সহচর

কামরুল ইসলাম ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:৪১:৩০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হিম হিম জোছনায়, কুয়াশা এলো নেমে ~
রাতের দ্বিপ্রহরে, জাগি মুঠোফোনের প্রেমে ~
সাঁঝ সাঁঝ আকাশে, মেঘের লুকোচুরিতে চাঁদ ~
স্বপ্ন গুলো উঠে জেগে, ভেঙে সীমানার বাঁধ ~
বিনা তারে কথা বলি, সংগোপনে বাঁধি ঘর ~
নিঝুম রাতে, জোনাকীর দলে, তুমি হলে সহচর ~
নিস্তব্দতা বাড়ে, গাঢ় হয় প্রেম, তুমি আসো আরো গভীরে ~
হারাই যেন, অনাদায়ি জীবনে, স্বরচিত স্বপ্নের ভীড়ে ~
ছুঁয়ে যায় মন, বনলতার দেশে, উষ্ণ প্রেমের গানে ~
চার দেয়ালের নিঃসঙ্গতা, স্বপ্নভূক প্রাণে, তোমায় শুধু কাছে টানে ~
ছুঁই ছুঁই যেন, আলতা রাঙা অধর, রেশমী চুলের ঘ্রাণে ~
এ কোন টান, শতজনমের প্রাণ, ভাসে অথৈ বাণে ~
ভোর হয়, আলো ছড়ায়, জানালার ফাঁকে রবি ~
ফুরায় না লেনদেন, জীবনের ধ্যান জ্ঞান, বাকী যেনো সবই ~
এক রাত্রি নয়, চাই আরো প্রণয়, অনাদায়ি জীবনের সহচর ~
স্বপ্নে গড়া, সুখে ভরা, এক জীবনের বাসর ।

রচনা কাল ঃ ১২/১২/২০১৯
ঢাকা

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ