব্লগ একটি একশত ভাগ অলাভজনক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সোনেলা ব্লগের মাধ্যমে আয়ের কোন চিন্তা এই ব্লগ পরিচালক বৃন্দের নেই।
নতুন ব্লগার/লেখক সৃষ্টি এবং একটি সুন্দর নির্মল পরিবেশের বাংলা ব্লগ প্রতিষ্ঠাই এই ব্লগের উদ্দেশ্য।
সকলের আগ্রহ, উৎসাহ ,ভালবাসায় এই ব্লগটির চালিকাশক্তি।

এই দেশটি আমার আপনার সকলের।আমাদের প্রত্যাশা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন আমাদের এই দেশে সোনালী রোদ হাসবে।

 

 

 

৪৮৬জন ৪৮৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ