সাদাখাতার সাদাপৃষ্ঠা,
তুমি কার?
কুকুরের মতো নাল
ঝরিয়ে, মুখ উচিয়ে,
আমার দিকে ডাইনি চোখে,
সারাক্ষণ তাকিয়ে কেন রও?

তেলেমেখে বেনের ও অসুরের
উচ্ছিষ্ট, বিলাস ভোজন,
রক্ত, আদিকাল থেকেই
বেশতো জমিয়ে খাও!
ইতিহাসের পাতায়,রাত প্রহরে,
রাত পাহারা দিয়ে বেশ তো
আজীবন গীত গাও!
আর বাজনাও দাঁতে বাঁও!

ও সাদাপৃষ্ঠা,
এই বার জঞ্জালে পড়ে না থেকে,
চাষির ঘাম বেঁয়ে,
একটু করে গন্দমবীজ
আর আমন ধান বোনো!

পশ্চিমি বাতাসে,
খুব তো এদিক থেকে ওদিক,
উড়ে উড়ে,প্যাচ নাচিয়ে,
গান গেয়ে বেড়াচ্ছো!
এবার থেকে একটু,
রান্নাঘরের উচু পিড়েয় বসো!
আমার মায়ের বদরক্তের
যন্ত্রনা শুনে, আমার ভাইয়ের
খিদের যন্ত্রনায় চোখের জল,
অল্প না হয় একটু মোছো!

সাদাপৃষ্ঠা তুমি,
দীন মানবীর ফুটোপাত্রে
করেই আধাঁর নামার আগেই এসো!
আমার মায়ের কাঁচা হলুদের
রং পাবে!
আজীবন ধরে ষোলো আনাও পাবে!

@ বাড়ি,
তারিখ-২৫/১০/১২
সময়-১২ঃ৫১ রাত

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ