
বাস্তবতা শিকড় বড়ই নিঠুর নির্দয়
তাই বুঝার মতো মন হয়ে উঠে না কার;
চার দেয়ালে যতোই শ্বেত পাথর দিয়ে গড় প্রসাদ
বাস্তবতার শিকড়ে ভাঙ্গবেই একদিন;
কিছু বলার ক্ষমতা থাকবে না চারপাশ নীরব নিস্তব্ধ
সময়ে অহমিকা হিমালয়ে নিক্ষেপ কর-
দেখবে উষ্ণতা ছুঁয়ে গেছে দেহের চারপাশ!
তখন মনে হবে বাস্তবতা পানির মতো সহজ সরল
চোখের সমুখে যাহা দেখি দেখতেছি কঠিন সত্য-
অতঃপর মনের জটিলতা ছুড়ে ফেললেই দেখবে সহজ সরল।
১৯ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ ডিসেম্বর ২১
১০টি মন্তব্য
হালিমা আক্তার
জীবন কঠিন বাস্তবতায় ঘেরা। সব কিছু সহজ ভাবে নিতে পারলে , জীবন বোধ সহজ হয়ে যায়। চমৎকার কবিতা।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু কাব্যপাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
সাবিনা ইয়াসমিন
বাস্তবতা উপেক্ষা করার শক্তি কারো নেই।
সুন্দর বলেছেন। শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি সাবিনা আপু কাব্যপাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
মোঃ মজিবর রহমান
কিই বা আছে মানব সন্তানের এসেছি, যাব কোন দ্বিমত নাই কারো তবুও কেন এতো চাহিদা! বর্তমান নিইয়েই থাকি মন ভালো রাখি সর্বদা। এতাই কামনা ও প্রত্যাশা।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা কাব্যপাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
বোরহানুল ইসলাম লিটন
বাস্তবতা বড় কঠিন কবি দা
যদিও একদিন সব শেষ হয়ে যাবে।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা কাব্যপাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
নার্গিস রশিদ
সুন্দর প্রকাশ। ভালো লাগলো ।
আলমগীর সরকার লিটন
জি নার্গিস আপু কাব্যপাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন