সাদা কালো (সনেট)

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩০ জুলাই ২০২১, শুক্রবার, ০৯:০০:২৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

চর্ম দিয়ে নাহি করো নর নারী রায়
সবাই মানুষ তবে কেন দ্বৈব ভাই
জীবন নদীর মাঝি হয়ে নৌকা বায়
সবাই মানুষ মোর কাছে দ্বৈব নাই।

 

সাদা নর নারী  আর কালোদের রক্ত
আছে কিরে কভু দ্বৈব দেখো এসে কাছে
ভ্রাতৃত্বের বন্ধনে যে সাদা কালো শক্ত
মিলেমিশে থাকে সবে একে অন্য পাছে।

 

সবে মিলে হয়ে গাহি মনুষ্যের গান
ধরার বুকেতে সবে মিলে মিশে থাকো
একে অপরের পাশে জুড়ে দাও প্রাণ
মনে গভীরে হিংসা দ্বেষ নাহি রাখো।

 

বর্ণ ভেদ ভুলে হাতে হাতে রেখে চলো
আমরা সবে মানুষ এক কণ্ঠে বলো।

 

রচনাকালঃ
২৭/০৭/২০২১

সেক্সপেরীয় সনেট ৮+৬

অষ্টকঃABAB CDCD
ষষ্টকঃEFEF GG
৩৫৮জন ২৭৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ