সময়ের গতি কেমন গতি

আলমগীর সরকার লিটন ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৫৬:১৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

সামলাতে পারছি না সময়ের গতি কেমন গতি!

রবি শশী যেখানে অবস্থা ঘুরেফিরে একই স্থান;

কিছু তারার আস্ফালন দেখি মিটি মিটি-

তাও সময়ের গতি বহুগুণ নির্মূল দেয়াল

অথচ ভাবতে পারি না চলমান গতির আবেগ সমিতি!

এই দেখি কি মাটির মায়া শুকনো পাতার লাশ-

আর সবুজ ঘাসের বিছানা- ঐ এক ঘ্রাণ কাছে

ডেকে যায়- তবুও স্থির নয় সমযের গতি কেমন গতি।

 

শত জনমের প্রণয় মাঝে মাঝে আকাশ গড়ে বৃষ্টি

পুড়া দেহ বজ্রপাত ডাবগাছগুলো তেমনা দাঁড়িয়ে

সুপারিগাছ দোলছে ঠিক আগের গতিতেই শুধু

পান খাওনার থু থুটা ফেলার সময়ের গতি নেই- কেমন গতি

উড়া সাদা মেঘের দল ছুটছে গতি সীমানা জানা নেই;

তবুও মিছিল স্লোগানের আওয়াজ নেই থমকে

দাঁড়িয়েছে সময় জানাযায় মানুষ নেই শুধু ঘাসফড়িং

এর দল- অতঃপর হারায় না মাটির বন্দর সময়ের গতি কেমন গতি ।

১৮ কার্তিক ১৪২৬, ০৩ নভেম্বর ২০

-----------------------------------------

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ