প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি শুধু সরকারপ্রধান হিসেবেই নয়, একজন মা হিসেবেও আবরার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করব।’

মা তুমি দিয়েছ পরিচয় মাতৃত্বের,
মাতৃত্বের পরিচয় রক্ষার দায়িত্ব নিশ্চিত তোমার।
মা তুমি করেছ পিতৃ হত্যার বিচার,
এবার করবে সন্তান হত্যার বিচার।
দেখব জানব, বুঝব তোমারি পণ, হযরত উমরের ন্যায় কঠিন মন্ত্র হোক তোমারি মন।
এই দেশ তোমার, এই দেশ সারা বাংগালীর।
খতম কর সকল মীরজাফর যারা আছে লুকিয়ে নিজ দলের অভ্যন্তরে। যেন না দেখি বিকাশ হত্যার ন্যায় বিচার না কাদে, যেন না দেখি সাগর রুনির ন্যায় বিচার বন্ধ হয়, যেন না দেখতে হই হাজার মায়ের কান্না।

মা তুমি হও কঠর থেকে কঠর দেশের তরে। তুমি রক্ষা করবে বাংগালিএর মান, এই বিশ্বাস থাকে যেন প্রাণে। এই অংগিকার থাকে যেন মান সকল আওয়ামীলীগ  সমর্থকদের । মা রাখ মান সমর্থকদের, এই আর্জি আমার মত হাজার মানুষের। মাতৃমুক্তি পণ থাকে যেন তোমার।

দুখিত এই কারণে যে, আমি পোস্টি খসড়াই রেখেছিলাম কিন্তু ব্লগ সঞ্চালক দুইবার আবার পোস্ট করেছে। আমি না দেওয়ার কারন আমি মোবাইলে লিখতে অভ্যস্ত নই। অনেক বানান ভুল হচ্ছে তার জন্য পোস্ট দিয়ও খসড়াই রেখেছিলাম। অফিস ফাকে এই টুকু সময় চুরি করলাম।