সাদা প্রজাপতি

সিকদার সাদ রহমান ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:১৪:০৯পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

এই শহরের কোলাহল, জঞ্জাল, মেশিনের শব্দ আর ভাল্লাগেনা।

ভাল্লাগেনা রোড ডিভাইডারের মাঝে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছ, ল্যাম্পপোষ্ট আর পিচ ঢালাই রাস্তা।

যা কিছু আছে এই শহরে
অক্সিজেন কিংবা কার্বনডাইঅক্সাইড এর সাথে।

এই শহরে নিশ্বাস নিতে ভাল্লাগেনা।

ঘন কুয়াশায় লুকিয়ে থাকা গাড়ির হেড লাইট
আর ঘাপটি মেরে বসে থাকা শিকারের অপেক্ষায়
দুষ্ট মানবের ভীড়ে আমি ক্লান্ত।

বাসার কলিংবেল এর শব্দ
মোবাইলের রিংটোন কিচ্ছু না। কিচ্ছু না!

এই কংক্রিটের শহর, ইট পাথরের দেয়াল,
চার দেয়ালের বন্দীশালায় আমার মন নেই।

এন্টার্কটিকার বরফের হিম শীতল অনুভবে
আমি শ্বেত শুভ্র। আমায় স্পর্শ করেছে আফ্রোদিতি।

হাওয়ায় পাখনা মেলে সাদা প্রজাপতি রূপে
আমি চির নিস্তারে যাই!

 

২১-১২-২০১৯

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ