ফেসবুকে খুব কম যাওয়া হয়, তবে গেলে গুরুর ওয়ালে একবার ঢু দিয়েই আসি সবসময়। সেদিন ঢু দিতে গিয়ে তো রীতিমত ঢিশুম খেয়ে আক্কেলগুড়ুম অবস্থা। কে যেন আমার জিসু ভাইয়ার ছবির স্কেচ করেছে। কে সে রহস্যময়ী? (রহস্যময় হবার সম্ভাবনা খুবই কম, পুরুষরা আবার রহস্যের কিছু জানে নাকি? ) মন্তব্য খুঁজে জানলাম তিনি পরিচয় দিতে অনাগ্রহী। সন্দেহের ঘনঘটা বেড়ে গেলো। আমি হচ্ছি মিস তাজদি'র (ফেলুদা'র ফিমেল সংস্করণ) ডান হাত, তাই রহস্যের কূল খুঁজে বের করা চাই-ই চাই।
তবে গুপন কারন আরেকটা আছে, ক্যাম্নে যে বলি! তাহার লেডি কিলার হিরো হিরো টাইপের ছবিখানার দিকে কেউ নজর দিচ্ছে, ইহা আমি ক্যাম্নে সহ্য করি। কবে থাইকা লাইনে আছি, ভাউ পাত্তাই দেয়না 🙁
স্কেচটা এতই সুন্দর হয়েছে যে স্কেচের সাথে মূল ছবিটা ফ্রি দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে বোঝা যায় এইটা আসলেই জিসান ভাইয়ার ছবি।
কথা কিন্তু পেনসিল স্কেচ না, কথা অন্য খানে। সবে তো শুধু ছবি আঁকা দিয়ে শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আরো কি কি দেখতে পারেন, তার একটা হালকা ট্রায়াল শো দেখি চলেন।
.....................ইহা ট্রায়াল তাই আর বেশি কিছু দেখালাম না। সামনে ফুল ভার্সন আসতে পারে। কথা এখন একটাই আগাম আগাম, ও জিসান ভাইয়া, অটোগ্রাফ প্লিইইইইইইইইইইজ। 🙂
Thumbnails managed by ThumbPress
৮৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
গুরু গুরুই দিদি।
শুন্য শুন্যালয়
একদম খাঁটি কথা ভাইয়া 🙂
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি তাবৎ পৃথিবীর বিরল অসাধারন প্রতিভাধরদের এক অনন্য জন, (গুনিন কীনা জানি না) আপনি
আমাদের পাশে রাখেন দেখে বুকের ছতিতে বিঘৎ আনন্দ, এ আনন্দ রাখি কোথায় ভাউ,
সুবৃহৎ আইডিয়াবাজ আপনি, লিখতে গিয়ে শ্রমানুকুল্য পেয়েছেন বুঝতে পারছি।
এত প্রাণ দিয়ে লেখে কিভাবে!!
শুন্য শুন্যালয়
আমি আবার গুনী হইলাম ক্যাম্নে? এত্তো প্রশংসা শুনেতো ছিনা ফুলে গেছে দেড় হাত।
শ্রম একটু দিয়াছি। আনন্দ সহকারে করিলে তাহা গায়েই লাগেনা।
প্রাণ, সেতো আমার প্রাণ ভরেই আছে। 🙂
কাউকে এভাবেই প্রশংসা করতে বুঝি? অনেন্নেক থাংকু। 🙂
ছাইরাছ হেলাল
প্রাণ প্রাণের আনন্দেই থাকুক এমন করে, তা চাই।
প্রাপ্য প্রশংসা দিতেই চাই,অকৃপণ ভাবে।
শুন্য শুন্যালয়
পাশে যখন রেখেছেন এ প্রাণেই যেতে চাই, পারবো বহুদূর।
কৃপণ আপনি হতেই পারেন না, গোলাভর্তি আছে আপনার তা জানা।
ব্লগার সজীব
জিসান ভাইয়ার স্কেচ করে দিয়েছেন কোনো এক রহস্যময়ী? কোন সে রহস্যময়ী?
শুন্য শুন্যালয়
সেইটা তো আমারও কোশ্চেন! কেউ কুনদিন আমার স্কেচ করলো না গিবনে 🙁
ব্লগার সজীব
ইশ,আমার একটি স্কেচ করাতেই হবে সেই রহস্যময়ীর কাছ থেকে।নারী কুলের হাতে বুকে থাকবো আমি।ভাবতেও শিহরিত হচ্ছি :p
শুন্য শুন্যালয়
সজু ভাউ, সবাই রহস্যময়ীর দিকে ছুটলে আমাদের কি হবে গো?
আপ্নিও তাহলে একটা অটোগ্রাফ আগেভাগেই দিয়ে রাখুন। পোড়া কপাল 🙁
আরো অনেক ফরমেট আছে। সেইসব ফরমেট দেখালে জিন্দেগি তে আর চেলিব্রিটি হইতে চাইবেন না :p
অরুনি মায়া
হা হা হা সকাল সকাল এই পোস্ট দেখে হাসতে হাসতে আমার পেটের কল কব্জা নড়ে গেছে শুন্যাপু!
ওই রহস্যময়ীর কথা আমাদের জানতে দিলে তো জানব !
ইশ কবে থেকে আমিও লাইনে আছি পাত্তাই দেয়না :p
বুঝেছ এইবার আমরা তো ছবি আঁকতে পারিনা তাই আমাদের দাম নাই ;(
শুন্য শুন্যালয়
মায়াপু চলো ছবি আঁকার ইশকুলে ভর্তি হই। লাইন বেশি লম্বা হইয়া যাইতেছে, ধাক্কা খেয়ে পড়ে না যাই।
চলো চলো টাইম থাকতেই।
অরুনি মায়া
শুন্যাপু তারচে ভাল আমরা নিরাপদ দূরত্বে থাকি | জিসানী কিন্তু সব দেখে! কখন আবার খড় কুটায় আগুন ধরায় না দেয় | রহস্যময়ী তো আড়ালেই থাকবে মাঝখান দিয়ে তুমি আর আমি তুলোধূনো না হই আবার ;?
শুন্য শুন্যালয়
একদম ঠিক কইছো, আমার তো মনে পড়ে গেলো তোমার কথা শুনে, জিসান ভাই একদিন বলছিল, জিসানী নাকি ব্লগারের মত কথা বলে, আল্লাই জানে সেও ব্লগার কিনা।
তুমি আমি চলো ফুটি। না বাপু, আমরা কারো লাইনে নাই, বিশ্বাস করেন।
অরুনি মায়া
হা হা হা মৌচাকে ঢিল ছুড়েছ! এখন না পালিয়ে উপায় নাই :p 😀
শুন্য শুন্যালয়
😀 তুমিও কিন্তু আমার লগে দৌড়াইতেছ, আমারে ফালাইয়া যাইওনা আবার। 😀
ব্লগার সজীব
আপনি ওস্তাদের ডান হাত মানে কি? 🙁 🙁 := আমি ওস্তাদের শিষ্য। ওস্তাদের ডান হাত,বাম হাত সব আমি,তার আর কোন হাত এর দরকার নেই,মনে রাখবেন কথাটি আপু।
শুন্য শুন্যালয়
ওস্তাদরে তেল দেয়া হচ্ছে যে বড়। আসুক আপনার ওস্তাদ, দেখুমনে সে কি কয়। হাত না দরকার না হইলে মাথা হমু, তাজুরে আমি ছাড়ুম না,আপ্নিও মনে রাইক্ষেন।
নীলাঞ্জনা নীলা
:D)
শুন্য আপু লেখো না লেখো না ঠিকই। আর লেখার পর নাড়ি-ভুঁড়ি পর্যন্ত লাফাচ্ছে হাসির চোটে। এই মানুষেরও আবার মায়াবীনি আছে ভাবতে গেলে মাথা আউলায়। আমি তো পাত্তাই দেইনি, সাধে কি আর নাত্নী ডাকে? 😀 :D)
নানা জানে না আমি কত্তো সুন্দর স্কেচ আঁকি! কিন্তু আমি তো আঁকবো আমার “প্রাণের মানুষ আছে প্রাণে…” :p তার জন্যে। 😀
শুন্য শুন্যালয়
এই মানুষের ও আবার মায়াবিনী আছে কি কও? তুমি তো তাইলে পোড়া কপালি হীরা চিনলা না। এখনো সময় আছে, যেইভাবে মেয়েদের বুকে হাতে হাতে ঘুরছে, হাত ফসকে যাবার আগে ধরো।
তুমি স্কেচ আঁকো? ;? ছবিটা তুমি আঁকো নাইতো? ;?
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু বাজার এখনও খারাপ হয়নি যে বুড়োকে বয়ফ্রেন্ড হিসেবে প্রোপোজ করবো। :p 😀
স্কেচ আমি-ই এঁকেছি, পাগল করে দিয়েছিলো বলতে বলতে। কান আমার ঝালাপালা। শেষে বাধ্য হয়ে এঁকে দিলাম। বললাম ও নানা কাউকে বলোনা, আমি জানাবো :p
শুন্য শুন্যালয়
ও মাইয়া কি কও? বুড়োরা খুব আদুরে হয় গো :p ইয়াং পোলাপাইনের মন উড়ু উড়ু। 🙂
তুমি এত্তো সুন্দর স্কেচ করো? আমার একটা করে দাওনা গো।
আবু খায়ের আনিছ
ফেবুতে ছবিটা দেখেছি কিন্তু কিছু বলি নাই, ভেবেছিলাম এমন কিছু হতে পারে তাই বলার অপেক্ষা।
স্কেচ করে করেছে তার কাহিনী তাহলে এখানে, যাক একটা সমাধান ত পাওয়া গেল। কি একটা কথা বলে না, সর্বগুনে গুনানিত্ব না কি যে? দেবীর দশ হাত, আপুর কয় হাত?
শুন্য শুন্যালয়
আপুর যে কয় হাত আল্লাহ্ মালুম। তবে সন্দেহ আছে আপু এইটা আঁকছে কিনা। এক্টু আগে কইছে তার প্রানের মানুষের স্কেচ করবে। হুরুক্কু আর কুরুক্কু স্কেচ রহস্য রহস্যজনক 🙂
আবু খায়ের আনিছ
আমজনতা এই রহস্য জানতে চায়?
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু অসহ্য মিথ্যা বলে সবসময় ধরা খাই। কি যে যন্ত্রণা। তবে আপু আমার ছবি আঁকা অসাধারণ। কাউকে দেখাই না, কারণ বিখ্যাত হবার ইচ্ছে নেই। প্র্যাক্টেক্যাল খাতা সাক্ষ্মী। 😀
আনিছ ভাই আমার দুটাই হাত। আর আটটি হাত দেবীর কাছে দিয়েছি। 😀 :D)
শুন্য শুন্যালয়
বিখ্যাত হওয়ার জন্য সোনেলা একটা বিরাট প্ল্যাটফরম :p
আচ্ছা যাও, যা খুশি প্র্যাক্টিক্যাল খাতারেই দেখাও, আর নিজে দেইক্ষো প্রান ভইরা। আমরা তো ফাও। 🙁
নীলাঞ্জনা নীলা
এই আপু ওয়ান্টেড ওটাও দিলে না কেন? যাক চিন্তা নেই আমি বানিয়ে পৌঁছে দিয়েছি। 😀 :D)
শুন্য শুন্যালয়
কই পৌঁছায় দিলা আবার? 🙂 ফুল ভার্সন দিমুনে একদিন।
শুধু ওয়ান্টেড? ফাঁসির রশিতে ঝুলায় দিমুনে 😀
নীলাঞ্জনা নীলা
এই মানুষের সাথে আলাদা আকাশে কথা হয়। ওখানেই পৌঁছাইয়া দিয়াছি 😀
শুন্য শুন্যালয়
ওমা তোমরা আকাশেও কথা বলতে পারো? আমিও ওয়ান্টেড দেখবার চাই।
নীলাঞ্জনা নীলা
ওয়ান্টেড কিভাবে দেবো? ঠিক আছে ফেসবুকে দিচ্ছি। ওকে?
আবু খায়ের আনিছ
যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই। যাকে নিয়ে এত কথা,এত হাসি সেইজনা কোথায়?
হাসিবার আগে ভাবিলাম ইহা করিবার চিন্তা কি করে এল মাথায়? বুড়োর ভাগ্য ভালো নইলে কেউ ত দেখল না এমন করে।
(ফান করার জন্যই এমন ভাষার ব্যবহার )
শুন্য শুন্যালয়
ভাগ্যের সাথে বয়সের নো সম্পর্ক। এখন থেকে কম কমই দেখা পাবে তার, সাধে কি আর আগেভাগে অটোগ্রাফ চেয়েছি? 🙂
আবু খায়ের আনিছ
বলেন কি? কম কম দেখা পাব। আমার জন্যও একটা অটোগ্রাফ নিয়ে নিবে।
শুন্য শুন্যালয়
আচ্ছা নিবোনে, অটোগ্রাফ নেবার জন্য প্লেন ভাড়াটা দাও আনিছ ভাই 🙂
অরণ্য
সাবাস!
কজ, হি ইজ জিসান ভাই। ও হতেই পারে।
শুন্যকে থাম্বস আপ। (y)
শুন্য শুন্যালয়
ইয়েস হি ইজ জিসান ভাই। 🙂
তোর থাম্বস আপ নেবোনা, পালিয়ে আছিস কোথায়? বেড়িয়ে আয় ব্যাটা।
অরণ্য
আমি কিন্তু বেড়াতেই বেরিয়েছি। :D)
শুন্য শুন্যালয়
যত খুশি বেড়া তাই বলে ব এ বিন্দু আর ড এ বিন্দু র নিয়ে হেসে গড়াগড়ি খেলে কিন্তু খবর আছে। 🙁
বেড়ানো স্বাস্থ্যের জন্য ভালো 🙂
ইমন
এইটা কিন্তু খুব ভালো ছিলো \|/
শুন্য শুন্যালয়
তা না হয় ছিল, কিন্তু ইমন ভাই কোথায় থাকে?
জিসান শা ইকরাম
এই ছবি কার?
এর সাথে বর্তমান জিসান শা ইকরামের কোন মিল নেই
সুতরাং এটা জিসান শা ইকরাম না।
ফেইসবুকে একটা স্কেচ অবশ্য দেখেছি,
কিন্তু এই স্কেচ এর ফেইসবুকের স্কেচের কিছুটা ভিন্নতা আছে।
বুঝলাম না, এটি কিভাবে হলো………
শুন্য শুন্যালয়
তাইতো কিভাবে হইলো এটা। ;? তাজ তুই কই রে পিচ্চি ভূত? তুই না এলে রহস্য উদঘাটন হবেনা।
জিসান ভাইয়ের আবার অতীত, বর্তমান, ভবিষ্যত কি? জিসান ভাই অলটাইম এমন। ফরএভার ইয়াং, মেল গিবসন 🙂
কথা সেইটা না, কথা হইলো, অটোগ্রাফ দিন জলদি। যেইভাবে ফেমাস হয়ে যাচ্ছেন, লোকজন আপনার স্কেচ করা শুরু করেছে, পরে সোনেলা থেকে না গায়েব হয়ে যান। এখন আবার মুগ্ধতাকে নিয়েও পড়েছেন। 🙂
জিসান শা ইকরাম
এই স্কেচ টি যে আপনি এঁকেছেন,
এটি প্রমান হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র
কে যে ফেমাস হয়ে যাচ্ছে তাও সোনেলার মানুষ জন জানে
আপনার কত প্রতিভা যে আমাদের জানার অপেক্ষায় আছে কে জানে?
অটোগ্রাফের খাতাটি আপনার দিকেই ধরলাম 🙂
মুগ্ধতা সারাক্ষন ঘিরে থাকে আমায়।
শুন্য শুন্যালয়
এইসব কি বলেন? কোন প্রমান নাই। আদালত স্বাক্ষী, প্রমানে বিশ্বাসি। 🙂
মুগ্ধতা আপনাকে ছাড়বে বলে তো মনে হচ্ছেনা। যেইভাবে রূপ বদল করে নানারূপে আপনাকে ধরছে। লেখাটি কিন্তু অসাম হয়েছে, অবশ্য সবই মুগ্ধতার গুণে :p
নীতেশ বড়ুয়া
আমি ১০০% সহমত বর্তমানের জিসান শা ইকরমাই এমন স্কেচের মতোই 😀
শুন্য শুন্যালয়
আমিও সহমত ১০০%। ইয়ে মানে স্কেচে একটু একটু পিচ্চি পিচ্চি লাগছে না? আচ্ছা থাক, এইটা তোর আমার গোপন কথা।
হ্যাঁ আমিও ১০০% সহমত দাদা ভাইয়ের সাথে। 😀
নীতেশ বড়ুয়া
পিচ্চি পিচ্চি কই!! হাসলে তো এ’রমই লাগে ;?
গুপন কথা রইলোনা আর গুপন 😀
শুন্য শুন্যালয়
গুপন কথা এখন আকাশে বাতাসে ঘোরে, আর যা প্রকাশ পাবার দরকার, সেই বিচার আচার গুপনে। 🙂
নীতেশ বড়ুয়া
বিচার চাই বিচাই… গুপন আচারের বিচার গুপন করা চাই :p :D)
শুন্য শুন্যালয়
ঐ দাদাভাই, তোমার গোপন কথাটি সখী রেখোনা মনে। 🙂
নীতেশ বড়ুয়া
সখীর শখ হচ্ছে পেট ফাটে তো মন ফাটে না :D)
শুন্য শুন্যালয়
কথা কি আজকাল সব পেটে জমা হচ্ছে? 😀
নীতেশ বড়ুয়া
সেই তো দেখছি! :p
শুন্য শুন্যালয়
🙂
নীতেশ বড়ুয়া
😀
জিসান শা ইকরাম
এই পোষ্টের ট্রায়াল মন্তব্য দিলাম আগে
এর মাঝেই নতুন পোষ্ট এসে গেলো…………
আচ্ছা ফুল ভার্সনের জন্য অপেক্ষা করছি………
ট্রায়ল এত মজাদার হলে ফুল ভার্সন কেমন হয় দেখতেই হয় 🙂
শুন্য শুন্যালয়
ভাইয়া কেউ আমাদের ভ্রমণে নেয়না, তাই দুঃখে দুঃখের পোস্ট দিয়া দিলাম একটা।
ফুল ভার্সনের সবচেয়ে মজার অংশটুকুই কিন্তু ট্রায়ালে দেখানো হয়। এরপর ফুল ভার্সনে দুঃখ বেদনা আসতে পারে। সহ্য হবেতো? 🙂
ট্রায়াল মন্তব্যের পর ফুল ভার্সন মন্তব্যটা কবে পাবো মিয়াভাই?
বনলতা সেন
বেশ জমেছে তো আমার না থাকাতে। এত ডাকাডাকির কী হলো বুঝলাম না। মাথার চুল সব নীচে ফেলে একটা একটা গোনাবো। মনে থাকে যেন। মুখপুড়ি মজা দেখাচ্ছি একটু দাঁড়াও।
শুন্য শুন্যালয়
কার মাথার চুল ফেলবে? তোমার? ইশ, কেমন দেখতে লাগবে তোমাকে? আচ্ছা তুমি সব চুল ফেলে দাও, এরপর তোমার মাথায় কয়টা চুল আমি গুনে দিবোনে :p
আমিতো দাঁড়িয়েই আছি বংগ ললনা বনলতা, তবে তুমি দেরী করে ফেলেছ, ট্রেন চলে গেছে। 🙂
মজা শুধু দেখাবেই, দেখবে না বুঝি?
লীলাবতী
আমাদের জিশু ভাইয়া এখন মেয়েদের বুকে হাতে!আমরা তো তাহলে তার কাছে পাত্তাই পাবো না আর।লাইনে দাড়িয়েও তো কোন ভরসা পাচ্ছি না। ও শুন্য আপু কি হবে আমাদের? 🙁
তুমি এত সুন্দর স্কেচ করেছো? কত কিছু পারো তুমি।অবাক হই তোমাকে দেখে। আরো কত গুন লুকিয়ে রেখেছো কে জানে। ফুল ভার্ষনটা দিয়ে দাও আপু :p
নীতেশ বড়ুয়া
ফুল ভার্সন বলে কিছু নেই শুন্যাপুর… যাই দেখাবেন সবই নতুন আর সবই শুরু 😀 :p
শুন্য শুন্যালয়
লীলাবতী ফুল ভার্সন ক্যান চায়? ;? সেও কি অটোগ্রাফের লাইনে নাকি? ;?
নীতেশ বড়ুয়া
আমি তো আপনাদের দুইজনের ফুল ভার্সন চাই 😀
শুন্য শুন্যালয়
লীলাবতীর ফুল ভার্সন? আইডিয়া আইলো 😀 দাঁড়াও এরপর তুমি লীলাবতী।
দাদাভাই, আমার ফুল ভার্সন এখানেই রে। আর কিছু নাই। লেখা দে না একটা।
নীতেশ বড়ুয়া
তোমার ঝর্ণা দেখা নিয়ে নতুন কিছু না এলে আমার কোন পোস্ট নাই। :@
শুন্য শুন্যালয়
পটাচ্ছিস দাদা ভাই? কেন চিকেন খাবি? 😀
ফুল ভার্সন দিলে জিসান ভাই কাঁদবে, থাক 😀
নীতেশ বড়ুয়া
শুন্যালয়েই তো আছি! পটানোর দরকার কি! :p
চিকেনের কোন আইটেম? ;?
শুন্য শুন্যালয়
হা হা, লোভ লাগা শুরু? বাংলা চিকেন কারী, আলু দিয়া ঝাল ঝাল ঝোল। 😀
নীতেশ বড়ুয়া
আর? লোভ লাগা শুরু না, তৃতীয় চোখে দেখা শুরু ^:^
শুন্য শুন্যালয়
😀 থাক, লোভ দিস না। এলে রান্না করে খাওয়াবো যা।
আর করেছি জুকিনি দিয়ে চিংড়ি মাছ। জুকিনি এখানে এসে প্রথম খেয়েছি, অনেকটা ঝিঙ্গার মত, তবে ঝিঙ্গা টেস্টি বেশি।
নীতেশ বড়ুয়া
আহা! ঝিঙ্গা অল্প তেলে একটু ঝোল ঝোল করে কাঁচা মরিচ সাথে রান্না… ওহো!!!
আমি তো সেই অপেক্ষাতেই আছি কবে আসবে ;? সাথে করে ঝুকিনি নিয়ে আইসো :p
শুন্য শুন্যালয়
তুই এতো দ্রুত ক্যাম্নে টাইপ করোস? আমি তো আঙ্গুল খুঁইজ্জা পাইনা। 🙁
জুকিনি নিয়ে আসবো, তবে সত্যি বলতে আমার দেশের ঝিঙ্গে, পটল, কাকরোলের কাছে এগুলা কিচ্ছু না। এগুলো মিস করছি। ;(
নীতেশ বড়ুয়া
শীতকাল আইসা পড়সে… এখন সব্জির বাহার… চইলা আসো ডিসেম্বরেই \|/
আপনি অনেক ধীরে টাইপ করি, তবে নেট স্পীড অনেক ভালো। এই মুহুর্তে 10MB পাচ্ছি বলেই দ্রুত যাচ্ছে :p
নীতেশ বড়ুয়া
আমি* ^:^
শুন্য শুন্যালয়
থাক, যেই কয়টা চুল আছে, আর ছিড়িস না। সবই নেট স্পিড বেশি হওয়ার কুফল :p
নীতেশ বড়ুয়া
1.4 MB স্পীডে Fallout4 গেইম ডাউনলোড হচ্ছে আর 12 MB স্পীডে ব্রাউজিং এবং নেটের টোটাল স্পীড চেকিং বলছে গড় 89MB স্পীড ক্যাপাসিটিতে চলছি 😀 \|/
আমার চুল যা আছে সব ছোট কইরা ফেলছি, পইড়া গেসে তাই যাতে নিজেও আর ফেলতে পারার জন্য :p
একটা পোস্ট দাও শুন্যাপু…
শুন্য শুন্যালয়
শেষ পোস্টের মন্তব্যে এখনো হাত দিতে পারিনাই দাদাভাই, সবাই আমারে পিটাইবো। দিবো কএকদিন পর।
৮৯ মেগা, বাহ্। এতো স্পিড? ডাউনলোড করতে গেলে ব্রাউজিং চলতোই না আগে।
চুল ছোট করার উপকারিতা নিয়া তুই-ই একটা পোস্ট দে।
নীতেশ বড়ুয়া
কে কারে পিটাইবো??? তোমার পোস্ট আসে না আড্ডা দিয়ে তোমার সময় নষ্ট করি বলে সবাই আম্রে পিটানি দিবো… দেও পোস্ট দেও…
এখানে ব্রডব্যান্ড স্পীড এখন অনেক উন্নত। টাকা দিলে ডাউনলোড স্পীড ১০০ এমবিতেও দেওয়ার সামর্থ আছে এখন এই দেশে…
আমি রম্য লিখিতারি না… তুমি দেও…
শুন্য শুন্যালয়
পোস্ট দেয়াই যাবে পরে, তোরে তো পাইনা প্রতিদিন।
একটা ঝর্না দেখেছি সেদিন, আমার জীবনের প্রথম ঝর্না দেখা। ভাবছি দেখাবো তোদের।
নীতেশ বড়ুয়া
অ্যাঁ! প্রথম ঝর্ণা!! জলদি পোস্ট দেও। আমি আপাতত অফ যাই…পোস্ট এলে আবার শুরু।
ভাবতাছি তোমার ঐখানের সবাইরে বাংলাদেশ টাইমের ঘড়ি দিয়া দিমু। তাইলে সব্দিন দেখা করা যাইবো :p
শুন্য শুন্যালয়
আপাতত আমিও অফ যাই। তুই নতুন পোস্ট লেখ। এই দেশটাই প্যাকেট কইরা পাঠায় দেই দেশে।
নীতেশ বড়ুয়া
আমার পোস্ট নাই, তুমি ঝরণা নিয়া পোস্টাও আইজকাই…
দেশ আননের দরকার নাই, তুমি আইলেই পুরা সেই দেশ চইলা আইবো 😀
অকা, আপাতত অফ যায়া পোস্ট দেও।
নীতেশ বড়ুয়া
পোস্ট কই :@ :@
শুন্য শুন্যালয়
ঝর্নার পোস্টে কি লিখুম, কইয়া দে আমারে 🙁