সাইলেন্ট করা মোবাইল বাসায় হারিয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন?

** এই সজু কি খোঁজো সেই সকাল থেকে? আজ ভার্সিটি কি বন্ধ?
*** না মানে তেমন কিছু না আপু, এই আমার ঘড়িটা পাচ্ছি না, কোথায় যে রাখলাম?
** ঘড়ি খোঁজা হচ্ছে তাই না? ঘড়ি তো তোর ডেস্ক টপ টেবিলে দেখলাম এই মাত্র। আমি এনে দিচ্ছি।
*** উফ আপু, তুই এত সুইট কেন? থ্যাংকু থ্যাংকু 🙂
আসলে কিসের ঘড়ি হারিয়েছে? হারিয়েছে আমার মোবাইল। কোথায় যে রাখলাম? আম্মুর ফোন দিয়ে কল করে দেখেছি মোবাইলের রিং টোন অফ করা। ঐ মোবাইল যদি আপু কোনভাবে পেয়ে যায়, আমার যে কি হবে 🙁  আমার জানেমানের সাথে কত যে উলটাপালটা ছবি আছে মোবাইলে 🙁 ইমোতে পাঠানো ম্যাসেজ আর ছবি তো আরো ভয়াবহ। হে আল্লাহ আমার মোবাইলটা যেন আপুর হাতে পড়ার পূর্বেই আমি যেন খুঁজে পাই 🙁
সাইলেন্ট মোডে রাখি মোবাইল তাও আপুর ভয়ে। ' এই সজু সারাক্ষণ তোর মোবাইলে টুং টাং মেসেজের শব্দ কিসের? কিছুক্ষণ পরপর মিস কল, কল। লেখা পড়ার দিকে মন নেই তোর। ' আপুর এমন কড়া শাসনের ভয়েই তো মোবাইল সাইলেন্ট করে রেখেছি। আপু যদি জানে তার বন্ধুর ছোট বোনই আমার জানের জান, তাহলে আমি শেষ 🙁
কি করি কি করি? অবশেষে গুগল মামার শরণাপন্ন হলাম, খুঁজে পেলাম উপায় 🙂
সাইলেন্ট করা মোবাইল বাসায় হারিয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন? আমার মত অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। কি যে টেনশনে ছিলাম তা ভাষায় প্রকাশে অক্ষম আমি।
১. প্রথমে অন্য আর একটি মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
২. সেখানে সার্চ বারে লিখুন Find My Phone. সার্চ দিন।
৩. লিংকে গিয়ে গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
৫. এরপর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।
৬. এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুণ।
৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।
এই একই পদ্ধতিতে আপনি আপনার হারান অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পেতে পারেন। তবে আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারান মোবাইল খুঁজে পাবেন না।
আমি যেইনা রিং অপশন সিলেক্ট করলাম অমনি আমার মোবাইলে বিকট শব্দে রিং হতে থাকলো। রিং টা আসতে থাকলো আপুর রুম হতে 🙁 হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ