সাদা-কালোর রঙিন পৃথিবী

শুন্য শুন্যালয় ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৬:৫৪:৪২পূর্বাহ্ন রম্য ৮৬ মন্তব্য

ফেসবুকে খুব কম যাওয়া হয়, তবে গেলে গুরুর ওয়ালে একবার ঢু দিয়েই আসি সবসময়। সেদিন ঢু দিতে গিয়ে তো রীতিমত ঢিশুম খেয়ে আক্কেলগুড়ুম অবস্থা। কে যেন আমার জিসু ভাইয়ার ছবির স্কেচ করেছে। কে সে রহস্যময়ী? (রহস্যময় হবার সম্ভাবনা খুবই কম, পুরুষরা আবার রহস্যের কিছু জানে নাকি? ) মন্তব্য খুঁজে জানলাম তিনি পরিচয় দিতে অনাগ্রহী। সন্দেহের ঘনঘটা বেড়ে গেলো। আমি হচ্ছি মিস তাজদি'র (ফেলুদা'র ফিমেল সংস্করণ) ডান হাত, তাই রহস্যের কূল খুঁজে বের করা চাই-ই চাই।
তবে গুপন কারন আরেকটা আছে, ক্যাম্নে যে বলি! তাহার লেডি কিলার হিরো হিরো টাইপের ছবিখানার দিকে কেউ নজর দিচ্ছে, ইহা আমি ক্যাম্নে সহ্য করি। কবে থাইকা লাইনে আছি, ভাউ পাত্তাই দেয়না 🙁
img073 (2) []স্কেচটা এতই সুন্দর হয়েছে যে স্কেচের সাথে মূল ছবিটা ফ্রি দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে বোঝা যায় এইটা আসলেই জিসান ভাইয়ার ছবি।

ইন্টার পড়ুয়া আমাদের প্রিয় জিসান ভাইয়া
ইন্টার পড়ুয়া আমাদের প্রিয় জিসান ভাইয়া

কথা কিন্তু পেনসিল স্কেচ না, কথা অন্য খানে। সবে তো শুধু ছবি আঁকা দিয়ে শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আরো কি কি দেখতে পারেন, তার একটা হালকা ট্রায়াল শো দেখি চলেন।

পথে ঘাটে নারীকূলের হাতে হাতে ঘুরে বেড়াবে তার পোস্টার
পথে ঘাটে নারীকূলের হাতে হাতে ঘুরে বেড়াবে তার পোস্টার

 বিলবোর্ড থেকে চোখ সরানোই যাবে না যেন। (কেউ গান গাই্তেও পারে, পরেনা চোখের পলক)
বিলবোর্ড থেকে চোখ সরানোই যাবে না যেন। (কেউ গান গাই্তেও পারে, পরেনা চোখের পলক)

ম্যাডোনা থেকে শুরু করে নারী সেলিব্রেটিদের বুকে থাকবে শুধু তারই ছবি।
ম্যাডোনা থেকে শুরু করে নারী সেলিব্রেটিদের বুকে থাকবে শুধু তারই ছবি।

ম্যাগাজিনময় তারই বন্দনা যেন চলবে অফুরন্ত।
ম্যাগাজিনময় তারই বন্দনা যেন চলবে অফুরন্ত।

.....................ইহা ট্রায়াল তাই আর বেশি কিছু দেখালাম না। সামনে ফুল ভার্সন আসতে পারে। কথা এখন একটাই আগাম আগাম, ও জিসান ভাইয়া, অটোগ্রাফ প্লিইইইইইইইইইইজ। 🙂

0 Shares

৮৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress