সময় এবং কবিতা

আতা স্বপন ৩১ মে ২০২০, রবিবার, ১০:০৪:২৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

সময় বড়ই নির্মম
আবার কখনো কখনো বড়ই মধুময়
সময়ের লুকচুরি খেলায় নিজেকে
মাঝে মাঝে পুতুল মনে হয়।

এর গতির সাথে পাল্লা দেব
সাধ্য কোথায় বল
এভাবেই গিনিপিগ সম
জীবন চাকা চলল।

সময় কাউকে ক্ষমা করে না
কবিতার মত
বড়ই জ্বালায় কবিকে
ত্যাক্ত করে প্রতিনিয়ত।

খচখচ করে ভাবাবেগে বারংবার
এযে মহা যন্ত্রনা
নব্ নব সৃষ্টির আকুলতায়
লুপ্ত জাগতিক চেতনা।

কবিতায় যখন সময়ে ছায়াপরে
হয়ে যায় কৃষ্ণের বাশরী
ভালবাসার অমর কাব্য
তৃষিত আত্মার আহাযারী।

কখনোবা বিদ্রোহ ঝংকারে
লৌহ শৃংখল ভাঙ্গার দৃঢ় প্রত্যয়
রাজপথে শ্লোগান মুখর মিছিল
হাটে-মাঠে পথে-প্রান্তরে নব সুযদয়।

কখনো আবার স্রষ্টার প্রেমে
আরাধনা গীত হয়
স্রষ্টাই যে বলেন কালামে পাকে
আমিই সময়।

সময় আর কবিতার মিলনেইতো
সৃষ্টি সবই ছয়দিনে
প্রকম্পিত শব্দের ছন্দে
প্রান সঞ্চারে আসমান-জমিনে।

স্রষ্টার বানী পবিত্র কবিতা
হৃদয়ে প্রথিত ভক্তিতে
পরোকালিন সময়ে পাথেয় হয়ে
সহায় হবে মুক্তিতে ।

সময়ের ধারক নিরাকার সত্তার
ছন্দময় কাব্যিক মূর্ছনায়
পাপি মনে জাগে আশার আলো
পংতির পরতে পরতে ছড়ানো করুনায়।

সময়ই কবিতার মাঝে
সঞ্চারে গতি
সময়ের রুপই কবিতার রুপ
কঠিন কোমল অতি।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ