প্রভু,,

প্রভু মায়া ঝরানো এ  সমাজে....
আমরা বড়ই দুঃখী,
দিন যায় রাত যায়....
মাটিতে অশ্রু ফেলি।

প্রভু সকাল দুপুর স্বপ্নে বাসে
সোহাগ হাসে রাতে,
সন্ধ্যা কাটে কাকের মতো
ছায়া হীন গাছটার নিচে!

প্রভু তোমার সৃষ্টি জগতটা
ভাবায় নিত্য ভাবে,
ছেলে বেলা নেই কো প্রভু
তোমার নীতির ধারে!

প্রভু খাবার খুঁজে পথে ঘুরি
পথেই খুঁজি সঙ্গী,
প্রভু আমার মতো হাজার শিশু
করে আহাজারি।

প্রভু খুলে দেখো নয়ন খানি
খোকার স্বপ্ন তরী,
ভেলায় ভাসে,খেলার তরী
হেলার কেয়া ঘাটে!
সঞ্জয় মালাকার//

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ