
ঘানি টানার মতো রোজ
সরিষা তৈল উৎপাদন হচ্ছে খুব;
ক্ষত বিক্ষত মাটির দলা
যেদিন দুর্বলা ঘাসফুলের সাথে বাসর হবে;
সেদিন ও এতটুুকু ঘ্রাণ পাবে না
লম্বা নাকটাও আর জুরাবে না!
সমস্ত উপলদ্বি ধ্বংস হবে।
হৃদয় ঘানিতে মুক্তির সানাই বাজাবে নিশ্চিয়-
আবার কোন এক সরিষা দানার;
অথচ এক মুহুর্তের জন্যও হলো
বুঝার ক্ষমতাটুকু রাখলে না- অনুশোচনা
অনুতপ্ত তো দূরের কথা- তুমি টানতে থাকো ঘানি!
আর আমি রোজ সরিষা তৈল হই।
১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৯নভেম্বর ২১
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুব ভালো লিখলেন বাউল কবি। ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
বন্যা লিপি
কি উপমায় উপমায়িতই না করলেন জীবন ঘানির এমন চিত্র! বাহ্
আলমগীর সরকার লিটন
জি কবি লিপি আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
হালিমা আক্তার
উপমায় চিত্রিত জীবনের ছবি। অসাধারণ সৃজন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিম আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
বোরহানুল ইসলাম লিটন
বেশ বলেছেন কবি দা।
সুন্দর উপমায় রূপকের উপস্থাপন।
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
চমৎকার বলার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপমা সজ্জিত কবিতা। প্রতিনিয়ত আমরা এভাবেই কারো না কারো ঘানিতে সরিষা তৈল হই। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা