সময়ের তীর ধরে একাকীর বিষণ্ণ চিত্তে হেঁটে যাই
হেঁটে যাই অপরাপর শব্দ-শূন্যতার দিকে
শেষের অজানা সীমান্তে।
সময়-জলে চোখ রাখি, চোখ ডুবাই,
জল ছুঁয়ে থাকি, জল ছুঁয়ে যাই;
টুপ করে সময়-গাছ থেকে ঝরা পাতার মত
টুকরো-সময় পির পির করে সময়ের নদী-জলে
ভেসে যায়, যতদূর চোখ রাখা যায়, তাকিয়ে দেখি
ভেসে যাওয়া পাতারা আর ফিরে আসে না।
আমি ফিরে ফিরে আসি এই সময়-নদীটির তীরে,
অপলক চোখে এই মাদল বর্ষায় রতি-বিমুখ
তড়পানো হৃদয়ে ভিজে যাই, ভিজে যাই,
নহবতের ধ্বনিতে।
Thumbnails managed by ThumbPress
৩৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আগে বলুন নহবত মানে কি?
ছাইরাছ হেলাল
গুগল মামা কী বলে আগে তাই বলুন।
সাবিনা ইয়াসমিন
মামা-চাচার কাছে যাওয়ার সময় নেই, আপনি লিখেছেন। আপনাকেই বলতে হবে।
ছাইরাছ হেলাল
জ্বি, আম্মো বলতেই তো চাই।
সাবিনা ইয়াসমিন
কই গেলেন? একটা শব্দের মানে বোঝানোর আগেই চা এর ব্রেক নিতে চলে গেলেন! আজব!! 😒
ছাইরাছ হেলাল
বাপ্রে!! আমি কী না কী লিখি তা কি আমি জানি!!
আপনাদের মন্তব্য পড়েই-না ভাবি কী লিখেছি!!
প্রাণ বাঁচাতে তো আমরা চাচা/মামার কাছেই এত দিন যেতাম,
কেবলা কী পালটে গেল!!
শামীম চৌধুরী
বাহ।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
শামীম চৌধুরী
আপনাকেও ধন্যবাদ হেলাল ভাই। এমন সুন্দর একটি লেখা পড়ার সুযোগ করে দেবার জন্য।
ছাইরাছ হেলাল
তেমন সুন্দর লেখা কৈ আর লিখতে পারলাম!
ভাল থাকবেন আপনি, অনেক।
সাবিনা ইয়াসমিন
সময়ের ব্যবচ্ছেদ করে ছেড়েছেন আজকের লেখায়। বালতি বালতি কুইনাইন গিলেও সময়ের চোখ-মুখ ঠিক হবে বলে মনে হচ্ছে না।
এখন বলুন, নহবত মানে কি??
ছাইরাছ হেলাল
সানাইয়ের সুর, মূলত আনন্দোৎসবের সুর এটি।
কুইনাইন অসুখ ছাড়ায়, কিন্তু কুইনািকে ছাড়ানো/সারানো খুব কঠিন।
যাক অবশেষে মন্তব্য করলেন বুঝে-সুঝেই।
শাহরিন
আপনি সব সময়ই একা হাটেন কেন?
ছাইরাছ হেলাল
আমারে কেউ পাত্তা দেয়-না যে,
তাছাড়া একাইতো যেতে হবে, প্রাকটিস হয়ে যাচ্ছে, মন্দ না কিন্তু।
শাহরিন
যে নাহ!!! আম্নে বেশী জোড়ে আডেন 😆
ছাইরাছ হেলাল
আরে নাহ্, আমি হাঁটতেই পারি-না,
জোড়ে তো নাই-ই!
শিরিন হক
নবহতের অর্থ খুঁজতে গিয়ে শ্রী রাম কৃষ্ণ কে খুজে পেলাম। এই ছিলো কপালে।
ছাইরাছ হেলাল
সানাইয়ের সুর, আনন্দোৎসবে ব্যাবহার হয়, সাধারণ ভাবে।
তৌহিদ
যত যাই কিছু হোক, সময়ের ব্যবধানে ফিরে আসতেই হয় আমাদের। তবে নিজেরা ফিরলেও সাথে ফিরেনা অনেক কিছুই। কিছু জিনিসকে চলে যেতে দেয়াই উত্তম। কি লাভ! জোর করে ধরে রাখার।
ছাইরাছ হেলাল
সময় নিজ মনে নিজ গতিতে প্রবহমান, থেমে যাওয়া বা থামিয়ে দেয়ার কিচ্ছু নেই।
মোঃ মজিবর রহমান
সময় সব বলে। ার আপনি একাই হেটে চলুন !
ছাইরাছ হেলাল
অবশ্যই সময়-ই সব কিছুর সাক্ষী।
ধন্যবাদ
রেহানা বীথি
ভেসে যাওয়া পাতারা আর ফিরে আসে না।
ভালো লাগলো ভীষণ
ছাইরাছ হেলাল
পড়ছেন নিয়মিত,
অবশ্যই ভাল থাকবেন।
ঝরা পাতাদের ফেরানো যায় না।
জিসান শা ইকরাম
সময়ের তীরে নহবতের ধ্বনি চলমান থাকুক,
ছাইরাছ হেলাল
অবশ্যই সময়ের নহবত চালু থাকবে।
আরজু মুক্তা
আপনি ফিরে এসেও আনন্দ কে খুঁজে পান।এটা ভালো লাগলো।জীবনকে আঁকড়ে ধরে বাঁচতে চান।জীবনের নতুন মানে খুঁজে পান।প্রতিদিন যে নতুন করে বাঁচতে পারে সে চিরযুবক।।
ছাইরাছ হেলাল
আশার বানী কার না শুনতে ভালোলাগে!!
আশারা দূরাশা হলেই ঝামেলা বেঁধে যায়।
আরজু মুক্তা
আশারাই বেঁচে রাখে
ছাইরাছ হেলাল
আমরাও বাঁচতেই চাই।
মনির হোসেন মমি
সময়ের কাছে ধরা আমাদের জীবন।খুব ভাল লাগল। আমাদের শুরু আছে শেষতক মৃত্যুই সত্য।
ছাইরাছ হেলাল
জীবনের কাছে মৃত্যুই এক মাত্র সত্য,
ভাল থাকবেন আপনি।
সিকদার সাদ রহমান
শেষ বলে কিছু নেই। সব যায়গায় কোলাহল। সময়ের সীমান্তেও জলের শব্দ পাবেন!
ছাইরাছ হেলাল
ঠিক বলেছেন, শেষ বলে কিছু নেই,
শেষেই শুরু নিহিত আছে।
ধন্যবাদ।