সাওম সাধনা

রেজওয়ান ১৮ মে ২০১৮, শুক্রবার, ০৪:০৬:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি, সমসাময়িক ১৬ মন্তব্য

রোজার মূল উদ্দেশ্য হলো গরিব বা আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের কষ্ট বোঝা, তাঁদের কষ্ট নিবারণে নিজেকে উৎসাহিত করা, বিধাতার সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়া, কোরআন এর অর্থ বুঝে নিজেকে সেই পথে পরিচালিত করা

আসুন রিচফুড/ফাস্টফুডে সময় ও টাকা নষ্ট না করে বা সেহেরী ও ইফতার পার্টির চেকইন না দিয়ে রোজার মূল উদ্দেশ্য হাসিল করি। ৫ রকমের ফল বা ১০ রকমের খাবার দিয়ে ইফতার না করে সর্বোচ্চ ২/৩ আইটেম (খেজুর/খোর্মা,পানি ও ভাত-তরকারি)দিয়ে ইফতার করি

প্রায় এক সপ্তাহ যাবত দেখছি "পর্দানশীল ইমোর একটা ইমেইজ" ফেসবুকের বিভিন্ন পেইজ/গ্রুপ বা পার্সোনাল টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে এটা কি ঠিক? কি লাভ রোজা নিয়ে এমন ফান করা? কতটুকুন-ই বা বিনোদন পাওয়া যায় যেকোনো সেনসিটিভ বিষয় নিয়ে মজা করে?? বরং আমার মত অনেকের-ই মনে আসে আপনার উদ্দেশ্য কি আসলেই রোজা নাকি ডায়েট বা লোক দেখানো অন্য কিছু??

এখনই সময় নিজেকে বদলানোর। চলুন না চেষ্টা করে দেখি পারি কিনা? আমরা পরিবর্তন হলেই কিন্তু আমাদের চারপাশ বদলাবে।
"বাংলা ইংরেজি মিশ্রণের জন্য আন্তরিক ভাবে দুঃখিত"

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ