সময় কাহন

আগুন রঙের শিমুল ৩০ মে ২০১৭, মঙ্গলবার, ০২:১৩:৪৫পূর্বাহ্ন অন্যান্য ৭ মন্তব্য

দুপুরগুলো -
সুন্দর বিদায় নিয়েছে -
এইসব দুপুর, অবসন্ন ভাতঘুম মাখা প্রেম
বিদায় নিয়েছে দেরাজের অন্ধকোনে বিলীনপ্রায় ঘ্রাণ রেখে।
এইসব দারুণ দুপুর ছবি হয়ে গ্যাছে।

বিকেলে -
গড়িয়ে নামে তরল অন্ধকার ;
ফোটা ফোটা তরল আধাঁর এসে জমা হয় পানপাত্রে,
পানপাত্রের গায়ে জমে হৃদয়ের হিম ; কুয়াশা।
আবহে বাজে ঘরছারানিয়া মন্দিরার ধূন -
অথচ তার বুকের ভেতর তরল আগুন।
বিফল জনম গেল বধূ, পানপাত্র সম্মুখে রাখি তৃষায় পুড়ি শুধু।

সন্ধ্যায় -
এইসব দীপান্বিতা সন্ধ্যা অতলান্তিক,
স্মারক ডাকটিকেটের মতো দুর্লভ ছায়াস্মৃতি ; এবং
মাছের চোখে মৃত সময় দেখে যাই।
আর কক্ষচ্যুত নক্ষত্রের মতো নিজের চারিপাশে অবিরাম পাক খাই।

নোট - রোমেনের একলাইন লেখা দেখে হুট করে পুরোটাই মাথায় এসে গেলো, একটা মন্তব্য ও ঠিকঠাক জায়গায় বসে গেলো ... এভাবেই লেখা হয়? কি জানি

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ