
স্যাঁতস্যাঁতে ঝুপড়িতে বেড়ে ওঠা কচি আবেগ জানেনা আকাশ কত নীল!
সমুদ্র কতটা সফেন আর সুনীল?
আকাশ দেখবে বলে উড়ুক্কু গাঙচিলের ঝাঁকের পিছে ছুটতে গিয়ে ডানা ভেঙ্গেছে উঠোন বাড়ির শালিক।
তবে কী আবেগ পাখির বেহিসেবী পালক?
যত্রতত্র যখন তখন ঝরে যায়….
নির্জন দুপুরে একান্তে ডাকা ঘুঘুকে কি তাড়িয়ে দিতে হবে?
চালচুলোহীন ভবঘুরের স্পর্শকাতর অনুভূতি শূন্য হতে হতে ; যদি মিলিয়ে যায়, দিগন্তের শেষ রেখায়!
যদি আর ফিরে না আসে প্রাণে সঞ্চিত বারুদ শিখায় __
তবে কী জগতের স্বাদ অনর্থ হবে?
নিরানন্দ থেকেই শুরু প্রথম চরণ ; আর নিরাবয়ব আত্মজীবনী অসমাপ্ত লিখে রাখার নাম- ই বুঝি জীবন!
এ বড় অনিয়ম!
কেন নিয়ম অনুসৃত পথটি হৃদয়ে ঢুকেই চকিতে দেখে; ভেতরে অজস্র ফাটল?
দিশেহারা হয় সুখের প্ররোহ, অসুখ বিস্তার লাভ করে পরজিবী ছত্রাক আশ্রয় করে।
গোটা একটি জীবন পরে নেয় বৈরিতার বৈরী আবরণ!
কার দোষ কার গুণ বিচার্য নয়, এ শুধুই জীবন__
যার প্রতি রেখায় আঁকা বাঁকা বক্ররেখার আয়তলোচন দৃষ্টি!
এ বড় নেশাতুর! বিভোর হলেই নিশ্চিত মরণ! এ মরণ যন্ত্রণার! এ মরণ দহনের! এ মরণ আজীবন বন্দিত্বের!
এ মরণ কষ্টের সহমরণ!
২০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
তোমার সাথে সহমরনে আমিও যেতে চাই। এমন সহমরনে কম বেশি সবাই বোধহয় যায়। শুভ কামনা সবার জন্য।
খাদিজাতুল কুবরা
এসোনা বন্ধু! দুহাত বাড়িয়েই আছি। অনেক ধন্যবাদ এবং ভালোবাসা নিও।
মোঃ মজিবর রহমান
যেখানে নেশাগ্রস্ত সেখানে সহমরণ মেনেই নেয়া যায়। যেখানে গভিরতা কাছে থাকা।
খাদিজাতুল কুবরা
ভালোই বলেছেন মজিবর ভাইয়া। অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি
চালচুলোহীন ভবঘুরের স্পর্শকাতর অনুভূতি শূন্য হতে হতে ; যদি মিলিয়ে যায়, দিগন্তের শেষ রেখায়!
যদি আর ফিরে না আসে প্রাণে সঞ্চিত বারুদ শিখায় __
তবুও জীবন ভাবেনা তার ফলাফল জীবন চলে তার আপণ মহিমায়। কবিতা খুব আবেগী।
খাদিজাতুল কুবরা
মন দিয়ে পড়েছেন বোঝা যাচ্ছে।
ঠিকই বলেছেন ভাইয়া জীবন জীবনের নিয়মে চলে।
অনেক ধন্যবাদ।
বন্যা লিপি
এমন লেখায় কি মন্তব্য করব ভেবে পাইনা…. অনুভূতি আরো বেশি নড়েচড়ে আহত হয়….. যখন ছুঁয়ে যায় শব্দের পালক শশব্দে অলিন্দের স্পর্শকাতর জমিনে! তখন বিমুঢ় মুর্চ্ছণায় মূক হয়ে যায় উপযুক্ত মন্তব্যের ভাষা……
আমি শুধু বলে যাই……”সময় আমাদের পার্বিক আয়না ধরিয়ে দিয়ে বলে …. দেখো, ঋতু বদল হয় কি করে?”………
ভালবাসা ❤️❤️
খাদিজাতুল কুবরা
আপু একদমই তাই। সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক।
অহেতুক হাপিত্যেশ করে লাভ কিছু নেই।
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন প্রিয় আপু
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন।
বাস্তবতার মাঝেই হয়তো জীবনের পথ
আবেগ তাড়িত বায়ু, কেড়ে চলে প্রকৃত যে আয়ু।
অশেষ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায় আন্তরিক।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
ভালো থাকবেন সবসময়
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি আপু
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ লিটন দা। ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
বিরহী সময়ের পায়ের নীচে শক্ত মাটিতে দাঁড়াই
সুনসান জোয়ারধ্বনিতে টের পাই, শুধুই একরাশ বালি!
ক্রমশ ডুবে যাওয়ার ঘূর্ণি, অটল-অতল সন্ধ্যার হাতছানি।
খাদিজাতুল কুবরা
জীবনের প্রান্তিক রেখা হৃদয়ের কল্লোল এড়িয়ে চলবে সেটাই বিধিলিপি,
বানচাল করা অপচেষ্টা মাত্র।
ভালো থাকবেন ভাইয়া।
আর দোয়া করবেন।
হালিম নজরুল
কখনো কখনো সহমরনও আমাদের প্রার্থিত রয়।
খাদিজাতুল কুবরা
একদম তাই। কবিতায় তো বটেই।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
সুপর্ণা ফাল্গুনী
জীবন মানেই বন্দীত্ব, ঈশ্বরের বেঁধে দেয়া সময়ের মধ্যে বন্দী, তাঁর ইশারার শিকলে বাঁধা আমরা সবাই। যতই ছটফট করি না কেন এভাবেই চলতে হয়, থাকতে হয় । চমৎকার লেখনী আপু। অফুরন্ত শুভকামনা
খাদিজাতুল কুবরা
দিদি ভাই একদম ঠিক বলেছেন। জীবন ঈশ্বরের উপহার, আর তার বিধান ও পূর্ব নির্ধারিত। আমাদের দায়িত্ব পালন করা।
ভালোবাসা এবং শুভেচ্ছা দিদি ভাই
হালিমা আক্তার
জীবন যেন এক অদৃশ্য সূতোয় বাঁধা। চাইলেই মুক্তি মিলে না। এ বাঁধনের প্রতি গিঁটে রয়েছে আবেগ আর ভালোবাসার পরশ।
খাদিজাতুল কুবরা
গিট খুলতে গিয়েই বাঁধে বিপত্তি। তাই জীবন বয়ে চলুক নদীর মতো।
আমরা শুধু বাহন তরী।
ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন প্রিয় আপু।