তোমার বিলেতি পোশাকের অর্ধনগ্ন শরীর,
ডাইনি চোখের চাহুনিতে,
আমার নীলআকাশে মেঘের আনাগোনা
আর তেমন দেখা মেলে না!

পশ্চিমীবায়ুর পশ্চিমীঝঞ্ঝায়,
সকাল-বিকেল হড়কা বানের ভয়,
সারা শরীর বেয়ে নামে শীতের কুয়াশায়!

রাত গভীরে ঘুমের চাঁদরে
অকালে ঝরে পড়া শিঊলির জন্য,
সিন্ধুনদের দুঃখগুলো বিন্দু বিন্দু জমে,
ভোরের আলোয় আমার কচিঘাসের
চোখের কচিপাতায়!

আমার প্রাচীন সাদাবক শক্ত ঠোঁটে ,
নকসীকাঁথার দুঃখগুলো কাঁচা রোদে খোঁটে!
বিষন্ন বিকেলে আমি দোয়েলের লালন - গান শুনি,
আর বাংলাকুমারীর সবুজ আঁচলে
সন্ধ্যের আলোয় চোখ মুছি!

@ বাড়ি,
তারিখ-১০/১১/১২
সময়- ২ঃ১৫ রাত

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ